লুক 24

24
যীশুর পুনরুত্থান
(মথি 28:1-10; মার্ক 16:18; যোহন 20:1-10)
1সপ্তাহের প্রথমদিন, রবিবারে খুব ভোরে সেই মহিলারা যে সুগন্ধি মশলা তৈরী করেছিলেন, তাই নিয়ে সমাধির কাছে গেলেন।#মথি 28:1-8; মার্ক 16:1-8; যোহন 20:1-13 2গিয়ে দেখলেন, সমাধির মুখ থেকে পাথরখানা সরানো রয়েছে, 3কিন্তু ভিতরে গিয়ে তাঁরা যীশুর দেহ দেখতে পেলেন না। 4এতে তাঁরা যখন হতবুদ্ধি হয়ে পড়লেন, সেই সময় হঠাৎ উজ্জ্বল পোষাক পরা দুজন ব্যক্তি তাঁদের পাশে এসে দাঁড়ালেন। 5তাঁরা ভয় পেয়ে মাটিতে পড়ে তাঁদের বললেন, মৃতদের মধ্যে কেন তোমরা জীবিত লোককে খুঁজে বেড়াচ্ছ? 6-7গালীলে যখন তিনি ছিলেন, মনে করে দেখ, তিনি বলেছিলেন যে, পাপীদের হাতে মানবপুত্রকে সমর্পিত হতে হবে এবং ক্রুশে বিদ্ধ হতে হবে। তারপর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন।#মথি 17:22-23 8তখন তাঁর সেই কথা তাঁদের মনে পড়ল। 9সমাধি থেকে তাঁরা ফিরে গিয়ে এগারো জন শিষ্য ও আর অন্যান্যদের এ সমস্ত কথা বললেন। 10এই মহিলাদের মধ্যে ছিলেন মাগদালা নিবাসী মরিয়ম, যোহান্না এবং যাকোবের মা মরিয়ম। তাঁরা অন্যান্যদের সঙ্গে প্রেরিতদের কাছে এই ঘটনার কথা বলেলন।#লুক 8:2-3 11কিন্তু প্রেরিতরা তাঁদের এই সমস্ত কথা নিছক গল্প বলে মনে করলেন, তাই তাঁরা তাঁদের কথায় বিশ্বাস করলেন না।#24:11 অন্যান্য প্রাচীন পাণ্ডুলিপিতে এই পদটি পাওয়া যায়। 12কিন্তু পিতর উঠে সমাধির কাছে ছুটে গেলেন এবং ভিতরে ঝুঁকে দেখলেন, সেখানে কাপড়-চোপড় ছাড়া আর কিছুই নেই। এই ঘটনা দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে বাড়ি ফিরে গেলন।
ইম্মায়ূর পথে
(মার্ক 16:12-13)
13-14সেই দিনই যীশুর শিষ্যদের মধ্যে দুজন জেরুশালেম থেকে প্রায় সাত মাইল দূরে ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন এবং যেতে যেতে যে সমস্ত ঘটনা ঘটে গেল সেই সব আলাপ-আলোচনা করছিলেন। যখন তাঁরা দুজনে এইসব আলাপ-আলোচনা করছিলেন, #মার্ক 16:12-13 15সেই সময় যীশু তাঁদের কাছে এসে তাঁদের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। 16কিন্তু তাঁদের দৃষ্টি রুদ্ধ থাকায় তাঁরা তাঁকে চিনতে পারলেন না।#যোহন 20:14; 21:4 17তিনি তাঁদের বললেন, তোমরা পথ চলতে চলতে কি বিষয় আলোচনা করছ? বিষণ্ণ মুখে তাঁরা দাঁড়িয়ে পড়লেন। 18তাঁদের মধ্যে যাঁর নাম ক্লিওপা, তিনি বললেন, আপনিই দেখছি জেরুশালেমের একমাত্র প্রবাসী যিনি এই কয়দিনে সেখানে যা ঘটে গেছে তার কিছুই জানেন না। 19তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ঘটেছে? তাঁরা বললেন, নাসরতের যীশু সম্পর্কিত ঘটনা। সমস্ত লোক তাঁকে ঈশ্বর-প্রেরিত নবী বলে গণ্য করত। তাঁর কথা ও কাজ অসীম ক্ষমতা সম্পন্ন।#মথি 21:11 20আমাদের পুরোহিতদের নেতৃবৃন্দ এবং সমাজপতিরা মৃত্যুদণ্ডের যোগ্য অভিযোগে তাঁকে ধরিয়ে দিয়েছেন এবং তাঁকে ক্রুশে বিদ্ধ করেছেন। 21আমরা আশা করেছিলাম যে তিনিই সেই ব্যক্তি, যিনি ইসরায়েল জাতিকে উদ্ধার করবেন। আজ তিন দিন হল, এই সব ঘটনা ঘটেছে।#লুক 1:68; 2:38; 19:11; প্রেরিত 1:6 22তার উপর আবার আমাদের দলের কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করে দিয়েছে। ভোর বেলায় ওরা তাঁর সমাধিতে গিয়েছিল,#লুক 24:1-11 23কিন্তু সেখানে তারা তাঁর দেহ দেখতে পায়নি। ফিরে এসে বলেছে যে তারা নাকি স্বর্গদূতদের দর্শন পেয়েছে। সেই দূতেরা তাদের বলেছেন যে তিনি বেঁচে উঠেছেন। 24আমাদের কয়েকজন তাঁর রসমাধিতে গিয়ে তাঁকে দেখতে পায়নি।#লুক 24:12; যোহন 20:3-10 25যীশু তাঁদের বললেন, কি নির্বোধ তোমরা। নবীরা এ সম্পর্কে যে সব কথা বলেছেন তা বিশ্বাস করতে তোমাদের এত দ্বিধা কেন? 26স্বমহিমায় প্রতিষ্ঠিত হওয়ার আগে খ্রীষ্টের এই দুঃখবরণ কি একান্ত প্রয়োজন ছিল না? 27তিনি তখন মোশি থেকে আরম্ভ করে সমস্ত নবী তাঁর বিষয় যে কথা বলে গেছেন এবং সমস্ত শাস্ত্রে তাঁর সম্বন্ধে যে সব কথা আছে, সমস্ত ব্যাখ্যা করে তাঁদের বুঝিয়ে দিলেন।#যোহন 5:39; প্রেরিত 8:35; 3:18 28যে গ্রামে তাঁরা যাচ্ছিলেন, সেই গ্রামের কাছে পৌঁছালে তিনি আরও দূরে যাবার ভাব দেখালেন, 29তাঁরা তখন তাঁকে অনেক সাধাসাধি করে বললেন, আর বেলা নেই, সন্ধ্যে ঘনিয়ে এসেছে, আজ আপনি আমাদের সঙ্গে থাকুন! তিনি তখন তাঁদের সঙ্গে তাঁদের বাড়িতে গেলেন। 30যীশু তাঁদের সঙ্গে খেতে বসে রুটি নিয়ে আশীর্বাণী উচ্চারণ করলেন এবং সেই রুটি টুকরো করে তাঁদের দিলেন।#লুক 22:19 31সেই মুহূর্তে তাঁদের চোখ খুলে গেল। তাঁরা তাঁকে চিনতে পারলেন। সঙ্গে সঙ্গে যীশু তাঁদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। 32তাঁরা তখন পরস্পর বলতে লাগলেন, পথে যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং শাস্ত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তরে এক আবেগের উত্তাপ অনুভব করছিলাম না? 33তখনই তাঁরা জেরুশালেমে ফিরে গেলন। সেখানে গিয়ে দেখলেন যে সেই এগারোজন শিষ্য ও তাঁদের অন্যান্য সঙ্গীরা একত্র হয়ে বলাবলি করছেন, 34বাস্তবিকই প্রভু পুনরুত্থিত হয়েছেন এবং শিমোনকে দেখা দিয়েছেন।#১ করি 15:4-5 35তখন তাঁরাও পথে যা যা ঘটেছিল এবং রুটি খণ্ড করার পর কিভাবে তাঁকে তাঁরা চিনতে পেরেছিলেন, সেইসব কথা বললেন।
