গীতসংহিতা 106

106
প্রভু পরমেশ্বরের অবিচল প্রেম
1প্রভু পরমেশ্বরের প্রশংসা কর!
ধন্যবাদ কর তাঁর কারণ তিনি মঙ্গলময়,
নিত্যস্থায়ী তাঁর অবিচল প্রেম।#১ বংশা 16:34; ২ বংশা 5:13; 7:3; ইষ্রা 3:11; গীত 100:5; 107:1; 118:1; 136:1; যির 33:11
2কে পারে বর্ণনা করতে প্রভু পরমেশ্বরের মহান কীর্তিরাজি?
অথবা কে পারে নিবেদন করতে তাঁর যথাযোগ্য প্রসংসার অর্ঘ্য?
3ধন্য তারাই, যারা ন্যায়নিষ্ঠ,
যারা সতত পালন করে তোমার অনুশাসন
4হে প্রভু পরমেশ্বর তোমার প্রজাদের যখন তুমি অনুগ্রহ করবে তখন আমাকেও করো স্মরণ,
যখন তুমি উদ্ধার করবে তাদের তখন আমাকেও রেখো তাদের দলে।
5যেন আমি দেখতে পাই তোমার প্রজাদের সমৃদ্ধি,
যেন আনন্দিত হতে পারি তোমার প্রিয় জাতির আনন্দে যেন যাদের উপর তোমার একান্ত অধিকার
তাদের সাথে গর্বিত হতে পারি তোমার গৌরবে।
6পিতৃপুরুষদের মত আমরাও পাপ করেছি,
করেছি অধর্মাচরণ, আমরাও করেছি দুষ্কর্ম।
7আমাদের পিতৃপুরুষেরা পারেনি বুঝতে মিশরে তোমার অলৌকিক ক্রিয়ার মর্ম,
স্মরণে রাখেনি তোমার বহুবিচিত্র করুণার কথা,
পরিবর্তে বিদ্রোহ ঘোষণা করল তারা লোহিত সাগরতীরে।#যাত্রা 14:10-12
8তবুও তিনি আপনার গুণে,
তাদের করলেন উদ্ধার যেন বিদিত হয় তাঁর মহাপরাক্রম।
9তিনি আদেশ দিলেন লোহিত সাগরকে,
শুষ্ক হল সাগর বক্ষ,
সেই শুষ্কভূমির উপর দিয়ে তিনি পরিচালনা করে নিয়ে গেলেন তাদের।
10বিদ্বেষীদের হাত থেকে তিনি উদ্ধার করলেন তাদের,
মুক্ত করলেন শত্রুদের কবল থেকে।
11সমুদ্র গ্রাস করল তাদের শত্রুদের,
রইল না কেউ অবশিষ্ট।
12তখন তারা বিশ্বাস করল তাঁর প্রতিশ্রুতিতে,
গাইল তাঁর যশোগীতি#যাত্রা 15:1-21#যাত্রা 14:21-31
13কিন্তু অচিরেই তারা ভুলে গেল তাঁর সকল কীর্তি,
রইল না তারা তাঁর নির্দেশের অপেক্ষায়।
14প্রান্তরে তীব্র বাসনায় আসক্ত হল তারা,
মরুভূমিতে পরীক্ষা করল ঈশ্বরের ক্ষমতা।
15তাদের ঈপ্সিত বস্তু দিলেন তিনি,
সেই সঙ্গে দিলেন তাদের মারাত্মক ব্যাধি।#গণনা 11:4-34
16মরুপ্রান্তরে তারা ঈর্ষান্বিত হয়েছিল মোশির বিরুদ্ধে,
প্রভুর পুরোহিত হারোণের বিরুদ্ধে।
17ধরণী দ্বিধা হয়ে দাথনকে করল গ্রাস,
অবীরাম-এর সঙ্গীসাথীদের করল আবৃত।
18অগ্নি প্রজ্বলিত হল তাদের সমাবেশে,
দুষ্টেরা দগ্ধ হল সেই অনল শিখায়।#গণনা 16:1-35
19হোরেব-এ তারা নির্মাণ করেছিল একটি স্বর্ণ-গো-বৎস,
সেই মূর্তির আরাধনা করেছিল তারা।
20এভাবে তারা তাদের আরাধ্য ঈশ্বরের স্থানে
বসাল তৃণভোজী এক বৃষের মূর্তিকে,
21ভুলে গেল তাদের পরিত্রাতা ঈশ্বরকে,
যিনি মিশরে সাধন করেছিলেন নানা মহৎ কার্য।
22ভুলে গেল সেখানে তাঁর পরমাশ্চর্য কার্যকলাপ,
লোহিত সাগর তীরে তাঁর ভয়াবহ কীর্তিসমূহ।
23তাই তিনি তাদের সকলকে সংহার করতে মনস্থ করলেন।
কিন্তু তাঁর মনোনীত সেবক মোশি এসে দাঁড়ালেন তাঁর মুখোমুখি,
তাঁর বিধ্বংসী ক্রোধ নিবারণের আবেদন নিয়ে।#যাত্রা 32:1-14
24তারপর তারা অবজ্ঞা করল সেই মনোরম দেশ,
তারা বিশ্বাস করল না ঈশ্বরের প্রতিশ্রুতিতে।
25নিজেদের শিবিরে তারা শুরু করল বচসা
