দ্বিতীয় বিবরণ 22
22
1তোমার স্বজাতীয় কোন ভাইয়ের বলদ কি ভেড়া যদি পথ হারায় তবে তাদের দেখে তুমি নিজের দায়িত্ব এড়িয়ে যেও না। তুমি অবশ্যই তাদের তোমার ভাইয়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।#যাত্রা 23:4-5 2যদি সেই ভাই তোমার নিকট প্রতিবেশী না হয় কিম্বা তোমার পরিচিত কেউ না হয়, তাহলে তুমি সেই পশুদের নিজের বাড়িতে নিয়ে আসবে এবং যতদিন পর্যন্ত সেই তাই তাদের খোঁজ না করে ততদিন নিজের কাছে রাখবে, 3এবং তারপর তুমি তাদের ফিরিয়ে দেবে। তোমার স্বজাতীয় ব্যক্তির গাধা, জামা কাপড় এবং হারানো যে কোন জিনিস তুমি পাও না কেন সে সম্পর্কে তুমি একই রীতি পালন করবে।
4তোমার ভাইয়ের গাধা কিম্বা বদলকে পথে পড়ে থাকতে দেখলে তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেও না। তুমি অবশ্যই সেগুলিকে টেনে তোলার জন্য তাকে সাহায্য করবে। 5কোন নারী পুরুষের পোশাক এবং কোন পুরুষ নারীর পোশাক পরবে না। কারণ এ কাজ যে করে সে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ। 6পথের পাশে গাছের উপরে বা মাটিতে কোন পাখির বাসা যদি তোমার চোখে পড়ে এবং সেখানে যদি বাচ্চা ও ডিম সহ পাখি বসে থাকে তাহলে তুমি বাচ্চা সমেত পাখিটিকে ধরবে না। 7তুমি বাচ্চাগুলিকে নিতে পার কিন্তু পাখিটিকে অবশ্যই ছেড়ে দেবে তাহলে তোমার মঙ্গল হবে এবং তুমি দীর্ঘায়ু হবে।
8নতুন বাড়ি তৈরী করার সময় তুমি ছাদের চারিধারে কার্নিস তৈরী করবে, তা না হলে ছাদের উপর থেকে কোন লোর পড়ে গেলে তোমার বাড়িতে রক্তপাতের দোষ বর্তাবে। 9তোমাদের দ্রাক্ষাকুঞ্জে তোমরা অন্য কোন শস্যের চায় করবে না তাহলে তোমরা দ্রাক্ষা ও শস্য কোনটাই পাবে না। ঈশ্বরের কাছে উৎসর্গ করে দুটিই দিতে হবে।#লেবীয় 19:19 10তোমরা গাধা ও বলদ এক সঙ্গে লাঙ্গলে জুড়ে চাষ করবে না। 11তোমরা পশম ও রেশমী সুতোয় একসঙ্গে বোনা জামাকাপড় পরবে না।
12শরীর আচ্ছাদনের জন্য যে জামা তোমরা পরবে তার চার কোণায় তোমরা সুতোর গোছা ঝুলিয়ে দেবে।#গণনা 15:37-41
13কোন ব্যক্তি বিবাহ এবং সহবাসের পর যদি তার স্ত্রীকে অবহেলা করে এবং তার নামে অপবাদ রটায়, 14মিথ্যা অভিযোগ করে বলে, ‘আমি এই নারীকে বিবাহ করেছি, কিন্তু এর কুমারীত্বের প্রমাণ পাই নি, 15তাহলে সেই কন্যার পিতামাতা তার কুমারীত্বের প্রমাণ নিয়ে নগরের নেতৃবৃন্দের সাক্ষাতে নগরদ্বারে উপস্থিত করবে। 16কন্যার পিতা নেতৃবৃন্দকে বলবে, আমি এই ব্যক্তির সঙ্গে আমার কন্যার বিবাহ দিয়েছিলাম কিন্তু সে তাকে অবহেলা করে 17এবং অপবাদ রটিয়ে বলছে যে সে আমার কন্যার কুমারীত্বের প্রমাণ পায় নি। কিন্তু এই দখুন আমার কন্যার কুমারীত্বের প্রমাণ। নগরের নেতৃত্ববৃন্দের সামনে তারা সেই বস্ত্রখণ্ড প্রদর্শন করবে। 18নগরের নেতৃবৃন্দ তখন সেই ব্যক্তিকে কশাঘাত করবে। 19সেই লোকটির কাছ থেকে তারা একশো শেকেল পরিমাণ রূপো জরিমানা আদায় করে কন্যার পিতাকে দেবে, কারণ সেই ব্যক্তি এক ইসরায়েলী নারীর নামে কলঙ্ক রটনা করেছে। সেই কন্যা তার স্ত্রী হবে এবং সেই ব্যক্তি আর কোনদিন তাকে ত্যাগ করতে পারবে না।
