১ রাজাবলি ভূমিকা
ভূমিকা
শমুয়েলের পুস্তকে ইসরায়েল জাতির মধ্যে রাজতন্ত্রের গোড়াপত্তনের যে ইতিহাস বর্ণিত হয়েছে, রাজাবলি প্রথণ পুস্তকে সেই ইতিহাসেরই ধারা এগিয়ে চলেছে। বইটিকে তিন ভাগে ভাগ করা যায়: (1) ইসরায়েল ও যিহুদীয়ার রাজারূপে শলোমনের সিংহাসনে আরোহণ ও তাঁর পিতা দাউদের মৃত্যু (2) শলোমনের রাজত্বকাল ও কার্যাবলী, বিশেষভাবে উল্লেখযোগ্য জেরুশালেম মন্দির নির্মাণ (3) উত্তর দক্ষিণ রাজ্য রূপে জাতি দ্বিধা বিভক্ত এবং খ্রীষ্টপূর্ব নয় শতকের মাঝামাঝি পর্যন্ত যে সমস্ত রাজা রাজত্ব করে গেছেন, তাঁদের কাহিনী।
রাজাবলির দুটি পু্স্তকেই ঈশ্বরের প্রতি আনুগত্যের মাপকাঠিতেই প্রত্যেক রাজাকে বিচার করা হয়েছে এবং দেখানো হয়েছে, এই আনুগত্যের উপরই, নির্ভর করেছে তাঁদের জাতীয় জীবনের সাফল্য। অপর দিকে প্রতিমা পূজা, অবাধ্যতা তাঁদের নিয়ে গেছে চরম বিপর্যয়ের দিকে। এই মাপকাঠির বিচারে দেখা যায় উত্তর রাজের সমস্ত রাজাই বিফল হয়েছেন। অপর পক্ষে দক্ষিণ রাজ্যের রাজাদের মান তুলনামূলকভাবে অনের উন্নত।
রাজাবলির প্রথম পুস্তকে প্রভুর নবীরাই বিশেষ প্রাধান্য পেয়েছেন। ঈশ্বরের অসমসাহসী এই প্রবক্তারা জাতিকে প্রতিমাপূজা ও ঈশ্বরের অবাধ্যতা সম্বন্ধে সাবধান করে দিতেন। বিশেষভাবে উল্লেখযোগ্য এলিয়র কথা।
বিষয়বস্তুর রূপরেখা
দাউদের রাজত্বকালের সমাপ্তি 1:1—2:12
রাজা শলোমন 2:13–46
শলোমনের রাজত্বকাল 3:1—11:43
ক. প্রথম যুগ 3:1—4:34
খ. মন্দির নির্মাণ 5:1–8:66
গ. শেষের বৎসরগুলি 9:1–11:43
দ্বিধা বিভক্ত রাজ্য 12:1–22:53
ক. উত্তরাঞ্চলের গোষ্ঠী বিদ্রোহ 12:1—14:20
খ. যিহুদীয়া এবং ইসরায়েলের রাজন্যবর্গ 14:21—16:34
গ. নবী ইলিশায় 17:1—19:21
ঘ. ইসরায়েলের রাজা আহাব 20:1—22:40
ঙ. যিহুদীয়ার যিহোশাফট ও ইসরায়েলের অহসিয় 22:41–53
Zur Zeit ausgewählt:
১ রাজাবলি ভূমিকা: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.