প্রভু পরমেশ্বরের কথায় করল না কর্ণপাত।
26তাই তিনি ক্রুদ্ধ হয়ে শপথ করলেন,
এই প্রান্তরেই ইসরায়েলীদের নিপাত করবেন,#গণনা 14:1-35
27তাদের সন্তানদের বিভিন্ন জাতির মাঝে
ছড়িয়ে দেবেন বিভিন্ন দেশে তাদের করবেন বিক্ষিপ্ত।#লেবীয় 26:33
28তারপর তারা পিওর-এর বেল দেবতার প্রতি আসক্ত হল,
ভোজন করল নিষ্প্রাণ দেবদেবীর উদ্দেশে উৎসর্গিত বলি।
29তাদের ক্রিয়াকলাপ প্রজ্বলিত করল প্রভুর ক্রোধ,
ফলে মহামারীর প্রাদুর্ভাব হল তাদের মাঝে।
30তখন পুরোহিত পিনহস তাদের
উপযুক্ত শাস্তি বিধান করলেন,
31তাঁর এ কাজ পরিগণিত হল ধার্মিকতা রূপে,
পুরুষানুক্রমে চিরকালের জন্য গণিত হল।#গণনা 25:1-13
32মরিবার জলকুণ্ডের কাছেও তারা প্রজ্বলিত করেছিল তাঁর ক্রোধ
তাদের জন্য হয়েছিল মোশির অনিষ্ট।
33কারণ তারা মোশির অন্তর তিক্ত-বিরক্ত করে তুলেছিল,
তাই তাঁর মুখে উচ্চারিত হয়েছিল অনুচিত বাক্য।#গণনা 20:2-13
34তারা প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী
সেই দেশের জাতিসমূহকে সংহার করেনি,
35বরং বিধর্মীদের সঙ্গে মিশে গিয়ে
তারা শিখেছিল তাদেরই কার্যকলাপ।
36তারা তাদের প্রতিমাগুলি ভজনা করল,
আর সেগুলিই হল তাদের ফাঁদ স্বরূপ।#বিচার 2:1-3; 3:5-6
37তারার অপদেবতাদের উদ্দেশে
নিজেদের পুত্রকন্যাদের বলিদান করল।#২ রাজা 17:17
38নির্দোষের রক্তপাত করল তারা,
রক্তপাত করল আপন আপন পুত্র কন্যাদের।
তাদের বলিদান করল কনান দেশের প্রতিমাগুলির উদ্দেশে,
এই রক্তপাতের ফলে দেশ হল অপবিত্র।#গণনা 35:33
39এভাবেই নিজেদের কর্মদোষে তারা হল অশুচি,
নিজেদের কার্যকলাপে তারা ঈশ্বরের প্রতি করল বিশ্বাসঘাতকতা।
40তখন আপন প্রজাদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ হল প্রজ্বলিত,
আপন প্রজাদের প্রতি উদ্রিক্ত হল তাঁর ঘৃণা।
41তাদের তিনি সমর্পণ করলেন অন্য জাতির অধীনে,
বিদ্বেষীরা তাদের উপর করল কর্তৃত্ব।
42শত্রুরা তাদের করল নির্যাতন,
তারা হল ওদের পদানত।
43বহুবার তিনি তাদের উদ্ধার করলেন,
কিন্তু তারা স্বেচ্ছাচারী হয়ে বিদ্রোহ করল তাঁর বিরুদ্ধে,
নিজেদের অধর্মের ফলে হল বিপর্যস্ত।
44তবুও তিনি তাদের কাতরোক্তি শুনে
তাদের দুর্দশার প্রতি দৃষ্টিপাত করলেন।
45তাদের স্বার্থেই তিনি স্মরণ করলেন তাদের সঙ্গে স্থাপিত তাঁর সন্ধিচুক্তির শর্ত,
অবিচল প্রেমের মাহাত্ম্যে তিনি পরিবর্তন করলেন তাঁর সঙ্কল্প।
46যারা তাদের বন্দী করেছিল তাদের অন্তরে তিনি করুণার সঞ্চার করলেন তাদের জন্য।#বিচার 2:14-18
47হে প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর,
উদ্ধার কর আমাদের,
জাতিবৃন্দের মধ্য থেকে আমাদের ফিরিয়ে নিয়ে যাও,
যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি, যেন মুখর হতে পারি তোমার প্রশংসায়।
48ধন্য প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর,
অনাদিকাল থেকে অনন্তকাল অবধি তুমি ধন্য
‘আমেন’–বলুক সর্বজন।#১ বংশা 16:35-36
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.