মথি 19

19
1এ সমস্ত কথা শেষ করার পর যীশু গালীল ত্যাগ করে জর্ডন নদীর ওপারে যিহুদীয়া অঞ্চলে এসে পৌঁছালেন।#মার্ক 10:1-12 #মথি 7:28; 1:1; 13:53; 26:1 2বিরাট জনতা তাঁকে অনুসরণ করল এবং তিনি সেখানে তাদের সুস্থ করলেন।
বিবাহবিচ্ছেদ সম্বন্ধে যীশুর শিক্ষা
(মার্ক 10:1-12)
3কয়েক জন ফরিশী তাঁর কাছে এসে তাঁকে পরীক্ষা করার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, যে কোনো কারণে লোকের পক্ষে নিজডের স্ত্রীকে পরিত্যাগ করা কি বিধানসম্মত?#মথি 5:31-32 4উত্তরে যীশু বললেন, তোমরা কি পড়নি যে আদিতে সৃষ্টিকর্তা তাদের পুরুষ ও নারী রূপে সৃষ্টি করেছিলেন,#আদি 1:27 5আর বলেছিলেন, ‘এ জন্য পুরুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে নিজের স্ত্রীর প্রতি আসক্ত হবে এবং তারা দুজনে হবে একাঙ্গ’।#আদি 2:24; ইফি 5:31 6সুতরাং স্বয়ং ঈশ্বর যাদের সম্মিলিত করেছেন মানুষ যেন তাদের বিচ্ছিন্ন না করে।#১ করি 7:10-11 7ফরিশীরা তাঁকে জিজ্ঞাসা করল, তবে মোশি কেন ‘ত্যাগপত্র’ দিয়ে স্ত্রীকে পরিত্যাগ করার অনুমতি দিয়েছিলেন?#দ্বি.বি. 24:1 8যীশু বললেন, তোমাদের হৃদয় কঠিন বলেই মোশি তোমাদের স্ত্রী ত্যাগ করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু প্রথমে এ রকম ছিল না। 9আর আমি তোমাদের বলছি, ব্যভিচার ছাড়া আর অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে যে অন্য নারীকে বিবাহ করে সে ব্যভিচার করে।#লুক 16:18 10শিষ্যেরা তাঁকে বললেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক যদি এই হয় তবে বিয়ে না করাই ভাল। 11তিনি তাঁদের বললেন, এ কথা সকলের ক্ষেত্রে মেনে চলা সম্ভব নয়। যাদের এ সামর্থ্য দেওয়া হয়েছে, এ কেবল তারাই তা মানতে পারে।#১ করি 7:7-17 12কিছু লোক মাতৃগর্ভ থেকে নপুংসক হয়ে জন্মায়, আর কিছু লোককে নপুংসক করে দেয়, আবার এমনও কিছু লোক আছে যারা স্বর্গরাজ্যের জন্যই স্বেচ্ছায় ক্লীবত্ব বরণ করে। এ শিক্ষা যে গ্রহণ করতে পারে সে করুক।
শিশুদের যীশুর আশীর্বাদ
(মার্ক 10:13-16; লুক 18:15-17)
13কয়েকজন শিশুকে যীশুর কাছে আনা হল, যেন তিনি তাদের মাথায় হাত রেখে প্রার্থনা করেন, কিন্তু শিষ্যেরা লোকদের ধমক দিলেন।#লুক 18:15-17 14যীশু বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না ওদের। কারণ স্বর্গরাজ্য এই ধরণের লোকদের জন্যই।#মথি 18:2-3 15তিনি তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, তারপর সেখান থেকে চলে গেলেন।
ধনী যুবকের কাহিনী
(মার্ক 10:13-16; লুক 18:15-17)
16একটি যুবক যীশুর কাছে এসে বলল, গুরুদেব, শাশ্বত জীবন লাভ করার জন্য কি কি সৎকর্ম আমাকে করতে হবে?#মার্ক 10:17-31; লুক 18:18-30 17যীশু তাঁকে বললেন, সৎ কি? এ সম্বন্ধে তুমি আমাকে প্রশ্ন করছ কেন? একজনই মাত্র সৎ। শাশ্বত জীবন যদি লাভ করতে চাও তবে ঈশ্বরের সমস্ত অনুশাসন পালন কর।#লুক 10:26-28 18সে জিজ্ঞাসা করল, কোন অনুশাসন? যীশু তাকে বললেন, নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না,#যাত্রা 20:12-16; দ্বি.বি. 5:17-20 19মিথ্যা সাক্ষ্য দেবে না, মাতা পিতাকে সম্মান করবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতই ভালবাসবে।#যাত্রা 20:12; দ্বি.বি. 5:16; লেবীয় 19:18 20যুবকটি বলল, আমি তো এ সব আজ্ঞাই পালন করে আসছি। এখন আমার আর কী করণীয় আছে? 21যীশু তাকে বললেন, যদি সিদ্ধি লাভ করতে চাও, তবে যাও, তোমার যা কিছু আছে সব বিক্রী করে গরীবদের দান করে দাও। তাহলে স্বর্গে তোমার জন্য ঐশ্বর্য সঞ্চিত হবে। তারপর এসে আমার অনুগামী হও।#মথি 6:20; লুক 12:33 22সে এ কথা শুনে ক্ষুণ্ণ মনে চলে গেল, কারণ তার প্রচুর ধন-সম্পত্তি ছিল।#গীত 62:10
23যীশু তখন তাঁর শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুরূহ। 24আবার তোমাদের বলছি, স্বর্গরাজ্যে ধনীর প্রবেশ করার চেয়ে সূচের ছিদ্রপথে উটের প্রবেশ করা সহজতর। 25এ কথা শুনে শিষ্যরা খুবই বিস্মিত হয়ে বললেন, তাহলে পরিত্রাণ পাবে কে? 26তাঁদের দিকে তাকিয়ে যীশু বললেন, মানুষের পক্ষে এ সাধ্যের অতীত, কিন্তু ঈশ্বরের অসাধ্য কিছুই নেই।#আদি 18:14; ইয়োব 42:2; সখ 8:6
ত্যাগের অভিমান
27পিতর তাঁকে বললেন, দেখুন, আমরা তো সব কিছু ত্যাগ করে আপনার অনুগামী হয়েছি। তাহলে আমরা কী পাব? 28যীশু তাঁদের বললেন, আমি সত্যই তোমাদের বলছি, তোমরা যারা আমার অনুগামী হয়েছ, নূতন সৃষ্টির সূচনায় মানবপুত্র যখন তাঁর গৌরবের সিংহাসনে উপবেশন করবেন, তখন তোমরাও বারোটি সিংহাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করবে#19:28 পাঠান্তর: “তোমরা যারা এই নূতন সূষ্টির সূচনায় আমার অনুগামী হয়েছ, মানবপুত্র যখন তাঁর গৌরবের সিংহাসনে উপবেশন করবেন…”। #লুক 22:30; দানি 7:9; ১ করি 6:2; প্রকা 3:21 29যে কেউ আমার জন্য গৃহ, পিতামাতা, ভ্রাতাভগ্নী, স্ত্রী, পুত্রকন্যা এবং স্থাবর সম্পত্তি ত্যাগ করেছে সে তার বহুগুণ ফিরে পাবে এবং শাশ্বত জীবনের অধিকারী হবে।#লুক 14:26 30যারা প্রথমে রয়েছে তাদের অনেকেরই স্থান হবে শেষে, আর শেষে যারা আছে তাদের স্থান হবে প্রথমে।#মথি 20:16; লুক 13:30

Zur Zeit ausgewählt:

মথি 19: BENGALCL-BSI

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.