1
ইশাইয়া 6:8
Kitabul Mukkadas
তারপর আমি দীন-দুনিয়ার মালিকের কথা শুনতে পেলাম। তিনি বললেন, “আমি কাকে পাঠাব? আমাদের পক্ষ হয়ে কে যাবে?” আমি বললাম, “এই যে আমি, আপনি আমাকে পাঠান।”
Vergleichen
Studiere ইশাইয়া 6:8
2
ইশাইয়া 6:3
তাঁরা একে অন্যকে ডেকে বলছিলেন, “আল্লাহ্ রাব্বুল আলামীন পবিত্র, পবিত্র, পবিত্র; তাঁর মহিমায় গোটা দুনিয়া পরিপূর্ণ।” ॥স
Studiere ইশাইয়া 6:3
3
ইশাইয়া 6:5
তখন আমি বললাম, “হায়, আমি ধ্বংস হয়ে গেলাম, কারণ আমার মুখ নাপাক এবং আমি এমন লোকদের মধ্যে বাস করি যাদের মুখ নাপাক। আমি নিজের চোখে বাদশাহ্কে, আল্লাহ্ রাব্বুল আলামীনকে দেখেছি।”
Studiere ইশাইয়া 6:5
4
ইশাইয়া 6:1
যে বছরে বাদশাহ্ উষিয় ইন্তেকাল করলেন সেই বছরে আমি দেখলাম দীন-দুনিয়ার মালিক খুব উঁচু একটা সিংহাসনে বসে আছেন। তাঁর রাজ-পোশাকের নীচের অংশ দিয়ে বায়তুল-মোকাদ্দস পূর্ণ ছিল।
Studiere ইশাইয়া 6:1
5
ইশাইয়া 6:7
সেই কয়লাটা তিনি আমার মুখে ছুঁইয়ে বললেন, “দেখ, এটা তোমার মুখ ছুঁয়েছে; তোমার অন্যায় দূর করা হয়েছে এবং তোমার গুনাহ্ মুছে ফেলা হয়েছে।”
Studiere ইশাইয়া 6:7
6
ইশাইয়া 6:2
তাঁর উপরে ছিলেন কয়েকজন সরাফ; তাঁদের প্রত্যেকের ছয়টা করে ডানা ছিল- দু’টি ডানা দিয়ে তাঁরা মুখ আর দু’টি ডানা দিয়ে পা ঢেকে ছিলেন এবং আর দু’টি ডানা দিয়ে তাঁরা উড়ছিলেন।
Studiere ইশাইয়া 6:2
7
ইশাইয়া 6:6
তখন একজন সরাফ হাতে একটা জ্বলন্ত কয়লা নিয়ে আমার কাছে উড়ে আসলেন; কয়লাটা তিনি ধূপগাহের উপর থেকে চিম্টা দিয়ে নিয়েছিলেন।
Studiere ইশাইয়া 6:6
8
ইশাইয়া 6:9
তিনি বললেন, “তুমি গিয়ে এই লোকদের বল, ‘তোমরা শুনতে থেকো কিন্তু বুঝো না, দেখতে থেকো কিন্তু জেনো না।’ ”
Studiere ইশাইয়া 6:9
9
ইশাইয়া 6:10
তারপর তিনি আমাকে আরও বললেন, “তুমি এই লোকদের দিল অসাড় কর, তাদের কান বন্ধ কর, আর তাদের চোখও বন্ধ করে দাও। তা না হলে তারা চোখে দেখবে, কানে শুনবে, দিলে বুঝবে আর তওবা করে সুস্থ হবে।”
Studiere ইশাইয়া 6:10
Home
Bibel
Lesepläne
Videos