দ্বিতীয় বিবরণ 17

17
1তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে কোন খুঁত বা দোষযুক্ত বৃষ কিংবা মেষ উৎসর্গ করবে না কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে এটি ঘৃণার্হ।
2তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে সব নগর দান করবেন, তার কোন একটিতে যদি এমন কোন পুরুষ বা নারী থাকে যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সঙ্গে স্থাপিত চুক্তি অমান্য করে তাঁর দৃষ্টিতে যা মন্দ তাই করে 3এবং অন্য দেবতাদের ভজনা করে ও আমার আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের কাছে কিম্বা সূর্য, চন্দ্র ও আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর কোন একটির উদ্দেশে প্রণিপাত করে,#যাত্রা 22:20 4তাহলে সে বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তোমরা পুঙ্খানুপু্ঙ্খরূপে সে বিষয়ে তদন্ত করবে। যদি একথা সত্য ও নিশ্চিতরূপে প্রমাণিত হয় যে ইসরায়েলীদের সমাজে এই রকম জঘন্য কর্ম অনুষ্ঠিত হয়েছে, 5তাহলে তোমরা সেই দুষ্কৃতকারী পুরুষ কিম্বা নারীকে নগরের তোরণদ্বারের বাইরে নিয়ে যাবে। পুরুষ হোক বা নারী হোক, তোমরা পাথর মেরে তার মৃত্যুদণ্ড দেবে। 6দুই কিম্বা তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে প্রাণদণ্ডের যোগ্য ব্যক্তির প্রাণদণ্ড হবে। একজন মাত্র সাক্ষীর সাক্ষ্যে কারও প্রাণদণ্ড হবে না।#গণনা 35:30; দ্বি.বি. 19:15; মথি 18:16; ২ করি 13:1; ১ তিম 5:19; হিব্রু 10:28 7দণ্ডিত ব্যক্তিকে বধ করার জন্য প্রথমে সাক্ষীরা, তারপর জনসাধারণ পাথর মারবে। এইভাবে তোমরা নিজেদের সমাজ থেকে ভ্রষ্টাচার নির্মূল করবে।#১ করি 5:13 8তোমাদের নগরসমূহে রক্তপাত, আইনসঙ্গত অধিকার কিম্বা মারামারি সংক্রান্ত এমন কোন বিচার্য বিষয় যদি উপস্থিত হয়, যার মীমাংসা করা তোমাদের পক্ষে দুরূহ তাহলে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মনোনীত পবিত্র স্থানে যাবে 9এবং সেখানকার পুরোহিত ও বিচারাসনে অধিষ্ঠিত বিচারপতির কাছে পরামর্শ চাইবে। তারা তোমাদের মীমাংসা জানিয়ে দেবে। 10প্রভু পরমেশ্বরের মনোনীত পবিত্র স্থানে তারা তোমাদের যে বিচারাদেশ জানিয়ে দেবে সেই অনুযায়ী তোমরা তোমাদের করণীয় কাজ করবে। তারা তোমাদের যে শিক্ষা দেবে, সযত্নে তা-ই তোমরা কার্যকরী করবে। 11তাদের শিক্ষা এবং বিচারাদেশ অনুযায়ী তোমরা কাজ করবে। তারা যে সিদ্ধান্ত ঘোষণা করবে তার কোন ব্যতিক্রম তোমরা করবে না। 12যে ব্যক্তি ঔদ্ধত্যভরে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবক পুরোহিত কিম্বা বিচারপতির সিদ্ধান্ত অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা ইসরায়েলী সমাজ থেকে সর্বপ্রকার অন্যায়ের উচ্ছেদ করবে। 13লোকে এ কথা শুনে ভয় পাবে এবং স্পর্ধামূলক আচরণ আর করবে না।
রাজার মনোনয়ন ও তার আচরণ বিধি
14তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন, তোমরা সেই দেশ অধিকার করে বসবাস করার পর হয়তো বলবে, আমাদের আশেপাশে অন্যান্য জাতি যারা রয়েছে তাদের মত আমরাও নিজেদের জন্য একজন রাজা বরণ করব,#১ শমু 8:5 15কিন্তু তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যাকে মনোনীত করবেন তাকেই তোমরা তোমাদের রাজারূপে বরণ করবে। তোমাদের স্বজাতীয়দের মধ্য থেকেই একজনকে রাজপদে বরণ করবে। স্বজাতীয় নয় এমন কোন বিদেশীকে কোনভাবেই তোমরা রাজপদে বরণ করবে না।
16সেই রাজা নিজের সৈন্যবাহিনীতে বেশী অশ্ব রাখবে না কিম্বা অধিক অশ্ব সংগ্রহের জন্য প্রজাদের আবার মিশরে পাঠাবে না, কারণ তোমাদের প্রতি প্রভু পরমেশ্বরের নির্দেশ এই, তোমরা আর মিশরের পথে ফিরে যাবে না।#১ রাজা 10:28; ২ বংশা 1:16; 9:28 17রাজা বহুপত্নী গ্রহণ করবে না, অন্যথায় তার চিত্ত বিপথগামী হবে। সে নিজের জন্য অধিক পরিমাণে রূপো কিম্বা সোনা সংগ্রহ করবে না।#১ রাজা 10:14-22,27; 11:1-8; ২ বংশা 1:15; 9:27 18স্বরাজ্যে সিংহাসনে আরোহণের সময় সে নিজের জন্য লেবীয় পুরোহিতদের রক্ষণাধীন এই বিধি ব্যবস্থার অনুলিপি একটি পুস্তকে লিপিবদ্ধ করবে। 19সেটি তার কাছে থাকবে এবং আজীবন সেই পুস্তকে অধ্যয়ন করবে যেন সে তার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করতে এবং এই বিধিব্যবস্থার সমস্ত বাক্য ও বিধি পালন করতে শেখে। 20তাহলে সে স্বজাতীয়দের চেয়ে নিজেকে বড় মনে করবে না এবং এই সমস্ত নির্দেশ ও বিধিব্যবস্থার ব্যতিক্রম করবে না, আর তাহলে ইসরায়েলীদের মাঝে তার ও তার বংশধরদের রাজত্ব দীর্ঘস্থায়ী হবে।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.