মার্ক 15

15
পীলাতের দরবারে যীশু
(মথি 27:1-2,11-14; লুক 23:1-5; যোহন 18:28-38)
1সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পুরোহিতদের নেতৃবৃন্দ সমাজপতি, শাস্ত্রী ও সমগ্র মহাসভার সদস্যদের সঙ্গে শলাপরামর্শ করলেন। তারপর রতাঁরা যীশুকে বেঁধে নিয়ে গিয়ে পীলাতের হাতে তুলে দিলেন।#মথি 27:1-2; লুক 22:66; 23:1; যোহন 18:28 2পীলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদীদের রাজ্য? তিনি উত্তর দিলেন, সে কথা আপনিই বলছেন।#মথি 27:11-30; লুক 23:২-25; যোহন 18:29—19:16 3পুরোহিতদের নেতৃবৃন্দ তাঁর নামে অনেক অভিযোগ জানালেন। 4পীলাত আবার জিজ্ঞাসা করলেন তাঁকে, তুমি কি কোন উত্তর দেবে না? দেখ, তোমার বিরুদ্ধে এরা কত অভিযোগ করছে। 5তবুও যীশু কোন উত্তর দিলেন না দেখে পীলাত খুব অবাক হয়ে গেলেন।#মার্ক 14:61; যিশা 53:7
যীশুর মৃত্যুদণ্ড
(মথি 27:15-26; লুক 23:13-25; যোহন 18:39—19:26)
6তারণোৎসবের সময় লোকেরা বন্দীদের মধ্যে একজনকে মুক্তি দেবার জন্য মনোনীত করত, পীলাত তাকেই মুক্তি দিতেন। 7বিদ্রোহের সময় নরহত্যায় দায়ে যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে বারাব্বাস নামে একটি লোক ছিল। 8জনতা পীলাতের কাছে গিয়ে জানাল যে, রীতি অনুযায়ী তাদের জন্য তাঁর যা করণীয়, তাই যেন করেন। 9পীলাত তাদের বললেন, তোমরা কি চাও ইহুদীদের রাজাকে আমি মুক্তি দিই? 10কারণ তিনি জানতেন পুরোহিতদের নেতৃবৃন্দ ঈর্ষার বশে যীশুকে হিংসা করে তাঁর হাতে তুলে দিয়েছেন।#যোহন 11:48; 12:19; মথি 21:38 11পুরোহিতদের নেতারা তখন জনতাকে প্ররোচিত করতে লাগলেন যাতে পীলাত বারাব্বাসকে মুক্তি দেন। 12পীলাত আবার তাদের জিজ্ঞাসা করলেন, তাহলে তোমরা কি চাও? তোমরা যাকে ইহুদীদের রাজা বল তাকে নিয়ে আমি কি করব? 13তারা আবার চীৎকার করে উঠল, ওকে ক্রুশে দাও। 14পীলাত তাদের জিজ্ঞাসা করলেন, কেন, ও কি অপরাধ করেছে? তারা আরও জোরে চীৎকার করে উঠল, ওকে ক্রুশে দাও। 15পীলাত জনতাকে তুষ্ট করার জন্য বারাব্বাসকে মুক্ত করে দিলেন এবং যীশুকে কশাঘাত করালেন, তারপরর তাঁকে ক্রুশে দেবার জ্যন সৈন্যদের হাতে তুলে দিলেন।
সৈন্যদের বিদ্রূপ
(মথি 27:27-31; যোহন 19:2-3)
16সৈন্যরা যীশুকে নিয়ে গেল রাজভবনের ভিতরের প্রাঙ্গণে এবং সৈন্যদলের সকলকে ডেকে জড়ো করল। 17যীশুকে তারা বেগুনী রঙের পোষাক পরাল, মাথায় পরাল কাঁটার মুকুট। 18তারপর তাঁকে অভিবাদন করে বলল, ইহুদীরাজের জয় হোক! 19লাঠি দিয়ে তারা তাঁর মাথায় মারল, তাঁর গায়ে থুতু দিল এবং নতজানু হয়ে তাঁকে প্রণাম করল। 20উপহাস বিদ্রূপের পালা শেষ হলে তারা তাঁর গা থেকে বেগুনী পোষাক খুলে নিয়ে আবার তাঁকে তাঁর নিজের পোষাক পরিয়ে দিল।#মথি 27:31-56; লুক 23:26-49; যোহন 19:16-30
যীশুর ক্রুশারোপণ ও মৃত্যু
(মথি 27:32-44; লুক 23:26-43; যোহন 19:17-27)
যীশুকে তারা নিয়ে চলল ক্রুশে বিদ্ধ করার জন্য। 21সেই সময় শিমোন নামে সাইরিন নিবাসী একটি লোক গ্রামাঞ্চল থেকে সেই পথে শহরে আসছিল, সে ছিল আলেকজাণ্ডার আর রুফাসের পিতা। তারা তাকে যীশুর ক্রুশ বইতে বাধ্য করল।#রোমীয় 16:13 22তাঁকে নিয়ে গেল ‘গলগথা’ নামে একটি জায়গায়। এই নামের অর্থ করোটি পাহাড়।
23সৈন্যরা যীশুকে গন্ধরস-মিশ্রিত সুরা পান করতে দিল কিন্তু যীশু পান করলেন না।#গীত 69:21 24তারা তখন তাঁকে ক্রুশে বিদ্ধ করল এবং তাঁর জামা-কাপড় পাশা চেলে নিজেদের মধ্যে ভাগ করে নিল।#গীত 22:28 25যীশুকে তারা ক্রুশে বিদ্ধ করল। তখন বেলা ন'টা। 26তাঁর বিরুদ্ধে অভিযোগ ফলকে লেখা হল; “ইহুদীদের রাজা।”
