২ রাজাবলি ভূমিকা

ভূমিকা
দ্বিতীয় রাজাবলি পুস্তকে দুই ইসরায়েলী রাজ্যের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। প্রথম রাজাবলির ইতিহাস যেখানে শেষ হয়েছে সেইখান থেকে,তার পরবর্তী ইতিহাস দ্বিতীয় রাজাবলিতে বর্ণিত হয়েছে। বইটিকে দুটি ভাগে ভাগ করা যায়: (1) খ্রীষ্টপূর্ব নবম শতকের মধ্যভাগ থেকে শমরিয়ার পতন এবং খ্রীষ্টপূর্ব 721 সালে উত্তর রাজ্যের পতন পর্যন্ত দুই রাজ্যের কাহিনী। (2) ইসরায়েল রাজ্যের পতন থেকে খ্রীষ্টপূর্ব 586 সালে ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের জেরুশালেম অধিকার ও ধ্বংস পর্যন্ত যিহুদীয়ারাজ্যের কাহিনী। ব্যাবিলনের অধীনে যিহুদীয়ার রাজ্যপাল গদলিয়ের বিবরণ এবং ব্যাবিলনের কারাগারে বন্দী যিহুদীয়ারাজ যিহোয়াখিনের মুক্তির বিবরণ দিয়ে পুস্তকটির উপসংহার হয়েছে।
ইসরায়েল ও যিহুদীয়ার রাজা ও প্রজাদের অবাধ্যতার ফলে এইসব জাতীয় বিপর্যয় ঘটেছিল। জেরুশালেমের ধ্বংস এবং যিহুদীয়ার বহু লোকের নির্বাসন ছিল ইসরায়েলের ইতিহাসের অন্যতম বিরাট একটি মোড়।
দ্বিতীয় রাজাবলিতে যে মহর্ষি নবী বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি হলেন মহর্ষি এলিয়ের উত্তরাধিকারি নবী ইলিশায়।
বিষয়বস্তুর রূপরেখা
বিভক্ত রাজ্য 1:1—17:41
ক) মহর্ষি ইলিশায় 1:1—8:15
খ) যিহুদীয়া ও ইসরায়েলের রাজন্যবর্গ 8:16—17:4
গ) শমরিয়ার পতন 17:5–41
যিহুদীয়া রাজ্য
ক) হিষ্কিয় থেকে যোশিয় 18:1—21:26
খ) যোশিয়র রাজত্বকাল 21:1—23:30
গ) যিহুদীয়ার শেষ রাজা 23:31—24:20
জেরুশালেমের পতন 25:1–30

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.