মার্ক 13
13
ভাবী ক্লেশ সম্পর্কে ভবিষ্যদ্বাণী
(মথি 24:1-2; লুক 21:7-19)
1মন্দির থেকে যীশু বাইরে বেরিয়ে এলে তাঁর একজন শিষ্য তাঁকে বললেন, দেখুন গুরুদেব, কি বিরাট এই পাথরগুলি আর কি অপূর্ব এই ইমারত।#মথি 24:1-8; লুক 21:5-11 2যীশু তাঁকে বললেন, এত বড় ইমারত দেখছ তো? কিন্তু এর একটি পাথরও আর একটির উপর থাকবে না। সবই ধূলিসাৎ হয়ে যাবে।
3অলিভ পাহাড়ে গিয়ে মন্দিরের দিকে মুখ করে যীশু বসলেন। সেই সময় পিতর, যাকোব , যোহন এবং আন্দ্রিয় তাঁকে গোপনে জিজ্ঞাসা করলেন, 4কখন এসব ঘটবে, আর তার পূর্ব লক্ষণই বা কি, আমাদের বলুন। 5যীসু তখন তাঁদের বলতে আরম্ভ করলেন, সতর্ক থেকো যেন কেউ তোমাদের প্রতারিত করতে না পারে। 6কারণ অনেকেই আমার নাম করে আসবে, বলবে, ‘আমিই তিনি!’ তারা বহুজনকে প্রতারিত করবে। 7তোমরা যখন যুদ্ধের কথা এবং যুদ্ধের গুজব শুনবে তখন ভয় পেয়ো না। এসব ঘটনা ঘটবেই কিন্তচু তখনই যুগান্ত নয়। 8কারণ জাতির বিরুদ্ধে জাতি, রাষ্ট্রেরর বিরুদ্ধে রাষ্ট্র অভিযান করবে। নানা স্থানে ভূমিকম্প হবে, মহামারী দেখা দেবে। কিন্তু এ শুধু যন্ত্রণার শুরু।#যিশা 19:2; ২ বংশা 15:6
9তোমরা সতর্ক থেকো। লোকে তোমাদের গ্রেপ্তার করে বিচারসভায় নিয়ে যাবে। সমাজভবনে তোমাদের প্রহার করা হবে। আমার জন্য রাজ্যপালন ও রাজাদের সামনে তোমাদের উপস্থিত করা হবে, তোমরা তাদের কাছে সাক্ষ্য দেবে।#মথি 10:17-22; লুক 21:12-17 10প্রথমে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হবে। 11তারা যখন বিচারের জন্য তোমাদের বিচারসভায় উপস্থিত করবে তখন সেখানে কি বলবে এ নিয়ে আগে থেকেই তোমরা দুর্ভাবনা করো না। কিন্তু সেই মুহূর্তে যে কথা তোমাদের জুগিয়ে দেওয়া হবে তা-ই বলো। কারণ সে খথা তোমরাই যে বলবে তা নয়, বলবেন পবিত্র আত্মা। 12বিস্বাসঘাতকতা করে ভাই বাইকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, পিতা দেবে সন্তানকে। সন্তান পিতামাতার বিরুদ্ধে যাবে এবং তাদের মৃত্যু ঘটবে।#মীখা 7:6 13আমার প্রতি আনুগত্যের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে-ই লাভ করবে পরিত্রাণ।#যোহন 15:21
জেরুশালেমের বিনাশ
(মথি 24:15-18; লুক 21:20-24)
14যখন তোমরা দেখবে ‘সেই মূর্তিমান ঘৃণ্য বিভীষিকা’, যেখানে তার দাঁড়াবার অধিকার নেই, সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে (পাঠক বুঝে নিক এর অর্থ) তখন যারা জুডিয়ায় থাকবে তারা যেন পাহাড়-পর্বতে পালিয়ে যায়।#মথি 24:15-51; লুক 21:20-36#দানি 9:27; 11:31; 12:11 15তখন ছাদের উপরে কেউ যদি থাকে সে যেন নিচে না নামে কিম্বা কিছু নেবার জন্য যেন বাড়ির ভিতরে না যায়। 16মাঠে যে থাকবে সে যেন নিজের জামাকাপড় নেবার জন্য ঘরে ফিরে না আসে। 17আহা! সেই সময় সন্তানসম্ভবা ও স্তন্যদাত্রী মায়েদের কি দুর্দিন! 18প্রার্থনা করো যেন এ ঘটনা শীতকালে না ঘটে। 