মালাখি ভূমিকা
ভূমিকা
খ্রীস্টপূর্ব পঞ্চম শতকে জেরুশালেমের মন্দির পুনর্গঠনের পর কোন এক সময়ে নবী মালাখির পুস্তক রচিত হয়। ঈশ্বরের সন্ধিচুক্তির প্রতি ইসরায়েল জাতি ও তাদের পুরোহিতদের বিশ্বস্ততা ও নিষ্ঠাকে নতুন করে জাগিয়ে তোলার উদ্দেশ্য তাদের আহ্বান জানানোর জন্য নবী মালাখি এই পুস্তকটি রচনা করেছিলেন। ঈশ্বরের প্রজাদের জীবনে ও তাঁর উপাসনার মধ্যে দুর্নীতি ও জঘন্য অনাচারের অনুপ্রবেশ ঘটেছিল, এ কথা তাঁর লেখার মধ্যে সুস্পষ্ট। পুরোহিত ও প্রজারা ঈশ্বরের প্রাপ্য দান ও নৈবেদ্য উৎসর্গ না করে এবং তাঁর উপদেশ অনুযায়ী জীবন ধারণ না করে তাঁকে প্রবঞ্চনা করত। তাই প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বিচার ও শোধন করতে আসবেন। তাঁর আসার আগে একজন বার্তাবহকে তাঁর সন্ধিচুক্তি ঘোষণা ও পথ প্রস্তুত করতে পাঠাবেন।
বিষয়বস্তুর রূপরেখা
ইসরায়েলের পাপ 1:1—2:16
ঈশ্বরের বিচার ও কৃপা 2:17—4:6
Zur Zeit ausgewählt:
মালাখি ভূমিকা: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.