YouVersion Logo
Search Icon

ইহিস্কেল 19

19
ইসরাইলের শাসনকর্তাদের জন্য দুঃখ প্রকাশ
1মাবুদ আমাকে বললেন, “তুমি ইসরাইলের শাসনকর্তাদের জন্য বিলাপ করে বল,
2‘সিংহদের মধ্যে তোমার মা ছিল সেরা সিংহী।
সে যুব সিংহদের মধ্যে শুয়ে থাকত;
তার বাচ্চাদের সে লালন-পালন করত।
3তার একটা বাচ্চা বড় হয়ে
শক্তিশালী সিংহ হয়ে উঠল।
সে পশু শিকার করতে শিখল
আর মানুষ খেতে লাগল।
4জাতিরা তার বিষয় শুনতে পেল;
সে তাদের গর্তে ধরা পড়ল।
তারা তার নাকে কড়া লাগিয়ে
মিসর দেশে নিয়ে গেল।
5“ ‘সেই সিংহী দেখল তার আশা পূর্ণ হল না;
সে যা চাইছিল তা হল না;
তখন সে তার আর একটা বাচ্চা নিয়ে
তাকে শক্তিশালী করে তুলল।
6সেই বাচ্চা সিংহদের মধ্যে ঘোরাঘুরি করে
একটা শক্তিশালী সিংহ হয়ে উঠল।
সে পশু শিকার করতে শিখল
আর মানুষ খেতে লাগল।
7সে তাদের কেল্লাগুলো ভাঙ্গল
আর শহর সব ধ্বংস করে ফেলল।
তার গর্জনে দেশের সকলেই ভয় পেল।
8তখন তার চারপাশের জাতিরা তার বিরুদ্ধে আসল।
তারা তার জন্য তাদের জাল পাতল,
আর সে তাদের গর্তে ধরা পড়ল।
9নাকে কড়া লাগিয়ে তারা তাকে খাঁচায় রাখল
আর ব্যাবিলনের বাদশাহ্‌র কাছে নিয়ে গেল।
তারা তাকে কেল্লায় বন্ধ করে রাখল;
ইসরাইলের পাহাড়ে পাহাড়ে তার গর্জন আর শোনা গেল না।
10“ ‘তোমার মা পানির ধারে লাগানো একটা আংগুর গাছের মত;
প্রচুর পানি পাবার দরুন তা ছিল ফল ও ডালপালায় ভরা।
11তার ডালগুলো ছিল শক্ত,
শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত।
সেই গাছটা উঁচু হয়ে যেন মেঘ ছুঁলো;
সেইজন্য তার পাতা-ভরা ডালপালা সহজে নজরে পড়ল।
12কিন্তু মাবুদ তাঁর রাগে সেটা উপ্‌ড়ে মাটিতে ফেলে দিলেন।
পূবের বাতাসে সেটা কুঁকড়ে গেল,
তার ফল ঝরে পড়ল;
তার শক্ত ডালগুলো ভেংগে শুকিয়ে গেল,
আর আগুন তা পুড়িয়ে ফেলল।
13এখন সেটাকে মরুভূমিতে, শুকনা, পানিহীন দেশে লাগানো হয়েছে।
14তার গুঁড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ল;
তার ডাল ও ফল পুড়ে গেল।
শাসনকর্তার রাজদণ্ড হবার উপযুক্ত কোন শক্ত ডালই তাতে রইল না।’
“এটা একটা বিলাপ; দুঃখের কাওয়ালী হিসাবে এটা ব্যবহার করা হবে।”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in