শিষ্যদের সামনে যীশুর পুনরাবির্ভাব
(মথি 28:16-20; মার্ক 16:14-18; যোহন 20:19-23; প্রেরিত 1:6-8)
36এই সমস্ত কথা তাঁরা বলছেন, তখন যীশু স্বয়ং তাঁদের মাঝখানে এসে দাঁড়ালেন।#মার্ক 16:14-18; যোহন 20:19-23; ১ করি 15:5 37তাঁকে দেখে তাঁরা ভীত চকিত হয়ে ভাবলেন যে তাঁরা ভূত দেখছেন।#মথি 14:26 38যীশু তখন তাঁদের বললেন, কেন ভয় পাচ্ছ তোমরা? কেনই বা তোমদের সংশয় দেখা দিচ্ছে? 39এই দেখ আমার হাত, পা, এ আমি স্বয়ং, আমাকে ছুঁয়ে দেখ —অপদেবতার আমার মত অস্থি মাংস নেই। 40(এই বলে তিনি নিজের হাত, পা তাঁদের দেখালেন।) 41বিস্ময় ও আনন্দে আত্মহারা হলেও তখনও তাঁরা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তাঁদের বললেন,#যোহন 21:5-10 42তোমাদের কাছে খাবার কিছু আছে? 43তাঁরা তাঁকে এক টুকরো ভাজা মাছ দিলেন। তিনি তাঁদের চোখের সামনেই সেই মাছ খেলেন। 44তারপর তাঁদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে আমি বলেছিলাম যে আমার সম্পর্কে মোশির বিধান শাস্ত্রে, নবীদের গ্রন্থে ও গীতসংহিতা যে সব কথা লেখা আছে —তার সবই পূর্ণ হবে।#লুক 9:22-44,45; 18:31-33 45শাস্ত্রবাক্য বুঝবার জন্য তিনি তাঁদের বুদ্ধির দ্বার খুলে দিলেন 46এবং বললেন, শাস্ত্রে এ কথাই লেখা আছে, খ্রীষ্টকে মৃত্যুবরণ করতে হবে, তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে তিনি পুনরুত্থিত হবেন#১ তিম 3:16; লুক 24:7-26 47এবং জেরুশালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে তাঁর নাম প্রচারিত হবে। তার ফলে মানুষ ঈশ্বরের পথে ফিরে আসবে ও পাপের ক্ষমা লাভ করবে। 48তোমরাই হবে এ সবের প্রত্যক্ষদর্শী।#প্রেরিত 5:32-42; যোহন 14:26; 15:26; 16:7; প্রেরিত 1:4 49মনে রেখ, আমি আমার পিতার প্রতিশ্রুত দান তোমাদের কাছে পাঠাব, তাই ঊর্ধ্বলোক থেকে শক্তিলাভ না করা পর্যন্ত তোমরা এই নগরেই থাকবে।
যীশুর স্বর্গারোহণ
(মার্ক 16:19-20; প্রেরিত 19:11)
50তারপর তিনি তাঁদের শহরের বাইরে বেথানি গ্রাম পর্যন্ত নিয়ে গেলেন।#মার্ক 16:19; প্রেরিত 1:4-14 51সেখানে তিনি হাত তুলে তাঁদের আশীর্বাদ করলেন এবং সেই অবস্থায়ই তাঁদের কাছ থেকে পৃথক হয়ে স্বর্গে উন্নীত হলেন। 52শিষ্যেরা মহানন্দে জেরুশালেমে ফিরে এলেন#মথি 28:9; যোহন 14:28; 16:22; 20:17 53এবং অবিরত মন্দিরে ঈশ্বরের প্রশংসা ও স্তুতিগানে ব্যাপৃত থাকলেন।

Valgt i Øjeblikket:

লুক 24: BENGALCL-BSI

Markering

Del

Kopiér

None

Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind