যিহোশূয়ের পুস্তক 21

21
লেবীয়দের জন্য নগর নির্ধারণ
1লেবী গোষ্ঠীর প্রধানেরা পুরোহিত ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর নেতৃবৃন্দের কাছে গেলেন। 2তাঁরা কনান দেশে শীলোতে গিয়ে তাঁদের কাছে এই আবেদন জানালেন, প্রভু পরমেশ্বর মোশির মাধ্যেমে আমাদের বসবাসের জন্য নগর এবং আমাদের পশুপালের জন্য চারণভূমি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।#গণনা 35:1-8 3প্রভুর নির্দেশ অনুযায়ী ইসরায়েলীরা তাদের নিজ নিজ এলাকা থেকে নিম্নলিখিত নগরগুলি ও সেগুলির সংলগ্ন চারণভূমি লেবীয়দের দান করল। 4কোহাৎ-গোষ্ঠীর জন্য নির্দিষ্ট অঞ্চল: পুরোহিত হারোণের বংশধরদের জন্য যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন গোষ্ঠীর এলাকা থেকে তেরটি নগর পাশার দান ফেলে নিরূপণ করা হল। 5কোহাৎ-গোষ্ঠীর বাকী পরিবারগুলির জন্য ইফ্রয়িম, দান ও মনঃশির অর্ধগোষ্ঠীর এলাকা থেকে দশটি নগর নিরূপণ করা হল। 6গের্শোনী গোষ্ঠীর পরিবারগুলির জন্য ইষাখর, আশের, নপ্তালী ও মনঃশির অর্ধগোষ্ঠীর এলাকা থেকে তেরটি নগর নিরূপণ করা হল। 7মরারি গোষ্ঠীর পরিবারগুলির জন্য রূবেণ, গাদ ও সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে বারোটি নগর দেওয়া হল। 8এই ভাবে প্রভু পরমেশ্বর মোশির মাধ্যমে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী ইসরায়েলীরা পাশার দান ফেলে লেবীয়দের জন্য এই নগরগুলি এবং সেগুলির সংলগ্ন চারণভূমি নির্দিষ্ট করে দিল। 9-10যিহুদা ও শিমিয়োন গোষ্ঠীর এলাকা থেকে তারা নিম্নলিখিত নগরগুলি হারোণের বংশধরদের দিল। এরা ছিল কোহাৎ গোষ্ঠীর অন্তর্ভুক্ত লেবীয় এবং পাশার দানে এদের অংশই প্রথমে নির্দিষ্ট হয়েছিল। 11তারা তাদের দিল কিরিয়াত-অর্বা,#21:11 কিরিয়াত - অর্বা = অর্বা ছিল অনাকের পিতা যার বর্তমান নাম হিব্রোণ এবং তার পার্শ্ববর্তী চারণভূমি। এটি ছিল যিহুদার পার্বত্য অঞ্চলে। 12কিন্তু ঐ নগরের সমস্ত জমি ও গ্রামগুলির দখলীস্বত্ব তারা দিয়েছিল। যিফুন্নির পুত্র কালেবকে। 13-16পুরোহিত হারোণের বংশধরদের তারা সংলগ্ন চারণভূমিসহ হিব্রোণ নগরটি দিল। অনিচ্ছাকৃতভাবে যারা মানুষকে হত্যা করে ফেলত এটি ছিল তাদের আশ্রয় গ্রহণের জন্য নির্মিত অভয়পুরী। এ ছাড়াও সংলগ্ন চারণভূমিসহ লিব্‌না, যাত্তীর, ইষ্টমোয়, হোলোন, দবীর, ঐন, যুটা ও বেথ-শেমেশ — মোট নয়টি নগর তারা এই দুই গোষ্ঠীর এলাকা থেকে তাদের দিল।
17-18বিন্যামীন গোষ্ঠীর এলাকা থেকে তারা সংলগ্ন চারণভূমিসহ গিবিয়োন, গেবা, আনাথোৎ ও আল্‌মোন—এই চারটি নগর তাদের দিল। 19সংলগ্ন চারণভূমিসমেত মোট তেরটি নগর পুরোহিত হারোণের বংশধরদের অধিকারে এল।