20কিন্তু সেই অভিযোগ যদি সত্য হয়, অর্থাৎ সেই কন্যার কুমারীত্বের প্রমাণ যদি না পাওয়া যায়, 21তাহলে তারা সেই নারীকে বের করে তার পিতৃগৃহের দ্বারে নিয়ে যাবে এবং তার নগরের অধিবাসী সকলেই পাথর মেরে সেই নারীকে বধ করবে। কেননা পিতৃগৃহে থাকার সময় সে ব্যভিচার করে ইসরায়েলী সমাজকে ভ্রষ্টাচারে দুষ্ট করেছে। এইভাবে তোমরা নিজেদের মধ্য থেকে দুষ্টতার উচ্ছেদ সাধন করবে।
22কোন ব্যক্তি যদি পরস্ত্রীর সঙ্গে ব্যভিচাররত অবস্থায় ধরা পড়ে তাহলে সেই পুরুষ এবং সেই নারী উভয়েরই মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা ইসরায়েলী সমাজ থেকে অনাচার লোপ করবে। 23যদি কোন ব্যক্তি নগরের মধ্যে অপরের বাগদত্তা কোন কুমারীর সঙ্গে ব্যভিচার করে, 24তাহলে তোমরা দুজনকেই নগরদ্বারে এনে পাথর মেরে বধ করবে। সেই যুবতীকে বধ করবে এই জন্য যে সে নগরের মধ্যে থেকেও সাহায্যের জন্য চীৎকার করে নি। সেই পুরুষকে বধ করবে কারণ সে তার প্রতিবেশীর বাগদত্তাকে মর্যাদাভ্রষ্ট করেছে। এই ভাবে তোমরা নিজেদের মধ্য থেকে অনাচার দূর করবে।
25কিন্তু যদি কোন ব্যক্তি অপরের বাগদত্তা কোন কুমারীকে খোলা মাঠে পেয়ে বলপূর্বক তার সতীত্বনাশ করে তাহলে শুধু সেই ব্যক্তিরই মৃত্যুদণ্ড হবে। 26সেই যুবতীর প্রতি তোমরা কিছুই করবে না কারণ সে মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধ করে নি। কোন ব্যক্তি তার প্রতিবেশীকে আক্রমণ করে হত্যা করলে যা হয় এই ব্যাপারও ঠিক তেমনই। 27সেই লোকটি খোলা মাঠে তার উপর বল প্রয়োগ করেছিল, বাগদত্তা ঐ কুমারী সাহায্যের জন্য চীৎকার করলেও তাকে রক্ষা করার কেউ সেখানে ছিল না।
28যদি কোন ব্যক্তি বাগদত্তা নয় এমন কোন কুমারীকে বলপূর্বক আয়ত্ত করে তার সঙ্গে সংসর্গ করে এবং উভয়েই ধরা পড়ে,#যাত্রা 22:16-17 29তাহলে সেই ব্যক্তি ঐ যুবতীর পিতাকে পঞ্চাশ শেকেল পরিমাণ রূপো দেবে এবং ঐ যুবতীর মর্যাদাহানি করেছে বলে সে তাকে পত্নীরূপে গ্রহণ করবে। সেই ব্যক্তি কোনদিন তাকে ত্যাগ করতে পারবে না।
30কোন ব্যক্তি তার পিতার কোন পত্নীর সঙ্গে সহবাস করে পিতার সম্ভ্রমহানি#লেবীয় 18:8; 20:11; দ্বি.বি. 27:20 করবে না।#22:30 হিব্রু 23 অধ্যায় 1ম পদ
Zur Zeit ausgewählt:
দ্বিতীয় বিবরণ 22: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.