আসুন একসাথে বাইবেল পড়ি (এপ্রিল)নমুনা
Scripture
About this Plan
একটি ১২ পর্ব সিরিজের চতুর্থ পর্ব, এই পরিকল্পনাটি সমাজকে ৩৬৫ দিনে নেতৃত্ব দিয়ে সমগ্র বাইবেলের মধ্যে দিয়ে নিয়ে যায়। প্রতি মাসে আপনি একটি নতুন অংশ শুরু করার সময় অন্যদের যোগদানের জন্য আমন্ত্রণ জানান। এই সিরিজটি অডিও বাইবেলগুলির সাথে ভাল কাজ করে- প্রতিদিন ২০ মিনিটের কম সময়ে শুনে নিতে পারহেন! প্রতিটি পর্বে পুরাতন ও নতুন নিয়মের অধ্যায়গুলি কে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মাঝে ছড়িয়ে আছে গীতসংহিতার অংশ। এই চতুর্থ অংশটি মথি ও ইয়োবের বইগুলি নিয়ে গড়ে উঠেছে।
More
We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church