পয়দায়েশ ভূমিকা
ভূমিকা
পবিত্র কিতাবুল মোকাদ্দসের অন্তর্গত তৌরাত শরীফের প্রথম সিপারাটি হল পয়দায়েশ বা সৃষ্টির বিবরণ। এতে আছে পুরুষ, স্ত্রীলোক, বিয়ে, গুনাহ্, কোরবানী, শহর, ব্যবসা, চাষবাস, গান-বাজনা, এবাদত, বিভিন্ন ভাষা, জাতি ও দেশ ইত্যাদির সৃষ্টি ও শুরুর লিখিত বিবরণ। প্রথম ১১ রুকুতে এই সব বিষয়ের শুরুর কথা লেখা আছে। ১২-৫০ রুকুতে ইসরাইল জাতির সৃষ্টির কথা বলা হয়েছে। আদিপিতা হযরত ইব্রাহিম (আঃ) এবং তাঁর ছেলে ইসহাক (আঃ) ও তাঁর নাতি ইয়াকুব (আঃ)-এর জীবনী এবং হযরত ইয়াকুবের বারোজন ছেলে বিশেষ করে হযরত ইউসুফ (আঃ)-এর জীবনী থেকে যে ইতিহাস পাওয়া যায় তা থেকে পাঠকেরা উৎসাহ লাভ করে। বাকী পাক-কিতাবগুলো ঠিকভাবে বুঝবার জন্য পয়দায়েশ সিপারাটা ভাল করে জানা দরকার। পয়দায়েশ হল তৌরাত শরীফের পাঁচটা সিপারার মধ্যে প্রথম সিপারা। এই পাঁচটা সিপারাকে একসংগে মাঝে মাঝে মূসার শরীয়তও বলা হয়।
বিষয় সংক্ষেপ:
(ক) দুনিয়ার ইতিহাসের শুরু (১-১১ রুকু)
(১) সৃষ্টি (১ ও ২ রুকু)
(২) হযরত আদম (আঃ) ও বিবি হাওয়ার গুনাহ্ (৩ রুকু)
(৩) হাবিল ও কাবিল (৪ রুকু)
(৪) হযরত শিস (আঃ) ও তাঁর বংশধরেরা (৫ রুকু)
(৫) মহাবন্যার বিবরণ (৬-৮ রুকু)
(৬) হযরত নূহ্ (আঃ) ও তাঁর ছেলেরা (৯ রুকু)
(৭) বিভিন্ন জাতি ও ব্যাবিলনের উঁচু ঘর (১০ ও ১১ রুকু)
(খ) ইসরাইল জাতির আদিপিতারা (১২-৫০ রুকু)
(১) হযরত ইব্রাহিম (আঃ) (১২:১-২৫:১০ আয়াত)
(২) হযরত ইসহাক (আঃ) (২৫:১১-২৬:৩৫ আয়াত)
(৩) হযরত ইয়াকুব (আঃ) (২৭-৩৬ রুকু)
(৪) হযরত ইউসুফ (আঃ) (৩৭-৫০ রুকু)
Dewis Presennol:
পয়দায়েশ ভূমিকা: MBCL
Uwcholeuo
Rhanna
Copi
Eisiau i'th uchafbwyntiau gael eu cadw ar draws dy holl ddyfeisiau? Cofrestra neu mewngofnoda
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006