১ বংশাবলি 2

2
যিহুদার বংশতালিকা
1যাকোবের পুত্রসন্তানদের তালিকা: রূবেণ, শিমিয়োন, লেবী, যিহুদা, ইষাখর, সবুলুন, 2দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।
3যিহুদার মোট পাঁচটি পুত্র ছিল। যিহুদার কনানী স্ত্রী বাথশুয়া, এর, ওনন ও শেলার মাতা। যিহুদার জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত অসৎ। তাই প্রভু পরমেশ্বর তাকে সংহার করেন। 4পুত্রবধূ তামরের গর্ভে যিহুদার আরও দুটি পুত্রের জন্ম হয়। তাদের নাম পেরস ও সেরহ্। 5পেরসের দুটি পুত্র—হিষ্‌রোণ ও হামুল। 6তার ভাই সেরহর পাঁচটি পুত্র—সিম্‌রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা। 7সেরহ্-র এক বংশধর কর্মির পুত্র আখর#2:7 আখরঃ যিহোশূয় 7:1 পদে এর নাম আখন। হিব্রু—‘আখর’ শব্দের অর্থ বিপর্যয়।। এই ব্যক্তি ঈশ্বরের নির্দেশ লঙ্ঘন করে নিষিদ্ধ সামগ্রী গ্রহণ করে ইসরায়েলীদের মধ্যে বিপর্যয় এনেছিল।#যিহো 7:1
8এথনের একটি মাত্র পুত্র, নাম অসরিয়।
রাজা দাউদের বংশতালিকা
9হিষ্‌রোণের তিন পুত্রঃ যিরহ্‌মেল, রাম ও কালেব।
10রামের পুত্র অম্মিনাদব। অম্মিনাদবের পুত্র নহশোন। ইনি যিহুদাকুলের বিখ্যাত পুরুষ। 11নহ্‌শোনের পুত্র সল্‌মোন। সল্‌মােনের পুত্র বোয়াস। 12বোয়াসের পুত্র ওবেদ। ওবেদের পুত্র যিশয়।
13যিশয়ের সাতটি পুত্র ছিল। তাঁদের নাম ইলিয়াব, অবিনাদব, শম্ম, 14নথনেল, রদ্দয়, 15ওৎসম ও দাউদ। 16তাঁর দুটি কন্যাও ছিল। তাঁদের নাম সরূয়া ও অবিগল। সরূয়ার তিন পুত্র: অবিশয়, যোয়াব ও অসাহেল। 17অবিগলের পুত্র অমাসা। এঁর পিতা যেথর ছিলেন ইশ্মায়েল বংশীয়।
হিষ্‌রোণের বংশতালিকা
18হিষ্‌রোণের পুত্র কালেব অসুবাকে বিবাহ করেন। তাঁদের একটি কন্যা জন্মে। কন্যার নাম যিরিয়োৎ। তাঁর তিনটি পুত্রের নাম যেশব, শোবব ও অর্দোন। 19অসুরার মৃত্যু হলে কালেব ইফ্রাৎকে বিবাহ করেন। তাঁদের একটি পুত্র জন্মে। তার নাম হুর। 20হুর-এর পুত্রের নাম উরি এবং উরির পুত্র বৎসলেল।
21পরবর্তীকালে হিষ্‌রোণ ষাট বৎসর বয়সে গিলিয়দের পিতা মাখিরের কনাকে বিবাহ করেন। তাঁর গর্ভে সগূবের জন্ম হয়। 22সগূবের পুত্র যায়ীর। গিলিয়দ প্রদেশে যায়ীরের অধীনে তেইশটি জনপদ ছিল। 23কিন্তু গশুর ও অরামের রাজারা যায়ীর ও কনাথের অধীন পল্লী অঞ্চলসহ ষাটটি জনপদ দখল করে নেন। সেখানকার অধিবাসীরা সকলেই ছিল গিলিয়দের পিতা মাখিরের বংশধর। 24হিষ্‌রোণের মৃত্যুর পর তাঁর পুত্র কালেব পিতা হিষ্‌রোণের বিধবা পত্নী এফাৎ-কে বিবাহ করেন। তাঁর গর্ভে অসহুরের জন্ম হয়। ইনিই তেকোয়া নামক জনপদের প্রতিষ্ঠাতা।
যিরহ্‌মিলের বংশতালিকা
25হিষ্‌রোণের জ্যেষ্ঠপুত্র যিরহ্‌মিলের পাঁচটি পুত্র: জ্যেষ্ঠ পুত্র রাম, তারপর বুনাহ্, ওরন, ওৎসম ও অহিয়। 26যিরহ্‌মিলের অটারাহ্ নামে আর একজন স্ত্রী ছিলেন। তাঁর পুত্রের নাম ওনম। 27যিরহ্‌মিলের জ্যেষ্ঠ পুত্র রামের তিনটি পুত্র: মাষ, যামিন ও একর। 28ওনমের দুই পুত্র: শম্ময় ও য়াদা। শম্ময়ের দুই পুত্র: নাদব অবিশুর। 29অবিশুরের স্ত্রীর নাম অবিহইল। তাঁর গর্ভে অহ্‌বান ও মোলিদের জন্ম হয়। 30নাদবের দুই পুত্র: সেলদ ও অপ্পয়িম। সেলদ নিঃসন্তান অবস্থায় মারা যান। 31অপ্পয়িমের পুত্র যিশি। যিশির পুত্র শেশন। শেশনের পুত্র অহলয়।
32শম্ময়ের ভাই য়াদার দুই পুত্র যেথর ও যোনাথন। যেথর নিঃসন্তান অবস্থায় মারা যান। 33যোনাথনের দুই পুত্র: পেলথ ও সাসা।
34শেশনের কোন পুত্র সন্তান ছিল না, শুধু কন্যা ছিল। ষারহা নামে তাঁর একটি মিশরী ক্রীতদাস ছিল। 35তাঁর সঙ্গে তিনি তাঁর একটি কন্যার বিবাহ দিয়েছিলেন। তাদের একটি পুত্র হয়। তার নাম অত্তয়। 36অত্তয়ের পুত্র নাথন এবং নাথনের পুত্র সাবদ। 37সাবদের পুত্র ঐফ্‌লল এবং ঐফ্‌ললের পুত্র ওবেদ। 38ওবেদের পুত্র যেহু, যেহুর পুত্র অসরিয়। 39অসরিয়ের পুত্র হেলস, হেলসের পুত্র ইলিয়াসাহ্। 40ইলিয়াসাহ্‌র পুত্র সিসময়, সিসময়ের পুত্র শল্লুম। 41শল্লুমের পুত্র যিকমিয়হ্‌, যিকমিয়েহ্‌র পুত্র ইলিশামা।
কালেবের অন্যান্য বংশধরদের তালিকা
42যিরহমিলের ভাই কালেবের জ্যেষ্ঠ পুত্র মেশা। মেশার পুত্র সিফ্‌। সিফের পুত্র মারেশাহ্। মারেশাহ্‌র পুত্র হিব্রোণ। 43হিব্রোণের চারটি পুত্র–কোরহ্, তপুহ, রেকম ও শেমা। 44শেমার পুত্র রহাম, রহামের পুত্র যরকিয়ম। শেমার ভাই রেকমের পুত্র শম্মায়। 45শম্ময়ের পুত্র মায়োন, মায়োনের পুত্র বেথ্-সুর।
46কালেবের এফা নামে একজন উপপত্নী ছিল। তার তিন পুত্র: হারণ, মোৎসা ও গাসেস। হারণেরও এক পুত্রের নাম গাসেস।
47( যহদয় নামে এক ব্যক্তির ছয় পুত্র: রেগম, যোথম, গেশন, পেলট, এফা ও শফি।)
48কালেবের মাখা নামে আর একজন উপপত্নীর গর্ভে দুটি পু্ত্রের জন্ম হয়। তাদের নাম শেবর ও তিরহানাহ্। 49পরে আরও দুটি পুত্র হয়। একটি পুত্রের নাম শফি। শফি মদমন্নাহ্ নামে একটি জনপদের প্রতিষ্ঠাতা। অন্য পুত্র শেবাহ্ মক্‌বেনাহ্‌ ও গিবিয়া নগর প্রতিষ্ঠা করেন। এঁরা ছাড়াও কালেবের অক্‌সা নামে একটি কন্যা ছিল।
50এরা সকলেই কালেবের বংশধর।কালেব ও তাঁর স্ত্রী ইফ্রাথার জ্যেষ্ঠপুত্র হুর। হুরের পুত্র শোবল কিরিয়াৎ-জিয়ারিম নগর প্রতিষ্ঠা করেন। 51তাঁর দ্বিতীয় পুত্র সল্‌ম বেথলেহেম নগর পত্তন করেন। তৃতীয় পুত্র হারেফ বেথ-গাজার নগর পত্তন কেরন।
52কিরিয়াৎ-জিয়ারিমের প্রতিষ্ঠাতা শোবল হরোয়া এবং মুনহোৎ-এর অর্ধেক অধিবাসীর পূর্বপুরুষ ছিলেন। 53কিরিয়াৎ-জিয়ারিমের নিম্নলিখিত উপজাতীয়দেরও পূর্ব পুরুষ ছিলেন তিনি: যিথ্রিয়, পুথিয়, সুমাথীয় ও মিসরাথীয়। সোরাহ্ ও ইশটাওল জনপদের অধিবাসীরা এইসব উপজাতীয়দের বংশধর।
54বেথলেহেমের প্রতিষ্ঠাতা সল্‌ম অটরোৎ বেথযোয়াবের নটোফা নামে জনপদের অধিবাসীদের এবং মনাহৎ-এর দুই গোষ্ঠীর অন্যতম সরা গোষ্ঠীর পূর্বপুরুষ।
55তিরিয়াথী, শিমিয়াথী ও সুখাথী উপজাতির লোকেরা যাবেষ নগরে বাস করত। এরা ছিল দক্ষ লিপিকার ও নকলনবীশ। কেনীয় উপজাতির লোক, যারা রেখবী গোষ্ঠীর সঙ্গে মিশ্র বিবাহের সম্পর্ক স্থাপন করেছিল—এরা ছিল তাদেরই বংশধর।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.