YouVersion Logo
Search Icon

ফিলিপীয় ভূমিকা

ভূমিকা
ফিলিপী শহরের জামাতের কাছে হযরত পৌলের লেখা চিঠিটা ছিল আনন্দের। এখানেই ইউরোপের মধ্যে প্রথম জামাত স্থাপিত হয়েছিল। এই জামাতটি ছিল উত্তর গ্রীসের মধ্যে রোমীয়দের অধীন ম্যাসিডোনিয়া প্রদেশে। ফিলিপীতে জেলে থাকবার দশ বছর পরে তিনি এই চিঠিটা লিখেছিলেন। সেখানে থাকবার সময় আল্লাহ্‌ তাঁর হয়ে এক অলৌকিক কাজ করেছিলেন (প্রেরিত ১৬:১৬-৩৪)। সবচেয়ে বড় অলৌকিক কাজ হল অল্প কয়েকদিনের মধ্যে বেশ কিছু লোক হযরত ঈসা মসীহের উপর ঈমান এনেছিল। সাহাবী পৌল যখন এই চিঠি লিখছিলেন তখন তিনি আবার জেলে ছিলেন। মসীহের পক্ষে অন্যান্য যারা কাজ করছিল তাদের বিরুদ্ধতার জন্য তিনি কষ্ট পাচ্ছিলেন এবং ফিলিপীতে ভুল শিক্ষা দেওয়ার দরুন অস্বস্তি বোধ করছিলেন। এই সব থাকলেও তাঁর মসীহের উপর নির্ভরতার ও মহা আনন্দের কথা তিনি তাদের জানিয়েছিলেন। তাঁর তবলিগ-যাত্রায় ফিলিপীয় ঈমানদারদের আর্থিক সাহায্যের জন্য শুকরিয়া জানানোই ছিল এই চিঠি লেখার বিশেষ উদ্দেশ্য। যদিও তিনি তাদের কাছে অল্প কিছুদিন ছিলেন তবুও তাঁর এই চিঠিতে পরিষ্কারভাবে বুঝা যায় যে, ফিলিপীয় জামাতের প্রতি তাঁর মহব্বত কত গভীর ছিল।
বিষয় সংক্ষেপ:
(ক) হযরত পৌলের সালাম, প্রশংসা ও মুনাজাত (১:১-১১ আয়াত)
(খ) হযরত পৌলের ব্যক্তিগত অবস্থা (১:১২-২৬ আয়াত)
(গ) মসীহের আদর্শ অনুসারে চলা (১:২৭-২:১৮ আয়াত)
(ঘ) হযরত তীমথিয় ও ইপাফ্রদীতের দৃষ্টান্ত (২:১৯-৩০ আয়াত)
(ঙ) ভুল ওস্তাদদের সম্বন্ধে সাবধান করা (৩:১-৪:৯ আয়াত)
(চ) ফিলিপীয় জামাতের উপহারের জন্য হযরত পৌলের শুকরিয়া (৪:১০-২০ আয়াত)
(ছ) শেষ সালাম ও দোয়া (৪:২১-২৩ আয়াত)

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in