২ রাজাবলি 22

22
যিহুদীয়ারাজ যোশিয়
(২ বংশা 34:1-2)
1মাত্র আট বছর বয়সে যোশিয় যিহুদীয়ার রাজা হন এবং একত্রিশ বছর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল জেরুশালেম। বসকাথ নিবাসী আদাইয়ার কন্যা যেদিদাহ্ ছিলেন তাঁর মা।#যির 3:6 2যোশিয় তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের মতই প্রভু পরমেশ্বরের প্রীতিজনক কাজ করতেন এবং ঈশ্বরের বিধান অক্ষরে অক্ষরে পালন করতেন।
বিধান পুস্তক আবিষ্কার
(২ বংশা 34:8-28)
3রাজা যোশিয় তাঁর রাজত্বের অষ্টাদশ বছরে মেসুল্লামের পৌত্র এবং অসালিয়ের পুত্র রাজসভার সচিব শাফনকে এই আদেশ দিয়ে প্রভু পরমেশ্বরের মন্দিরে পাঠালেন। 4বললেন, তুমি প্রধান পুরোহিত হিল্‌কিয়ের কাছে গিয়ে বল যে মন্দিরের প্রবেশদ্বারে কর্তব্যরত পুরোহিতেরা ভক্তদের প্রণামীর যে অর্থ সংগ্রহ করেছে তিনি যেন তার পরিমাণ হিসাব করে রাখেন। 5তাঁকে বল, মন্দির সংস্কারের কাজে যাদের নিযুক্ত করা হয়েছে, তাদের হাতে তিনি যেন সেই অর্থ তুলে দেন। 6এই অর্থ থেকে তারা ছুতোর, রাজমিস্ত্রি ও মজুরদের বেতন দেবে এবং মন্দির মেরামতের প্রয়োজনীয় কাঠ ও পাথর কিনবে। 7যাদের হাতে এই কাজের ভার দেওয়া হয়েছে তারা অত্যন্ত সৎলোক। কাজেই, তাদের কাছে হিসাব চাওয়ার কোন দরকার নেই।#২ রাজা 12:15
8প্রধান পুরোহিত হিল্‌কিয় রাজসভার সচিব শাফনকে জানালেন, প্রভু পরমেশ্বরের মন্দিরে এই বিধান পুস্তকটি পাওয়া গেছে। হিল্‌কিয় শাফনকে বইটি দিলেন এবং তিনি সেটি পড়লেন। 9রাজসভা-সচিব শাফন রাজার কাছে ফিরে গিয়ে বললেন, আপনার দাসেরা মন্দিরের সমস্ত অর্থ মন্দির সংস্কারের কাজে নিযুক্ত লোকদের হাতে দিয়ে দিয়েছে। 10তিনি আরও বললেন, পুরোহিত হিল্‌কিয় আমাকে এই বইটি দিয়েছেন। তারপর শাফন রাজাকে বইটি পড়ে শোনালেন।
11রাজা বিধান পুস্তকের পাঠ শুনে পরিতাপে নিজের পোশাক ছিঁড়ে ফেললেন। 12তিনি পুরোহিত হিল্‌কিয়, শাফনের পুত্র অহিকাম, মিখাইয়ার পুত্র আখবর, সচিব শাফন এবং রাজকর্মচারী আসাইয়াহ্‌কে আদেশ দিলেন, 13তোমরা যাও, প্রভু পরমেশ্বরের কাছে আমার ও যিহুদীয়ার সমস্ত প্রজার পক্ষ হয়ে এই আবিষ্কৃত পুস্তকে যা লেখা আছে সেই সম্বন্ধে তাঁর নির্দেশ চাও। প্রভু পরমেশ্বরের ভয়াবহ ক্রোধ জ্বলে উঠেছে আমাদের বিরুদ্ধে। কারণ আমাদের পূর্বপুরুষেরা এই পুস্তকে নির্দেশিত কর্তব্য পালন করেন নি।
14পুরোহিত হিল্‌কিয়, অহিকাম, আখবর, শাফন ও আসাইয়াহ্ হুল্‌দা নামে এক মহিলা নবীর কাছে পরামর্শ চাইতে গেলেন। ইনি জেরুশালেমের নবনির্মিত এলাকায় থাকতেন। এঁর স্বামী হারহাসের পৌত্র, তিকভার পুত্র শাল্লুম ছিলেন মন্দিরের বস্ত্রাগারের অধ্যক্ষ। তাঁরা গিয়ে হুল্‌দাকে সমস্ত ঘটনা জানালেন। 15তিনি তাঁদের রাজার কাছে ফিরে গিয়ে প্রভু পরমেশ্বরের এই বাণী জানাতে বললেনঃ 16ইসরায়েলের ঈশ্বর প্রভু বলেছেন, যিহুদীয়ার রাজা যে পুস্তকটি পাঠ করেছেন,তাতে যে সব দণ্ডের কথা লেখা আছে, সেই সব দণ্ড আমি এই নগর ও তার অধিবাসীদের দেব। 17কারণ তারা আমাকে পরিত্যাগ করেছে এবং অন্য দেবতাদের প্রতিমা গড়ে পূজা করেছে। তাই জেরুশালেমের উপর আমার ক্রোধ জ্বলে উঠেছে, কখনও এ ক্রোধ প্রশমিত হবে না। 18কিন্তু যিহুদীয়ার রাজা, যিনি তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে নির্দেশ জানতে পাঠিয়েছেন, তাঁকে তোমরা বলবে, ইসরায়েলের পরম ঈশ্বর প্রভু বলেছেন, পুস্তকে যা লেখা আছে, সব তুমি শুনেছ। 19তুমি অমুতাপ করেছ এবং প্রভু পরমেশ্বরের কাছে অবনত হয়েছ। আমি এই নগরকে পরিত্যক্ত ও অভিশপ্ত স্থানে পরিণত করব। জেরুশালেম ও তার অধিবাসীদের এই দণ্ড দানের কথা আমি বলেছি, তাই শুনে তুমি পরিতাপে নিজের পোশাক ছিঁড়ে ফেলে আমার কাছে অশ্রুপাত করেছ। আমি তোমার প্রার্থনা শুনেছি। 20তাই জেরুশালেমকে যে শাস্তি আমি দিতে চলেছিলাম, তোমার মৃত্যুর আগে তা আর দেব না। শাস্তিতেই শেষ হবে তোমার রাজত্বকাল। এই উত্তর নিয়ে তাঁরা রাজার কাছে ফিরে এলেন।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.

Video zu ২ রাজাবলি 22