20কোহাৎ গোষ্ঠীভুক্ত অবশিষ্ট লেবীয়দের প্রাপ্য নগরগুলি ইফ্রয়িম গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হল। 21তাদের দেওয়া হল সংলগ্ন চারণভূমিশুদ্ধ অভয়পুরী শিখিম। এটি ছিল ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে। 22এ ছাড়াও সংলগ্ন চারণভূমি সমেত গেষের, কিব্‌সায়িম, ও বেথ-হোরোণ—মোট চারটি নগর তাদের দেওয়া হল। 23-24দান গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল সংলগ্ন চারণভূমিসহ ইল্‌তকী, গিব্বেথোন, অয়ালোন ও গাৎ-রিম্মোন—এই চারটি নগর। 25মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের পক্ষ থেকে তারা পেল সংলগ্ন চারণভূমিসমেত তানক ও গাৎ-রিম্মোন—এই দুটি নগর। 26কোহাৎ গোষ্ঠীর অবশিষ্ট লোকদের জন্য সংলগ্ন চারণভূমিসহ মোট দশটি নগর দেওয়া হল।
27গের্শোনী গোষ্ঠীর লেবীয়েরা মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের এলাকা থেকে পেল সংলগ্ন চারণভূমিসহ গোলন ও বীষ্টরা—দুটি নগর। গোলন ছিল বাশান প্রদেশের অন্তর্ভুক্ত অভয়পুরী। 28-29ইষাখর গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল সংলগ্ন চারণভূমিসহ কিশিয়োন, দাবেরাৎ, যারমুৎ ও এন্-গন্নীম-মোট চারটি নগর। 30-31আশের গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল সংলগ্ন চারণভূমিসহ মিশাল, আবদোন, হিলকৎ ও রহোব, এই চারটি নগর। 32নপ্তালি গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল গালীল প্রদেশের অভয়পুরী কেদেশ এবং সংলগ্ন চারণভূমিসহ হাম্মোৎ-দোর ও কর্তন, এই তিনটি নগর। 33গের্শোনী গোষ্ঠীর লোকেরা সংলগ্ন চারণভূমিসহ সর্বমোট এই তেরটি নগর পেল। 34-35লেবী বংশের অবশিষ্ট লোকেরা অর্থাৎ মরারি গোষ্ঠীর লোকেরা সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে সংলগ্ন চারণভূমিসহ যকনিয়াম, কর্তা, দিম্‌না, ও নহলোল, এই চারটি নগর পেল। 36-37রূবেণ গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল সংলগ্ন চারণভূমি সহ বেৎসর, যাহাস, কেদেমােৎ ও মেফাৎ—এই চারটি নগর। 38গাদ গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল গিলিয়দ প্রদেশের অভয়পুরী রামোৎ 39এবং সংলগ্ন চারণভূমিসহ মহনয়িম, হিষ্‌বোণ, যাসের—এই চারটি। 40লেবী বংশের অবশিষ্ট লোকজন অর্থাৎ মরারি গোষ্ঠীর লোকেরা পাশার দানে নির্ধারিত সর্বমোট এই বারোটি নগর পেল।
41ইসরায়েলীদের অধিকৃত এলাকার মধ্যে সংলগ্ন চারণভূমিসহ সর্বশুদ্ধ আটচল্লিশটি নগর লেবীয়দের দন্য নির্দিষ্ট হল। 42এই নগরগুলির প্রত্যেকটির চারিদিকে সংলগ্ন চারণভূমি ছিল।
ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণতা
43ইসরায়েলীদের পূর্বপুরুষদের কাছে প্রভু পরমেশ্বর যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে তিনি ইসরায়েলীদের দিলেন এবং তারা সে দেশ অধিকার করে সেখানে বসতি স্থাপন করল। 44তাদের পূর্বপুরুষদের কাছে প্রভু পরমেশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী তিনি সর্বক্ষেত্রেই তাদের শান্তি ও স্বস্তি দান করলেন। তাদের শত্রুদের কেউই তাদের সামনে দাঁড়াতে পারল না। প্রভু পরমেশ্বর তাদের সমস্ত শত্রুকে তাদের হাতে সমর্পণ করলেন। 45পরমেশ্বর ইসরায়েল জাতির কাছে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটিও বিফল হল না, সব পূর্ণ হল।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.