গীতসংহিতা 101

101
রাজার প্রতিশ্রুতি দাউদের ভজন
1করুণা ও সুবিচার আমার গানের কথা
হে প্রভু পরমেশ্বর আমি তোমারই স্তবগান গাইব।
2নিখুঁত পথে চলার কথাই আমি ভাবি,
কবে তুমি আসবে আমার কাছে?
আমার ঘরে আমি শুদ্ধচিত্তে চলি,
3ঘৃণ্য কিছুই আমি রাখব না আমার দৃষ্টিপথে।
তোমার কাছ থেকে দূরে সরে গেছে যারা
ঘৃণা করি আমি তাদের কুটিল কীর্তি,
আমি লিপ্ত হব না তাতে।
4অন্তরের কুটিলতা দূরে থাকবে আমার কাছ থেকে,
মন্দের সঙ্গে থাকবে না আমার পরিচয়।
5গোপনে যে অপরের নামে কুৎসা রটায়
তাকে উচ্ছেদ করব আমি।
দৃষ্টি উদ্ধত যার হৃদয় গর্বিত
তাকে সহ্য করব না আমি।
6দেশের ধর্মনিষ্ঠ মানুষের প্রতি থাকবে আমার দৃষ্টি,
আমার প্রাসাদে বাস করবে তারা।
নিখুঁত পথে যে চলে সে-ই হবে আমার পরিচারক।
7কোন প্রবঞ্চক আমার গৃহে বাস করতে পারবে না,
আমার দৃষ্টিগোচরে থাকবে না কোন মিথ্যাবাদী।
8প্রতি প্রভাতে আমি নির্মূল করব দেশের দুষ্ট লোকদের,
প্রভুর নগরী থেকে অধর্মাচারীদের করব উচ্ছেদ।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.