YouVersion Logo
Search Icon

ইশাইয়া 9

9
আমাদের জন্য একটি শিশুর জন্ম
1কিন্তু যারা আগে কষ্টের মধ্যে ছিল তাদের জন্য অন্ধকার আর থাকবে না। আগেকার দিনে আল্লাহ্‌ সবূলূন ও নপ্তালি এলাকাকে নীচু করেছিলেন, কিন্তু ভবিষ্যতে সমুদ্রের কিনারার রাস্তা থেকে ধরে জর্ডান নদীর পূর্ব পারের এলাকা পর্যন্ত অ-ইহুদীদের গালীলকে তিনি সম্মানিত করবেন।
2যে লোকেরা অন্ধকারে চলে তারা মহা নূর দেখতে পাবে;
যারা ঘন অন্ধকারের দেশে বাস করে
তাদের উপর সেই নূর জ্বলবে।
3তুমি সেই জাতিকে বড় করবে
আর বাড়িয়ে দেবে তাদের আনন্দ;
ফসল কাটার সময় লোকে যেমন আমোদ করে,
লুটের মাল ভাগের সময় যেমন আনন্দ করে,
তেমনি করেই তারা তোমার সামনে আনন্দ করবে।
4মাদিয়ানের হেরে যাওয়ার দিনে যেমন তুমি করেছিলে,
তেমনি করেই তুমি চুরমার করে দেবে
সেই জোয়াল, যা তাদের উপর ভার হয়ে আছে,
সেই লাঠি, যা তাদের আঘাত করে,
সেই জাতি, যে তাদের উপর জুলুম করে।
5যুদ্ধ করতে আসা প্রত্যেকজন যোদ্ধার জুতা,
রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
6এই সমস্ত হবে,
কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন,
একটি পুত্র আমাদের দেওয়া হবে।
শাসন করবার ভার তাঁর কাঁধের উপর থাকবে,
আর তাঁর নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী আল্লাহ্‌,
চিরস্থায়ী পিতা, শান্তির বাদশাহ্‌।
7তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না।
তিনি দাউদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে রাজত্ব করবেন;
তিনি সেই সময় থেকে চিরকালের জন্য
ন্যায়বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেন
ও স্থির করবেন।
আল্লাহ্‌ রাব্বুল আলামীনই গভীর আগ্রহে এই সমস্ত করবেন।
বনি-ইসরাইলদের উপর আল্লাহ্‌র রাগ
8ইয়াকুবের বিরুদ্ধে দীন-দুনিয়ার মালিক একটা সংবাদ পাঠিয়েছেন; তা ইসরাইলের উপর ঘটবে। 9আফরাহীম ও সামেরিয়ার সব বাসিন্দারা তা জানতে পারবে। তারা অহংকার ও দিলের গর্বের সংগে বলে, 10“ইটগুলো পড়ে গেছে, কিন্তু আমরা তা আবার সুন্দর করে কাটা পাথর দিয়ে গড়ব; সব ডুমুর গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে লাগাব এরস গাছ।” 11কিন্তু মাবুদ তো রৎসীনের বিরুদ্ধে তার শত্রুদের শক্তিশালী করেছেন আর তার বিরুদ্ধে তাদের উত্তেজিত করেছেন। 12পূর্ব দিক থেকে সিরীয়রা আর পশ্চিম দিক থেকে ফিলিস্তিনীরা মুখ হা করে ইসরাইলকে গিলে ফেলবে। এই সব হলেও তাঁর রাগ থামবে না। এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
13কিন্তু যিনি তাদের আঘাত করেছেন তাঁর কাছে লোকেরা ফিরে আসে নি, আল্লাহ্‌ রাব্বুল আলামীনের ইচ্ছামত চলে নি। 14কাজেই মাবুদ ইসরাইলের খেজুরের ডাল ও নল-খাগড়া, অর্থাৎ মাথা ও লেজ একই দিনে কেটে ফেলবেন। 15সেই মাথা হল বৃদ্ধ নেতারা ও সম্মানিত লোকেরা, আর লেজ হল মিথ্যা শিক্ষাদানকারী নবীরা। 16যারা এই জাতির লোকদের পথ দেখায় তারা তাদের ভুল পথে নিয়ে যায়; যারা তাদের পিছনে চলে তারা বুঝতে পারছে না তারা কোথায় যাচ্ছে। 17কাজেই দীন-দুনিয়ার মালিক যুবকদের নিয়ে কোন আনন্দ পাবেন না, আর এতিম ও বিধবাদের প্রতি তিনি কোন মমতা করবেন না; কারণ সবাই আল্লাহ্‌র প্রতি ভয়হীন ও দুষ্ট, সবাই খারাপ কথা বলে। এই সব হলেও তাঁর রাগ থামবে না; এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
18সত্যিই দুষ্টতা আগুনের মত জ্বলে, তা কাঁটাঝোপ আর কাঁটাগাছ পুড়িয়ে ফেলে। তা বনের সব ঘন ঝোপ জ্বালিয়ে দেয় আর তাতে ধোঁয়ার থাম পাক খেয়ে খেয়ে উপরে ওঠে। 19আল্লাহ্‌ রাব্বুল আলামীনের ভীষণ রাগে দেশ ঝল্‌সে যাবে, আর লোকেরা হবে আগুনের জন্য জ্বালানী কাঠের মত। কেউ তার ভাইকে পর্যন্ত মমতা করবে না। 20এপাশে যা আছে তা তারা গিলতে থাকবে, কিন্তু তবুও খিদে মিটবে না; ওপাশে যা আছে তা খেতে থাকবে, কিন্তু তৃপ্ত হবে না। শেষে প্রত্যেকে নিজের লোকদের গোশ্‌ত খাবে- 21মানশা আফরাহীমের আর আফরাহীম মানশার গোশ্‌ত খাবে, আর তারা একসংগে এহুদার বিরুদ্ধে উঠবে। এই সব হলেও তাঁর রাগ থামবে না; এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।

Currently Selected:

ইশাইয়া 9: MBCL

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in