১ রাজাবলি 15
15
যিহুদীয়ার রাজা আবিয়াম
(২ বংশা 13:1—14:1)
1ইসরায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের অষ্টাদশ বছরে আবিয়াম যিহুদীয়ার রাজা হলেন। 2জেরুশালেমে তিনি তিন বছর রাজত্ব করেছিলেন। তাঁর মা ছিলেন অবশালোমের কন্যা মাখা। 3ইনিও পিতার মত সব রকম পাপাচারে ডুবে থাকতেন। তাঁর পূর্বপুরুষ দাউদের মত প্রভু পরমেশ্বরের অনুগত ছিলেন না। 4কিন্তু দাউদের সুবাদে প্রভু তাঁকে বংশের প্রদীপরূপে একটি সন্তান দিয়েছিলেন তাঁর মৃত্যুর পরে জেরুশালেমের রাজা হবার জন্য।#১ রাজা 11:36 5কারণ দাউদ প্রভুর ইচ্ছা পালন করতেন। একমাত্র হিত্তিয় উরিয়ের ব্যাপার ছাড়া কোনদিন দাউদ তাঁর আদেশ অমান্য করেন নি।#২ শমু 11:1-27 6আবিয়ামের রাজত্বকালেও তাঁর সাথে যারবিয়ামের অবিরাম যুদ্ধ বিগ্রহ চলেছে। 7আবিয়ামের রাজত্বকালের বিবরণ যিহুদীয়ার ‘রাজ কাহিনী’তে লেখা আছে। 8দাউদ নগরে আবিয়ামের মৃত্যু ও সমাধি হয়। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র আসা রাজা হন।
যিহুদীয়ার রাজা আসা
9ইসরায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালের বিংশতিতম বছরে যিহুদীয়ার রাজা হন। 10তিনি জেরুশালেমে একচল্লিশ বছর রাজত্ব করেন। তাঁর পিতামহী ছিলেন অবশালোমের কন্যা মাখা 11আসা তাঁর পূর্বপুরুষ দাউদের মতই প্রভু পরমেশ্বরের ইচ্ছা পালন করতেন। 12যে সমস্ত পুরুষ ও নারী দেবস্থানে দেবসেবার অঙ্গ হিসাবে দেহব্যবসায় লিপ্ত ছিল তাদের তিনি দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং তাঁর পিতৃ-পিতামহের প্রতিষ্ঠিত সমস্ত দেব-দেবীর মূর্তি ও বিগ্রহ দূর করে দিয়েছিলেন। 13তাঁর পিতামহী মাখা উর্বরতার দেবী আশেরার একটি কুৎসিত মূর্তি তৈরী করেছিলেন বলে আসা তাঁকে রাজমাতার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। মূর্তিটিকে ভেঙ্গে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিলেন।
14তবে পাহাড়ের উপরের দেবস্থানগুলি তিনি ধ্বংস করেন নি। তাহলেও সারাজীবন তিনি একনিষ্ঠভাবে প্রভু পরমেশ্বরের অনুগত ছিলেন। 15তাঁর পিতা যে সমস্ত জিনিস প্রভুর উদ্দেশে উৎসর্গ করেছিলেন এবং তিনিও সোনা-রূপোর যা কিছু পাত্র উৎসর্গ করেছিলেন, সবই তিনি প্রভুর মন্দিরে রেখে দিলেন।
16যিহুদীয়ার রাজা আসার সঙ্গে ইসরায়েলরাজ বাশার সারাটি জীবনকাল যুদ্ধবিগ্রহ চলেছিল। 17ইসরায়েলরাজ বাশা যিহুদীয়া আক্রমণ করে রামাতে গড় তৈরী করতে লাগলেন যাতে যিহুদীয়াতে আসা-যাওয়ার কোন পথ না থাকে। 18রাজা আসা তখন মন্দিরে এবং রাজপ্রাসাদে যা কিছু সোনা-রূপো অবশিষ্ট ছিল সব কয়েকজন কর্মচারীর হাতে দামাসকাসে হিষিরোনের পৌত্র ও তাব্রিম্মোনের পুত্র সিরিয়ার রাজা বেন-হাদাদের কাছে পাঠিয়ে দিলেন। সেইসাথে এই সংবাদও পাঠালেনঃ 19আপনার পিতার সঙ্গে আমার পিতার যে মৈত্রীচুক্তি ছিল, আপনার সঙ্গে আমারও সেই মৈত্রীচুক্তি বজায় থাকুক। আমি আপনার কাছে উপহারস্বরূপ সোনা রূপো পাঠাচ্ছি। ইসরায়েলরাজ বাশার সঙ্গে আপনার যে চুক্তি আছে, বাতিল করুন। তাহলে সে আমার রাজ্য থেকে তার সৈন্য সরিয়ে নেবে।
