মথি 6

6
দান করার রীতি
1সাবধান, লোকদেখানো ধর্মকর্ম করো না। তা যদি কর, তাহলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোন পুরস্কারই পাবে না।
2কাজেই ঢাক পিটিয়ে দান-ধ্যান করো না। ভন্ডতপস্বীরা লোকের প্রংশসা কুড়ানোর আশায় সমাজভবনে ও পথেঘাটে এ ভাবে ঢাক পিটিয়ে দান করে। আমি তোমাদের বলছি, তাদের প্রাপ্য পুরস্কার তারা পেয়ে গিয়েছে। 3তোমরা যখন দান করবে তখন এমনভাবে করো যাতে তোমার ডান হাত কি করছে তোমার বাঁ হাতও তা জানতে না পারে।#মথি 25:37-40; রোমীয় 12:8 4তোমরা গোপনে দান করবে। তোমাদের স্বর্গস্থ পিতা গোপন সব কিছুই দেখতে পান। তিনিই তোমাদের প্রতিদান দেবেন।
প্রার্থনা নিবেদনের রীতি
(লুক 11:2-4)
5প্রার্থনা করার সময় তোমরা ভন্ডদের রীতি অনুসরণ করো না। তারা সমাজভবনে ও পথের চৌমাথায় দাঁড়িয়ে লোককে দেখিয়ে প্রার্থনা করতে ভালবাসে। আমি তোমাদের বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গিয়েছে।#মথি 23:5-6 6কিন্তু প্রার্থনা করার সময়ে তোমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করবে এবং অলক্ষ্যে উপস্থিত তোমাদের পিতার কাছে প্রার্থনা নিবেদন করবে। তোমাদের পিতা গোপন সব কিছুই দেখতে পান। তিনিই তোমাদের প্রার্থনা পূরণ করবেন।#২ রাজা 4:33 7প্রার্থনার সময়ে ইহুদী ভিন্ন অন্যান্যদের মত তোমরাও অর্থহীন বাগাড়ম্বর করো না। তারা মনে করে যে বাগবাহুল্যের জোরেই তাদের প্রার্থনা গ্রাহ্য হবে।#যিশা 1:15 8তোমরা তাদের অনুকরণ করো না। কারণ তোমার চাইবার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কি প্রয়োজন।#মথি 6:32 9তোমরা এই বলে প্রার্থনা করবে:
হে আমাদের স্বর্গস্থ পিতা!
তোমরা নাম বলে পবিত্র মান্য হোক,#লুক 11:2-4; যোহন 17:6
10তোমরা রাজ্য প্রতিষ্ঠিত হোক,
তোমরা ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতেও তেমনি পালিত হোক,#মথি 7:21; লুক 22:42
11আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও,#মথি 14:15।
12আমরা যেমন অপরের অপরাধ ক্ষমা করি,
তেমনি তুমিও আমাদের সকল অপরাধ ক্ষমা কর।#মথি 18:21-35
13আমাদের প্রলোভনে পড়তে দিও না,
কিন্তু অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা কর।#যোহন 17:11-15।
14তোমরা যদি অন্যের অপরাধ ক্ষমা কর তাহলে তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন। 15কিন্তু তোমরা যদি অন্যের অপরাধ ক্ষমা না কর তাহলে তিনি তোমাদের আপরাধও ক্ষমা করবেন না।#মার্ক 11:25-26
উপবাসের রীতি
16উপবাস করার সময় তোমরা ভন্ডদের মত মুখ বিষণ্ণ করে থেকো না। তারা যে উপবাস করছে সেটা লোককে দেখাবার জন্যই তারা মুখ মলিন করে রাখে। আমি তোমাদের সত্যই বলছি, ওরা ওদের পুরস্কার পেয়ে গিয়েছে।#যিশা 58:5-9 17উপবাসের সময়ে তোমরা মাথায় তেল মাখবে, মুখ ধুয়ে পরিচ্ছন্ন রাখবে, 18যাতে তোমরা যে উপবাস করছ এটা অন্যদের কাছে গোপন থাকে। কেবলমাত্র তোমাদের পিতা, যিনি অলক্ষ্যে থাকেন, তিনিই জানবেন। যিনি গোপন সব কিছুই দেখতে পান সেই পিতাই তোমাদের পুরস্কৃত করবেন।
প্রকৃত সম্পদ
(লুক 12:33-34)
