যিহোশূয়ের পুস্তক 17
17
মনঃশি
1যোষেফের জ্যেষ্ঠপুত্র মনঃশির বংশধরদের জন্য নির্দিষ্ট এলাকা: মনঃশির জ্যেষ্ঠপুত্র, গিলিয়দের পিতা মাখির যোদ্ধা ছিলেন বলে গিলিয়দ ও বাশান তাঁকে দেওয়া হল। 2মনঃশি গোষ্ঠীর অন্যান্য লোকদের জন্যও পারিবারিক ভিত্তিতে এলাকা বণ্টন করে দেওয়া হল। আবিয়েষর, হেলেক, আস্রিয়েল, শেখেম, হেফের ও শেমিদা—সপরিবারে এঁরাই ছিলেন যোষেফের পুত্র মনঃশির পুত্রসন্তান।
3মনঃশির পুত্র মাখির, মাখিরের পুত্র গিলিয়দ, গিলিয়দের পুত্র হেফের, হেফেরের পুত্র সলোফাদের কয়েকটি কন্যা ছাড়া কোন পুত্রসন্তান ছিল না। তাঁর কন্যাদের নাম যথাক্রমে মহলা, নোয়া, হগ্লা, মিলকা ও তির্সা। 4তারা পুরোহিত ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং গোষ্ঠীপতিদের কাছে এসে বলল, আমাদের জ্ঞাতিবর্গের সঙ্গে আমাদেরও উত্তরাধিকার বণ্টন করে দেওয়ার নির্দেশ প্রভু পরমেশ্বর মোশিকে দিয়েছিলেন। প্রভু পরমেশ্বরের সেই নির্দেশ অনুযায়ী তিনি তাদের পিতৃকুলের জ্ঞাতিদের সঙ্গে তাদেরও উত্তরাধিকার নির্দিষ্ট করে দিয়েছিলেন।#গণনা 27:1-7 5এর ফলে জর্ডনের ওপারে গিলিয়দ ও বাশান প্রদেশ ছাড়াও মনঃশি গোষ্ঠীর ভাগে দশটি অংশ দেওয়া হল। 6কারণ মনঃশির পুত্রদের সঙ্গে তাঁর কন্যারাও উত্তরাধিকার লাভ করেছিল। মনঃশির অন্যান্য বংশধরদের মধ্যে গিলিয়দ প্রদেশ বণ্টন করে দেওয়া হল।
7মনঃশি গোষ্ঠীর সীমারেখা ছিল আশের থেকে শেখেমের পূর্বদিকে মিকমথৎ পর্যন্ত। সেখান থেকে ঐ রেখা দক্ষিণে এন-তপুহ নিবাসীদের সীমানা পর্যন্ত গেল। 8তপুহ অঞ্চল মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত ছিল কিন্তু মনঃশি গোষ্ঠীর সীমান্তে অবস্থিত তপুহ নগরটি ইফ্রয়িম গোষ্ঠীর অধিকারে গেল। 9ঐ সীমারেখা কান্নাহ্ স্রোতের দক্ষিণ তীর পর্যন্ত বিস্তৃত হল। মনঃশি গোষ্ঠীর এলাকাভুক্ত নগরগুলির মধ্যে এই নগরগুলি ছিল ইফ্রয়িম গোষ্ঠীর। স্রোতের উত্তর দিকে ছিল মনঃশি গোষ্ঠীর সীমানা, এবং তার প্রান্তভাগ ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। 10স্রোতের দক্ষিণ তীর ইফ্রয়িম গোষ্ঠীর ও উত্তর তীর ছিল মনঃশি গোষ্ঠীর অধিকারে এবং এদের এলাকা বিস্তৃত ছিল ভূমধ্যসাগর পর্যন্ত। এদের উত্তর দিকে ছিল আশের ও পূর্ব দিকে ইষাখর গোষ্ঠীর এলাকা। 11ইষাখর ও আশের গোষ্ঠীর মধ্যবর্তী এলাকায় গ্রামাঞ্চলসহ বেথ-শেয়ান, যিব্লিয়াম, দোর-নিবাসী, এন-দোর নিবাসী, তানাকা নিবাসী ও মেগিদ্দো নিবাসীদের অঞ্চল (তৃতীয়টি দোর-এলাকায় স্থিত) মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত ছিল। 12কিন্তু মনঃশি গোষ্ঠীর লোকেরা এই নগরগুলির দখল করতে পারল না। দেশের এই অঞ্চলে কনানীরা তাদের অধিকার বজায় রেখেছিল।#বিচার 1:27-28 13পরবর্তীকালে ইসরায়েলীরা প্রবল হয়ে উঠে কনানীদের তাদের অধীনে দাস্যবৃত্তিতে নিয়োগ করল, কিন্তু তাদের উচ্ছেদ করল না।
ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর জন্য অতিরিক্ত এলাকা
14যোষেফের বংশধরেরা যিহোশূয়ের কাছে দাবী জানাল: কেন আপনি উত্তরাধিকারস্বরূপ আমাদের মাত্র একটি এলাকা দিলেন? প্রভুর আশীর্বাদে আমাদের জনসংখ্যা এখন বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 15যিহোশূয় তাদের বললেন, তোমাদের জনসংখ্যা যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তোমরা বনাঞ্চলে পরিষী ও রাফায়িমদের এলাকায় চলে যাও এবং সেখানে বন কেটে বসতি কর কারণ ইফ্রয়িমের পার্বত্য অঞ্চল তোমাদের পক্ষে অপরিসর। 16যোষেফের বংশধরেরা বলল, এই পার্বত্য এলাকা আমাদের পক্ষে যথেষ্ট নয়, তা ছাড়া যে সব কনানী ঐ উপত্যকায়, বিশেষ করে বেথ-শেয়ান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ও যিষ্রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে। 17যিহোশূয় যোষেফের বংশধরদের অর্থাৎ ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর লোকদের বললেন, তোমরা বড় গোষ্ঠী, তোমাদের শক্তি-সামর্থ্যও প্রচুর, তোমরা শুধু এক অংশ পাবে না, 18পার্বত্য অঞ্চলও তোমাদের হবে, এ অঞ্চল বনময় হলেও বন কেটে পরিষ্কার করলে এর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা দখল করতে পারবে। কনানীদের লোহার রথ ও সৈন্য সামন্ত থাকা সত্ত্বেও তোমরাই তাদের উচ্ছেদ করতে পারবে।
Zur Zeit ausgewählt:
যিহোশূয়ের পুস্তক 17: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fde.png&w=128&q=75)
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.