19তখন এমন ভয়ঙ্কর দুর্দশা ঘটবে যা ঈশ্বরের সৃষ্ট এই জগতের আদি থেকে আজ পর্যন্ত কখনও ঘটেনি, আর কখনও ঘটবেও না।#দানি 12:1; যোয়েল 2:2 20প্রভু যদি সেই দিনগুলোর সংখ্যা না কমাতেন তাহলে কোন প্রাণিই রক্ষা পেত না। কিন্তু তিনি তাঁর মনোনীতদের জন্যই এই সব দিনের সংখ্যা কমিয়ে দিয়েছেন। 21সেই সময় কেউ যদি বলে, ‘এই দেখ, খ্রীস্ট এখানে’ অথবা ‘ঐ যে ওখানে’ বিশ্বাস করো না। 22কারণ তখন অনেকে নকল মশীহ ও ভণ্ড নবীর উদ্ভব হবে। তারা চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখিয়ে সম্ভব হলে মনোনীতদেরও বিপথে নিয়ে যাবে।#দ্বি.বি. 13:1 23কিন্তু তোম রা সাবধান হয়ো, আগে থেকেই সব কথা আমি বলে রাখলাম।
মানবপুত্রের আগমন
(মথি 24:29-31; লুক 21:25-28)
24সে সব দিনের দুঃখ ক্লেশের শেষে,
‘সূর্য ঢেকে যাবে অন্ধকারে
চাঁদ আর দেবে না আলো#যিশা 3:10
25আকাশ থেকে খসে পড়বে তারকারাজিপ্র
কম্পিত হবে নভোমণ্ডল।’#যিশা 34:4
26তখন তারা মানবপুত্রকে মহিমায় ভূষিত হয়ে মহাপরাক্রমে মেঘবাহনে আসতে দেখবে।#দানি 7:13
27তিনি তখন দূত পাঠিয়এ পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্বর্গের শেষ প্রান্ত পর্যন্ত চতুর্দিক থেকে তাঁর মনোনীত লোকদের সংগ্রহ করবেন।#সখ 2:6; দ্বি.বি. 30:4; মথি 13:41
ডুমুর গাছের উপমা
(মথি 24:32-35; লুক 21:29-33)
28ডুমুর গাছ থেকে শিক্ষা গ্রহণ কর। যখনই তার শাখা কচি পাতায় ছেয়ে যায় তখনই জেনো গ্রীষ্মকাল এসে পড়েছে। 29ঠিক সেইরকম, যখন তোমরা এই সব ঘটনা ঘটতে দেখবে, জেনো#13:29 অথবা সেই কাল। তিনি উপস্থিত, এমন কি তিনি দ্বারপ্রান্তে এসে গেছেন। 30সত্যই আমি তোমাদের বলছি, এই প্রজন্ম শেষ হবার আগেই এসব ঘটনা ঘটবে। 31আকাশমণ্ডল ও পৃথিবী বিলুপ্ত হবে কিন্তু আমার বাক্য কখনও লোপ পাবে না।
মানবপুত্রের আকস্মিক আগমন
(মথি 24:36-44)
32কিন্তু কেউ জানে না কবে সেইদিন বা সেই ক্ষণ আসবে। স্বর্গের দূতেরাও জানেন না, এম কি পুত্রও জানেন না, কেবলমাত্র পিতাই জানেন। 33কিন্তু তোমরা সতর্ক থেকো, সজাগ থেকো কারণ কখন সেই লগ্ন ঘনাবে তা তোমরা জান না। 34মনে কর, কোন ব্যক্তি বিদেশে যাবার সময় ভৃত্যদের হাতে বাড়ির সমস্ত ভার দিয়ে চলে গেলেন। তাদের প্রত্যেককে কাজের ভার দিলেন, দ্বার রক্ষীকে সজাগ থাকতে বলে গেলেন।#মথি 25:14; লুক 19:12 35সুতরাং তোমরা সতর্ক থেকো, গৃহকর্তা কখন ফিরবেন তোমাদের জানা নেই। তিনি সন্ধ্যাতেও ফিরতে পারেন অথবা মাঝরাতে, কিম্বা শেষরাতে বা সকালবেলায় ফিরতে পারেন।#লুক 12:38 36তাই সজাগ থেকো যেন হঠাৎ তিনি এসে পড়লে তোমাদের ঘুমন্ত না দেখেন। 37তোমাদের আমি যা বলছি, সবাইকেই তাই বলি, সজাগ থেকো।
Zur Zeit ausgewählt:
মার্ক 13: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fde.png&w=128&q=75)
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.