বিচারপতি ও জননায়কদের বিবরণ 18

18
মীখা ও দান গোষ্ঠী
1তখনকার দিনে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। দান গোষ্ঠীর লোকেরা তখন বসবাসের জন্য এলাকা দখলের চেষ্টায় ছিল। ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কেবল তারাই তখনও বসবাসের জন্য কোন জায়গা পায়নি। 2দান গোষ্ঠীর লোকেরা নিজেদের মধ্যে থেকে পাঁচজন শক্ত-সমর্থ লোককে বেছে নিয়ে তাদের ইষ্টায়োল থেকে বসবাসের উপযুক্ত জায়গা অনুসন্ধান করতে পাঠাল। বলল, তোমরা গিয়ে একটি উপযুক্ত এলাকার খোঁজ খবর নিয়ে এস। তারা ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে মীখার বাড়িতে গিয়ে রাত কাটাল। 3মীখার বাড়িতে সেই লেবীয় যুবকের কণ্ঠস্বর চিনতে পেরে তার কাছে গিয়ে আড়ালে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি এখানে? এখানে তোমার কি দরকার? এখানে তুমি কি করছ? 4মীখা তার জন্য যা কিছু করেছিল সে সব কথা তাদের বলে তারপর বলল, আমি তাঁর মাইনে করা পুরোহিত। 5তারা তখন তাকে বলল, দয়া করে তুমি ঈশ্বরের কাছে জেনে বল আমাদের যাত্রা শুভ হবে কি না। 6পুরোহিত তাদের বলল, তোমরা নিশ্চিন্তে এগিয়ে যাও, এ পরমেশ্বরেরই ইচ্ছা! 7তখন তারা পাঁচজনে রওনা হয়ে গেল। গিয়ে পৌঁছাল লায়িশে। তারা দেখল, সেখানকার অধিবাসীরা সীদোনীদের মতই নিরুদ্বেগ আরামে জীবনযাপন করছে। তারা সরল ও শান্তশিষ্ট। কারও সাথে তাদের ঝগড়া-বিবাদ নেই। কোন অভাব নেই তাদের। একদিকে সীদোনীদের কাছ থেকে অনেক দূরে রয়েছে তারা আবার অন্যদিকে অরামীদের সঙ্গেও তাদের কোন যোগাযোগ নেই। 8তখন ঐ পাঁচজন ইষ্টায়োল তাদের জ্ঞাতিবর্গের কাছে ফিরে এল। জ্ঞাতিরা তাদের কাছে সমস্ত খবরাখবর জানতে চাইল। 9তারা বলল, চল, আমরা গিয়ে ওদের আক্রমণ করি। আমরা দেখে এলাম, চমৎকার দেশ। আর দেরী নয়, চল এগিয়ে যাই। লায়িশ দখল করি। 10সে দেশে গেলে দেখবে একদল লোক নির্ভাবনায় সেখানে বাস করে, বিরাট বিস্তীর্ণ সেই দেশ। ঈশ্বর সেই দেশ তেমাদেরই দিয়েছেন। জগতের কোন কিছুরই অভাব নেই সেখানে।
11তখন দান গোষ্ঠী ছশো লোক রণসজ্জায় সজ্জিত হয়ে সরা ও ইষ্টায়োল থেকে রওনা হল। 12তারা যিহূদীয়ায় কিরিয়াৎজিয়ারীমে গিয়ে ছাউনি ফেলল। এই কারণে ঐ স্থানটি আজও মাহানে-দান (দানের শিবির) নামে পরিচিত। এই জায়গাটি কিরিয়াৎ-জিয়ারীমের পশ্চিমে। 13সেখান থেকে তারা ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে মীখার বাড়িতে গিয়ে উপস্থিত হল। 14তখন যে পাঁচজন লাক লায়িশে খোঁজখবর নিতে গিয়েছিল, তারা তাদের জ্ঞাতিবর্গের কাছে বলল, তোমরা কি জান যে এই বাড়িতে একটা এফোদ, কয়েকটি পারিবারিক বিগ্রহ এবং একটা খোদাই করা ও একটা ছাঁচে ঢালাই করা মূর্তি আছে? বল, কি করা যায়? 15তার তখন মীখার বাড়িতে সেই লেবীয় যুবকের ঘরে গিয়ে তার কুশল জিজ্ঞাসা করল। 