দ্বিতীয় বিবরণ 34
34
মোশির মৃত্যু
1তারপর মোশি মোয়াবের উপত্যকা ছেড়ে নবো পাহাড়ে, যিরিহোর পূর্বদিকে পিসগা শৃঙ্গে উঠে গেলেন। সেখান থেকে প্রভু পরমেশ্বর তাঁকে সমগ্র দেশ, গিলিয়দ পর্যন্ত দানের এলাকা, 2নপ্তালির সমগ্র এলাকা, ইফ্রয়িম ও মনঃশির অঞ্চল, পশ্চিমে সমুদ্র পর্যন্ত যিহুদার সমগ্র অঞ্চল, 3নেগেব এবং সমতট অঞ্চল অর্থাৎ যিরিহোর উপত্যকা, সোয়ার পর্যন্ত প্রসারিত খেজুর গাছে ছাওয়া তলভূমি দেখালেন। 4প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, অব্রাহম, ইস্হাক ও যাকোবের কাছে শপথ করে তাদের বংশধরদের যে দেশ দেওয়ার শপথ আমি করেছিলাম, এই সেই দেশ। সেই দেশ আমি তোমাকে দেখতে দিলাম মাত্র কিন্তু সেখানে তুমি প্রবেশের অধিকার পাবে না।#আদি 12:7; 26:3; 28:13 5প্রভু পরমেশ্বরের কথা অনুসারে প্রভু পরমেশ্বরের দাস মোশি মোয়াব দেশে মারা গেলেন। 6সেখানে বেথ-পিয়োরের সম্মুখস্থ উপত্যকায় তাঁর সমাধি হল। আজ পর্যন্ত তাঁর সমাধিস্থান কোথায় তা কেউ জানে না। 7মৃত্যুকালে মোশির বয়স হয়েছিল একশো কুড়ি বছর, কিন্তু তা সত্ত্বেও তাঁর দৃষ্টি ক্ষীণ হয় নি বা শক্তিও হ্রাস পায়নি। 8ইসরায়েলীরা মোশির জন্য মোয়ার উপত্যকায় ত্রিশ দিন শোক পালন করল। 9নূনের পুত্র যিহোশূয় প্রজ্ঞার আত্মায় পরিপূর্ণ ছিলেন কারণ মোশি তাঁর মাথায় হস্তার্পণ করেছিলেন। ইসরায়েলীরা তাঁর কথা মেনে চলত এবং মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যে সব নির্দেশ দিয়েছিলেন তা পালন করত। 10ইসরায়েলীদের মধ্যে মোশির সমকক্ষ আর কোন নবীর উদ্ভব হয়নি। প্রভু পরমেশ্বর তাঁর সঙ্গে সরাসরি বাক্যালাপ করতেন।#যাত্রা 33:11 11প্রভু পরমেশ্বর তাঁকে প্রেরণ করার পর তিনি মিশরে ফারাও ও তাঁর কর্মচারীদের সাক্ষাতে তাঁদের দেশে নানাবিধ অলৌকিক কাজ করেছিলেন। 12সমগ্র ইসরায়েলী সমাজ মোশির পরাক্রমী হস্তের নানা ভয়াবহ কীর্তিকলাপ প্রত্যক্ষ করেছিল।
Zur Zeit ausgewählt:
দ্বিতীয় বিবরণ 34: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.