27যীশুর সঙ্গে দুজন দস্যুকেও ক্রুশে দেওয়া হল, একজনকে তাঁর ডান দিকে আর একজনকে তাঁর বাঁ দিকে। 28(শাস্ত্রের বাণী সফল হল, সেখানে লেখা আছে, ‘অপরাধীদের একজনরূপে তিনি পরিগণিত হলেন।’)#যিশা 53:12 29পথচারীরা মাথা নেড়ে উপহাস করে তাঁকে বলতে লাগল, কি হে, তুমিই না মন্দির ভেঙ্গে ফেলে তিনদিনের মধ্যে গাঁথতে পার,#গীত 22:7; 109:25; মার্ক 14:58 30ক্রুশ থেকে নেমে এস এবার, বাঁচাও নিজেকে। 31এইভাবে প্রধান পুরোহিতেরা শাস্ত্রীদের সঙ্গে মিলে নিজেদের মধ্যে যীশুকে ব্যঙ্গ করে বলতে লাগলেন, ও অ্যনদের বাঁচাত, এবার নিজেকে বাঁচাতে পারছে না? 32খ্রীস্ট, ইসরায়েলের রাজা এবার নেমে আসুক দেখি ক্রুশ থেকে, দেখে আমরা বিশ্বাস করি। যারা তাঁর সঙ্গে ক্রুশে বিদ্ধ হয়েছিল, তারাও তাঁকে বিদ্রূপ করতে লাগল।#মথি 16:1-4
যীশুর মৃত্যু
(মথি 27:45-56; লুক 23:44-49; যোহন 19:28-30)
33বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সারা দেশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে রইল।#আমোস 8:9 34বেলা তিনটের সময় যীশু চীৎকার করে বলে উঠলেন, এলোই, এলোই, লামা শাবাকথানি? এর অর্থ “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমায় পরিত্যাগ করেছ?”#গীত 22:1 35যারা কাছে দাঁড়িয়েছিল, তারা একথা শুনতে পেয়এ বলল, দেখ, ও এলিয়কে ডাকছে। 36একজন দৌড়ে গিয়ে সিরকা দিয়ে স্পঞ্জ বিজিয়ে তাঁকে পান করতে দিয়ে বলল, দেকি, এলিয় ওকে নামিয়ে নিতে আসেন কি না!#গীত 69:21 37যীশু চীৎকার করে উঠলেন, তারপর প্রাণত্যাগ করলেন। 38মন্দিরের পর্দা উপর থেকে নীচ পর্যন্ত দু'ভাগ হয়ে ছিঁড়ে গেল। 39যে সেনাপতি যীশুর সামনে দাঁড়িয়েছিলেন তিনি যীশুকে এভাবে মারা যেতে দেখে বললেন, সত্যিই ইনি ঈশ্বরের পুত্র! 40কয়েকজন মহিলাও দূর থেকে এই ঘটনা দেখছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মাগ্‌দালা নিবাসী মরিয়ম, ছোট যাকোব ও যোশির জননী মরিয়ম এবং শালোমী।#লুক 8:2-3 41যীশু যখন গালীলে ছিলেন তখন থেকে এঁরা তাঁর অনুগামী হয়েছিলেন এবং তাঁর সেবা করতেন। সেখানে আরও অনেক মহিলা ছিলেন। তাঁরাও যীশুর সঙ্গে জেরুশালেমে এসেছিলেন।
যীশুরর সমাধি
(মথি 27:45-56; লুক 23:4-49; যোহন 19:28-30)
42সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে, সেদিন ছিল প্রস্তুতির দিন অর্থাৎ সাব্বাথ দিনের আগের দিন।#মথি 27:57-61; লুক 23:50-55; যোহন 19:38-42 43সেইজন্য আরিমাথিয়া নিবাসী যোষেফ সেখানে এলেন। ইনি ছিলেন ধর্মসভার একজন সম্মানিত সদস্য। তিনি ঐশরাজ্য প্রতিষ্ঠার প্রত্যাশায় ছিলেন। তিনি সাহস করে পীলাতের কাছে গিয়ে যীসুর মৃতদেহ চেয়ে নিলে। 44এরই মধ্যে যীশুর মৃত্যু হয়েছে জেনে পীলাত অবাক হয়ে গেলেন। তিনি সেনাপতিকে ডেকে জিজ্ঞেস করলেন, সত্যিই যীশু এরই মধ্যে মারা গেছেন কি না। 45সেনাপতির কাছে একথা সত্য জেনে তিনি যোষেফকে যীসুর মৃতদেহ দিয়ে দিলেন। 46যোষেফ দামী কাপড় কিনে দেহটিকে নামিয়ে এড়ে কাপড়টা দিয়ে জড়ালেন। তারপর পাহাড়ের গায়ে খোদাই করা একটি সমাধির মধ্যে রেখে দিলেন এবং সমাধিগুহার মুখে একটি পাথর গড়িয়ে এনে চাপা দিয়ে দিলেন। 47মাগ্‌দালা নিবাসী মরিয়ম এবং যোশির মা মরিয়ম দেখে গেলেন তাঁকে কোথায় রাখা হল।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.