মথি 3

3
বাপ্তিষ্মদাতা যোহনের কাহিনী
(মার্ক 1:1-8; লুক 3:1-14; যোহন 1:19-28)
1এই সময়ে বাপ্তিষ্মদাতা যোহন এসে মরুপ্রান্তরে প্রচার করতে লাগলেন,#লুক 1:13। 2তোমরা অনুতাপ কর, ফিরে এস। ঐশরাজ্য সমাগত।#মথি 4:17। 3এই যোহন সম্বন্ধেই নবী। যিশাইয় বলেছিলেনঃ
মরুপ্রান্তরে ধ্বনিত হচ্ছে একটি কন্ঠস্বর,
সে ঘোষণা করছে, তোমরা প্রস্তুত কর প্রভুর জন্য রাজপথ,
সুগম কর তাঁর আগমনের সরণি।#যিশা 40:3; যোহন 1:23
4যোহন পরতেন উটের লোমের তৈরী পোষাক আর চামড়ার কটিবন্ধ। পঙ্গপাল ও বনমধু ছিল তাঁর খাদ্য।#২ রাজা 1:8। 5জেরুশালেম, সমগ্র যিহুদীয়া প্রদেশ ও জর্ডন নদীর পাশ্ববর্তী অঞ্চলের অধিবাসীরা দলে দলে তাঁর কাছে আসতে লাগল। 6তারা প্রকাশ্যে তাদের সমস্ত পাপ অপরাধ স্বীকার করল। তিনি তাদের জর্ডন নদীর দলে বাপ্তিষ্ম দিলেন।
7ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ের অনেকে বাপ্তিষ্ম গ্রহণের জন্য তাঁর কাছে আসতে দেখে তিনি তাদের বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালাবার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?#মথি 12:34; 23:33; আদি 3:15 8তাই যদি হয় তাহলে এমন আচরণ কর যাতে বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তিত হয়েছে। 9ভেব না, ‘অব্রাহাম আমাদের পিতা’, এ কথা বলে তোমরা অব্যাহতি পাবে। আমি তোমাদের বলছি, এই সমস্ত পাথর থেকেও ঈশ্বর অব্রাহামের বংশধর উৎপন্ন করতে পারেন।#রোমীয় 2:28-29; 4:12; যোহন 8:33-39 10গাছের গোড়ায় কুঠার লাগানোই রয়েছে, যে গাছে ভাল ফল ধরবে না, তাকে কেটে আগুনে ফেলে দেওয়া হবে।#লুক 13:6-9; যোহন 15:6; যোহন 1:15-26; প্রেরিত 1:5; মথি 13:30। 11তোমাদের মন পরিবর্তিত হয়েছে বলেই আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মায় ও অগ্নিতে তোমাদের বাপ্তিষ্ম দেবেন। তিনি আমার চেয়ে বহুগুণে শক্তিমান, এমন কি তাঁর পাদুকা বহন করা যোগ্যও আমি নই। 12খামার পরিষ্কার করার জন্য কুলো তাঁর হাতেই রয়েছে, গম ঝাড়াই করে তিনি গোলায় তুলবেন, আর তুষগুলি অনির্বাণ আগুণে পুড়িয়ে দেবেন।#মার্ক 1:1-8; লুক 3:3-18
প্রভু যীশুর বাপ্তিষ্ম
(মার্ক 1:9-11; লুক 3:21-22)
13সেই সময়ে যীশু বাপ্তিষ্ম নেবার জন্য গালীল থেকে জর্ডন নদীর তীরে যোহনের কাছে এলেন।#মার্ক 1:9-11; লুক 3:21-22; যোহন 1:31-34। 14যোহন তাঁকে নিরস্ত করতে চেয়ে বললেন, আমারই তো উচিত আপনার হাতে বাপ্তিষ্ম গ্রহণ করা, আর আপনি এসেছেন আমার কাছে?
15কিন্তু যীশু তাঁকে বললেন, এখন এ রকম হওয়াই সঙ্গত। কারণ এভাবেই ঈশ্বরের বিধান আমাদের পালন করতে হবে। যোহন তখন সম্মত হলেন।
16বাপ্তিষ্মের পর যীশু জল থেকে উঠে এলেন। সঙ্গে সঙ্গে আকাশ উন্মুক্ত হয়ে গেল এবং তিনি দেখলেন ঈশ্বরের আত্মা কপোতের মত নেমে এসে তাঁর উপরে অধিষ্ঠিত হলেন। 17আর স্বর্গ থেকে এই বাণী ঘোষিত হল : ‘ইনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতির পাত্র’।#মথি 17:5; গীত 2:7; যিশা 42:1।

Zur Zeit ausgewählt:

মথি 3: BENGALCL-BSI

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.