দ্বিতীয় বিবরণ 24

24
বিবাহ-বিচ্ছেদ ও পুনর্বিবাহ
1কোন ব্যক্তি বিবাহের পর তার স্ত্রীর কোন বিসদৃশ আচরণ দেখে যদি তার প্রতি অপ্রসন্ন হয়ে একটি ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়#মথি 5:31; 19:7; মার্ক 10:4 2এবং তারপর যদি সেই নারী অন্য পুরুষের স্ত্রী হয়, 3এবং তার দ্বিতীয় স্বামীও যদি অনুরূপভাবে তার প্রতি বিরূপ হয়ে ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়, অথবা তার সেই দ্বিতীয় স্বামী যদি মারা যায়, 4তাহলে তার প্রথম স্বামী, যে তাকে তাড়িয়ে দিয়েছিল, সে তাকে আবার বিবাহ করতে পারবে না, কারণ সে হবে তখন তার পক্ষে অশুচি। প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে এই কাজ ঘৃণার্হ। তোমাদের ঈশ্বর প্রভু যে দেশের অধিকার তোমাদের দেবেন, এইভাবে সেই দেশকে কলুষিত করবে না।
মানবতার আবেদন
5নববিবাহিত কোন ব্যক্তি সৈন্যবাহিনীতে যোগ দেবে না এবং তার উপরে অন্য কোন দায়িত্বভার ন্যস্ত করা চলবে না। এক বৎসর সে অবসর নিয়ে বাড়িতে থাকবে ও বিবাহিত স্ত্রীর সঙ্গে দাম্পত্য সুখ ভোগ করবে। 6কোন ব্যক্তি কারও গম পেষাই করা যাঁতা এমন কি তার উপরকার পাথরের চাক্‌তিও বন্ধক রাখবে না, কারণ সেটা প্রাণ বন্ধক রাখারই সামিল। 7কোন ব্যক্তি যদি তার স্বজাতীয় কোন ইসরায়েলীকে অপহরণ করে তাকে ক্রীতদাসের মত খাটায় বা বিক্রি করে এবং তার সেই কাজ ধরা পড়ে, তাহলে সেই অপহরণকারীর মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা নিজেদের মধ্য থেকে অনাচার দূর করবে।#যাত্রা 21:16 8কুষ্ঠরোগ#24:8 কুষ্ঠ রোগ: সর্বপ্রকার চর্মরোগ সম্পর্কে তোমরা সাবধান হবে। এ বিষয়ে লেবীয় যাজকদের সমস্ত নির্দেশ তোমরা সযত্নে পালন করবে। আমি তাদের যে সব নির্দেশ দিয়েছি সব তোমরা অবশ্য পালন করবে।#লেবীয় 13:1—14:54 9মিশর থেকে বার হয়ে আসার পথে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর মরিয়মের যে দশা করেছিলেন, তার কথা তোমরা স্মরণে রাখবে।#গণনা 12:10 10প্রতিবেশীকে কোন কিছু ধার দেওয়ার সময় তুমি তার বাড়িতে ঢুকে বন্ধক হিসাবে কোন বস্তু নেবে না।#যাত্রা 22:26-27 11তুমি বাইরে অপেক্ষা করবে এবং ঋণগ্রহীতা তার বন্ধকী জিনিষ বাইরে এনে তোমাকে দেবে। 12সে যদি গরীব হয় তাহলে তার বন্ধকী জামা নিজের কাছে রেখে তুমি ঘুমাবে না। 13সূর্যাস্তের সময় তুমি অবশ্যই তার বন্ধকী জামা ফেরত দেবে, তাহলে সে নিজের জামা গায়ে দিয়ে শুতে পারবে এবং তোমাকে আশীর্বাদ করবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তোমার এই আচরম সৎকর্ম বলে বিবেচিত হবে। 14তোমাদের স্বজাতীয় হোক বা তোমাদের দেশ ও নগরে বসবাসকারী বিদেশীই হোক দীনদরিদ্র জনমজুরের উপর তোমরা অবিচার করবে না।#লেবীয় 19:13 15দিনের মজুরী তাকে সে দিনই সূর্যাস্তের আগেই দিয়ে দেবে। কারণ সে গরীব এবং ঐ মজুরীর উপরই তার ভরসা। সে যদি তোমার বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের কাছে নালিশ জানায় তাহলে তা তোমার পক্ষে পাপ বলে গণ্য হবে।
16সন্তানের অপরাধে পিতার কিংবা পিতার অপরাধে সন্তানের প্রাণদণ্ড হবে না। নিজ অপরাধের জন্যই অপরাধী প্রাণদণ্ডে দণ্ডিত হবে।#২ রাজা 14:6; ২ বংশা 25:4; যিহি 18:20
17বিদেশী ও পিতৃহীনদের তোমরা ন্যায়বিচারে বঞ্চিত করবে না এবং বিধবাদের বস্তু বন্ধক রাখবে না।#যাত্রা 23:9; লেবীয় 19:33-34; দ্বি.বি. 27:19 18মনে রেখ, মিশরে তোমরা দাস ছিলে, আর তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেখান থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, সেই জন্যই আমি তোমাদের এই কাজ করার নির্দেশ দিচ্ছি।
19ক্ষেতে ফসল কাটার সময় যদি ভুলে এক আঁটি শস্য তুমি ক্ষেতে ফেলে রেখে যাও তাহলে সেটি আর আনতে যেও না। বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য ছেড়ে দেবে তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সর্ববিষয়ে তোমাকে আশীর্বাদ করবেন।#লেবীয় 19:9-10; 23:33 20জলপাই গাছের ফল সংগ্রহের সময় গাছের ডালগুলি দ্বিতীয়বার ঝাড়াই করবে না। গাছের অবশিষ্ট ফল বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য রেখে দিও। 21দ্রাক্ষাকুঞ্জ থেকে আঙুর সংগ্রহ করার সময় দ্বিতীয়বার তুমি আঙুর কুড়াবে না। বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য ছেড়ে রেখ। 22স্মরণে রেখ, মিশরে তোমরা দাস ছিলে, সেই জন্যই আমি তোমাদের এই কাজ করার নির্দেশ দিচ্ছি।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.