২ বংশাবলি 27

27
যিহুদীয়ারাজ যোথাম
(২ রাজা 15:32-38)
1যোথাম পঁচিশ বছর বয়সে রাজা হন এবং ষোল বছর জেরুশালেমে থেকে রাজ্য শাসন করেন। সাদোকের কন্যা জেরুশা ছিলেন তাঁর জননী। 2পিতার আদর্শ অনুসরণ করে তিনি পরমেশ্বরের প্রীতিজনক কাজ করতেন। তবে তিনি তাঁর পিতার মত মন্দিরে ধূপ জ্বালাতে যাওয়ার ধৃষ্টতা করে পাপ করেন নি। কিন্তু তাহলেও প্রজারা তাদের পাপাচরণ পরিত্যাগ করে নি।
3রাজা যোথামই মন্দিরের উত্তর দিকের তোরণদ্বার নির্মাণ করেন এবং জেরুশালেমের ওফেল নামে নগর-প্রাচীরের উপরে আরও অনেক কিছু নির্মাণ ও সংস্কারের কাজ করেন। 4যিহুদীয়ার পার্বত্য অঞ্চলের নানাস্থানে তিনি নগর স্থাপন করেন এবং বনাঞ্চলে অনেক গড় ও দুর্গ নির্মাণ করেন। 5তিনি আম্মোনরাজকে যুদ্ধে পরাজিত করেন এবং পর পর তিন বৎসর তিনি আম্মোনীদের একশো তালন্ত#27:5 একশো তালন্ত = 3,400 কিলোগ্রাম রূপো, দশ সহস্র কোর গম ও দশ সহস্র কোর#27:5 দশ সহস্র কোর = মেট্রিক টন যব দিতে বাধ্য করলেন। 6যোথাম একনিষ্ঠভাবে তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাধ্য হয়ে চলতেন বলেই তিনি পরাক্রমশালী হয়ে উঠেছিলেন। 7রাজা যোথামের রাজত্বকালের সমস্ত কার্যবিবরণ, তাঁর শাসন প্রণালী ‘ইসরায়েল ও যিহুদা বংশের ইতিহাসে’ লিপিবদ্ধ আছে। 8রাজ্যের শাসনভার গ্রহণের সময় যোথামের বয়স ছিল পঁচিশ বৎসর এবং জেরুশালেমে তিনি রাজত্ব করেন ষোল বৎসর। 9যোথামের মৃত্যুর পর দাউদ নগরে তাঁকে সমাধি দেওয়া হয়। তাঁর পুত্র আহস তাঁর সিংহাসনে বসেন।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.