16এদিকে রণসাজে সজ্জিত দান গোষ্ঠীর ছশো লোক বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে রইল। 17আর সেই পাঁচজন লোক আবার বাড়ির ভিতরে ঢুকে খোদাই করা মূর্তি, এফোদ, বিগ্রহগুলি ও ছাঁচে ঢালাই করা মূর্তিটি তুলে নিল। সেই পুরোহিত খন সশস্ত্র ছশো লোকের সঙ্গে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। 18মীখার বাড়িতে ঢুকে তারা যখন সেই খোদাই করা মূর্তি, এফোদ, বিগ্রহগুলি ও ছাঁচে ঢালাই করা মূর্তিটি তুলে নিল তখন সেই পুরোহিত তাদের জিজ্ঞাসা করল, তোমরা এ সব কি করছ? 19তারা বলল, চুপ! কেন শব্দ না করে আমাদের সঙ্গে চল এবং আমাদের গুরু ও পুরোহিত হও। একটি মাত্র পরিবারের পুরোহিত হওয়ার চেয়ে ইসরায়েলীদের পুরো একটি গোষ্ঠীর পুরোহিত হওয়া কি তোমার পক্ষে ভাল নয়? 20এ কথায় পুরোহিত খুব খুশী হয়ে সেই এফোদ, মূর্তি ও বিগ্রহগুলি নিয়ে তাদের সঙ্গে চলল।
21সেখান থেকে তারা আবার যাত্রা শুরু করল। শিশুসন্তান, পশুপাল ও লটবহর সামনে রেখে তারা এগোতে লাগল। 22মীখার বাড়ি থেকে তারা বেশ কিছু দূরে গেছে, এমন সময় মীখা তার প্রতিবেশীদের ডেকে জড়ো করে দান গোষ্ঠীর লোকদের পিছনে দৌড়াতে লাগল। 23তাদের নাগাল পেয়ে তারা হাঁকডাক শুরু করে দিল। দান গোষ্ঠীর লোকেরা তখন ফিরে দাঁড়িয়ে মীখাকে বলল, কি ব্যাপার? এত লোক নিয়ে আমাদের তেড়ে আসছ কেন? 24মীখা বলল, তোমরা আমাকে সর্বস্বান্ত করে আমার তৈরী দেবমূর্তিগুলি চুরি করে নিয়ে যাচ্ছ, এমনকি আমার পুরোহিতকেও নিয়ে পালিয়ে যাচ্ছ, আর কিনা জিজ্ঞাসা করছ, আমার কি হয়েছে? 25দান গোষ্ঠীর লোকেরা বলল, চুপ কর, বেশি চেঁচামেচি করো না, নইলে কে কোথায় গিয়ে তোমার উপর হামলা করবে আর তুমি সপরিবারে প্রাণ হারাবে। 26এই কথা বলে দান গোষ্ঠীর লোকেরা আবার চলতে শুরু করল। মীখা দেখল যে তাদের শক্তি তার চেয়ে অনেক বেশী তাই সে আর কিছু না বলে বাড়ি ফিরে গেল।
27মীখার তৈরী মূর্তিগুলি ও তার পুরোহিতকে সঙ্গে নিয়ে দান গোষ্ঠীর লোকেরা গিয়ে লায়িশ আক্রমণ করল। সেখানকার শান্তিপ্রিয় মানুষগুলিকে বধ করল এবং নগরটি আগুনে পুড়িয়ে দিল। 28তাদের রক্ষা করার কেউ ছিল না, কারণ নগরটি ছিল সীদোন থেকে বহুদূরে, আর অন্য কারও সঙ্গে তাদের কোন যোগাযোগ ছিল না। বেথ-রাহোব-এর নিকটবর্তী উপত্যকায় এই নগরটি অবস্থিত ছিল। দান গোষ্ঠীর লোকেরা নগরটি পুনর্গঠন করে সেখানে বসতি স্থাপন করল। 29যাকোবের পুত্র দান, যিনি ছিলেন তাদের আদিপুরুষ তার নামেই তারা নগরটির নাম রাখল দান। আগে এই নগরটির নাম ছিল লায়িশ।
30দান গোষ্ঠীর লোকেরা সেখানে সেই খোদাই করা মূর্তিটি প্রতিষ্ঠা করল। সেখানকার লোকেরা দেশ থেকে নির্বাসিত হওয়ার আগে পর্যন্ত মোশির পুত্র গের্শোমের বংশধর যোনাথন এবং তার সন্তানেরাই ছিল দান গোষ্ঠীর পুরোহিত। 31শীলোতে ঈশ্বরের মন্দির যতদিন ছিল ততদিন মীখার তৈরী ঐ খোদাই করা মূর্তিই ছিল তাদের ইষ্টদেবতা।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.