YouVersion Logo
Search Icon

জবুর 54

54
কাওয়ালী পরিচালকের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। হযরত দাউদের মস্কীল-কাওয়ালী। সীফীয়রা গিয়ে যখন বাদশাহ্‌ তালুতকে জানাল যে, হযরত দাউদ তাদের মধ্যে লুকিয়ে আছেন, কাওয়ালীটি সেই সময়কার।
1হে আল্লাহ্‌, তোমার ক্ষমতা দ্বারা তুমি আমাকে উদ্ধার কর;
আমি যে ন্যায়পথে আছি
তা তোমার শক্তির দ্বারা তুমি দেখিয়ে দাও।
2হে আল্লাহ্‌, তুমি আমার মুনাজাত শোন,
আমার মুখের কথায় কান দাও।
3অন্য জাতির লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;
জুলুমবাজেরা আমার প্রাণ নেবার চেষ্টা করছে;
আল্লাহ্‌র প্রতি এই লোকদের কোন ভয় নেই। [সেলা]
4আল্লাহ্‌ আমাকে সাহায্য করেন;
দীন-দুনিয়ার মালিকই আমাকে ধরে রাখেন।
5শত্রুরা আমার যে ক্ষতি করেছে
তা তিনি তাদের ঘাড়েই ফিরিয়ে দেবেন;
হে মালিক, তোমার বিশ্বস্ততায় তুমি তাদের ধ্বংস করে দাও।
6আমি নিজের ইচ্ছায় তোমার উদ্দেশে পশু-কোরবানী দেব;
হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমি মেহেরবান।
7আমার সমস্ত বিপদ থেকে
তিনিই আমাকে উদ্ধার করেছেন;
আমি নিজের চোখেই আমার শত্রুদের পরাজয় দেখেছি।

Currently Selected:

জবুর 54: MBCL

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in