19এই পৃথিবীতে ধন সঞ্চয় করো না। এখানে তা পোকায় কাটে, মরচে ধরে নষ্ট হয়ে যায়। চোরে সিঁদ কেটে চুরি করে। 20তোমরা বরং স্বর্গেই নিজেদের জন্য ধনসম্পদ সঞ্চয় করো। সেখানে পোকায় কাটেও না, মরচেও ধরে না, আর চোরেও সিঁদ কেটে চুরি করতে পারে না।#মথি 19:21; লুক 12:33-34; কল 3:1-2 21যেখানে তোমার ধন সম্পদ রয়েছে, সেখানে তোমার মনও থাকবে।
দেহের প্রদীপ
(লুক 11:34-36)
22চোখই দেহের প্রদীপ। তোমাদের দৃষ্টি যদি শুদ্ধ থাকে তাহলে তোমাদের সারা দেহই আলোয় ঝলমল করবে।#লুক 1:34-36; মথি 20:15; লুক 16:13 23কিন্তু তোমাদের দৃষ্টি যদি নির্মল না হয় তাহলে তোমাদের সারা দেহ নিষ্প্রভ হয়ে পড়বে। কাজেই যা তোমাদের পক্ষে আলোকস্বরূপ তা-ই যদি অন্ধকারে পরিণত হয় তাহলে কত ভয়াবহ হবে সেই অন্ধকার।
দুই মনিবের সেবা
(লুক 11:13; 12:22-31)
24কেউই দুই মনিবের দাসত্ব করতে পারে না। সে একজনকে ঘৃণা করবে অন্যজনকে ভালবাসবে। একজনের অনুগত হবে এবং অন্যজনকে অবজ্ঞা করবে। তোমরাও ঈশ্বরের সেবা ও ধনদেবতার সেবা-এ দুটো কাজ একই সঙ্গে করতে পার না।
25এ জন্য আমি তোমাদের বলছি, প্রাণধারণের জন্য খাদ্য ও পানীয় কিম্বা দেহের আবরণের জন্য পোষাক-পরিচ্ছদ নিয়ে দুশ্চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন ও বস্ত্রের চেয়ে দেহ কি শ্রেয় নয়?#লুক 12:22-31 #ফিলি 4:6; ১ পিতর 5:7; হিব্রু 13:5। 26আকাশের পাখিদের দিকে তাকাও, তারা বোনেও না, কাটেও না, গোলায় ফসলও তোলে না তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের আহার যোগান। তাদের চেয়ে তোমাদের গুরুত্ব কি বেশী নয়?#মথি 10:29-31 27তোমাদের মধ্যে এমন কে আছে যে দুশ্চিন্তা করে নিজের উচ্চতা এক হাত বাড়াতে পারে?
28বসন-ভূষণের জন্যই বা কেন এত চিন্তিত হও? মেঠো ফুলের কথা চিন্তা কর, দেখ কি ভাবে তারা বেড়ে ওঠে। অথচ ওরা কোন শ্রম করে না, এমন কি সুতোও কাটে না। 29কিন্তু তা সত্বেও, আমি তোমাদের বলছি, সমগ্র ঐশ্বর্য বৈভবে মন্ডিত রাজা শলোমনও এদের একটির মত সুশোভিত ছিলেন না।#১ রাজা 10:4-7। 30আজকের এই মেঠো ঘাস, কাল যাকে উনুনে ঠেলে দেওয়া হবে, সেই মেঠো ঘাসকেই ঈশ্বর যদি এমন ভাবে সুশোভিত করেন, তাহলে, হে ক্ষীণ বিশ্বাসীর দল, তিনি কি তোমাদের আরো সুন্দর করে ভূষিত করবেন না?
31কাজেই ‘আমরা কি খাব'? ‘কি পান করব'? বা ‘কি আমরা পরব'? -এসব কথা ভেবে উতলা হয়ো না। 32যারা ইহুদী নয় তারাই এ সবের সন্ধানে ব্যস্ত থাকে। এসব জিনিস যে তোমাদের প্রয়োজন তা তোমাদের স্বর্গস্থ পিতা জানেন।#মথি 6:8 33সর্বাগ্রে তাঁর রাজ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তৎপর হও। তাহলে এ সবই তিনি তোমাদের জুগিয়ে দেবেন।#রোমীয় 14:17; ১ রাজা 3:13-14; গীত 37:4-25 34সুতরাং আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হয়ো না, আগামী কালের ভাবনা আগামী কালই ভাববে। দিনের কষ্ট দিনের পক্ষেই যথেষ্ট।#যাত্রা 16:19

Zur Zeit ausgewählt:

মথি 6: BENGALCL-BSI

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.

Kostenlose Lesepläne und Andachten zum Thema মথি 6

YouVersion verwendet Cookies, um deine Erfahrung zu personalisieren. Durch die Nutzung unserer Webseite akzeptierst du unsere Verwendung von Cookies, wie in unserer Datenschutzrichtlinie beschrieben