20বেনহাদাদ আসার প্রস্তাবে রাজী হলেন। সৈন্য-সামন্ত নিয়ে সেনাপতিদের পাঠিয়ে দিলেন ইসরায়েলের নগরগুলি আক্রমণ করতে। সেনাপতিরা ইয়োন, দান, আবেল-বেথ-মাখা, সমগ্র কিন্নেরবৎ অঞ্চল এবং নপ্তালি গোষ্ঠীর সমগ্র এলাকা দখল করে নিলেন।
21বাশা এই সংবাদ পেয়ে রামায় দুর্গনগরী নির্মাণের কাজ বন্ধ করে তির্সায় গিয়ে বাস করতে লাগলেন।
22তখন রাজা আসা সারা যিহুদীয়ায় এক হুকুমনামা জারি করলেন। তাতে বলা হল, রামায় দুর্গনগরী নির্মাণের জন্য রাজা বাশা যে সমস্ত কাঠ-পাথর সেখানে জমা করেছেন, যিহুদীয়ার প্রত্যেক যেন সেগুলি সেখান থেকে নিয়ে যায়। এ কাজে কারও রেহাই নেই। এইসব সাজ-সরঞ্জাম দিয়ে রাজা আসা বিন্যামীন গোষ্ঠীর এলাকার গেবা ও মিসপাতে দুর্গ নির্মাণ করলেন।
23রাজা আসার সমস্ত কীর্তিকাহিনী, তাঁর বীরত্ব ও প্রভাব-প্রতিপত্তির কথা যিহুদীয়ার ‘রাজকাহিনী’তে লেখা আছে। কিন্তু বৃদ্ধ বয়সে পায়ের রোগে তিনি পঙ্গু হয়ে পড়েছিলেন। 24আসার মৃত্যু হলে দাউদ নগরে রাজ পরিবারের সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হল। তাঁর পুত্র যিহোশাফট তাঁর সিংহাসনে রাজা হলেন।
ইসরায়েলের রাজা নাদাব
25যিহুদীয়ার রাজা আসার রাজত্বকালের দ্বিতীয় বছরে রাজা যারবিয়ামের পুত্র নাদাব ইসরায়েলের রাজা হন। তিনি মাত্র দু বছর রাজত্ব করেন। 26তিনিও তাঁর পিতার মত পরমেশ্বরের দৃষ্টিতে গর্হিত কাজে ডুবেছিলেন এবং ইসরায়েলীদেরও পাপের পথে নিয়ে গিয়েছিলেন।
27ইষাখর গোষ্ঠীর অহিয়র পুত্র বাশা নাদাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং নাদাব যখন সসৈন্যে ফিলিস্তিয়ার গিব্বেথন নগরী অবরোধ করেছিলেন তখন বাশা তাঁকে হত্যা করেন। 28যিহুদীয়ার রাজা আসা-র রাজত্বের তৃতীয় বছরে এই ঘটনা ঘটে। বাশা তাঁকে হত্যা করে তাঁর সিংহাসন অধিকার করেন। 29রাজা হয়েই তিনি যারবিয়ামের পরিবারের সকলকে হত্যা করতে শুরু করেন। প্রভু পরমেশ্বর তাঁর দাস, শীলোর নবী অহিয়র মাধ্যমে যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে যারবিয়ামের পরিবারের সকলে নিহত হল, কেউ রেহাই পেল না।#১ রাজা 14:10 30যারবিয়াম নিজে গর্হিত কাজ করেছিলেন এবং ইসরায়েলীদেরও সেই পাপ করিয়েছিলেন বলেই ইসরায়েলের ঈশ্বর প্রভু তাঁর উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তার ফলেই তাঁর এই পরিণাম ঘটেছিল। 31রাজা নাদাবের সমস্ত কার্যকলাপের বিবরণ ইসরায়েল জাতির ‘রাজকাহিনী’তে লেথা আছে। 32যিহুদীয়ার রাজা আসা এবং ইসরায়েলের রাজা বাশা যতদিন ক্ষমতাসীন ছিলেন ততদিন পরস্পরের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ করে গেছেন।
ইসরায়েলের রাজা বাশা
33যিহুদীয়ার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে অহিয়র পুত্র বাশা সমগ্র ইসরায়েলের রাজা হন এবং চল্লিশ বছর রাজত্ব করেন। 34তির্সা ছিল তাঁর রাজধানী। তাঁর পূর্ববর্তী রাজা যারবিয়ামের মত তিনিও প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে গর্হিত কাজ করেছিলেন এবং ইসরায়েলীদেরও সেই পথে নিয়ে গিয়েছিলেন।
Zur Zeit ausgewählt:
১ রাজাবলি 15: BENGALCL-BSI
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.