YouVersion Logo
Search Icon

১ বাদশাহ্‌নামা ভূমিকা

ভূমিকা
প্রথম ও দ্বিতীয় বাদশাহ্‌নামা নামে কিতাব দু’টি প্রথমে একটা কিতাব ছিল। কিতাব দু’টি হল বনি-ইসরাইলদের চারশো বছরের ইতিহাস, অর্থাৎ বাদশাহ্‌ সোলায়মান (আঃ)-এর রাজত্ব থেকে শুরু করে বনি-ইসরাইলদের ব্যাবিলন দেশে বন্দী হয়ে যাওয়া পর্যন্ত ইতিহাস। পরবর্তীকালে বনি-ইসরাইলদের দেশ দু’ভাগ হয়ে গিয়েছিল- দক্ষিণে এহুদা ও উত্তরে ঈমান ত্যাগী ইসরাইল (আফরাহীমও বলা হত)। এই দুই রাজ্যের বাদশাহ্‌দের বিষয় বাদশাহ্‌নামা কিতাবগুলোতে লেখা আছে। এটা কেবলমাত্র ইতিহাস বই নয়। প্রথম ও দ্বিতীয় বাদশাহ্‌নামা কিতাবে বাদশাহ্‌দের রূহানী অবস্থার কথাও, অর্থাৎ তাঁরা কি মাবুদের এবাদত করতেন না কি প্রতিমার সংগে যুক্ত ছিলেন, সেই কথাও বলা হয়েছে। বাদশাহ্‌নামা কিতাবে নবী হযরত ইলিয়াস (আঃ) ও হযরত আল-ইয়াসা (আঃ)-এর কাজের কথা লেখা আছে। বাদশাহ্‌নামার একটা দরকারী শিক্ষা হল, আল্লাহ্‌ বাধ্যতার পুরস্কার দেন এবং ঈমান ত্যাগের শাস্তি দেন। গোটা বাদশাহ্‌নামার মধ্যে দেখা যায় দুই দল লোক বিখ্যাত। তাঁরা হলেন বাদশাহ্‌রা ও নবীরা।
বিষয় সংক্ষেপ:
(ক) বাদশাহ্‌ দাউদ (আঃ)-এর জীবনের শেষ দিনগুলো (১:১-২:১১ আয়াত)
(খ) বাদশাহ্‌ সোলায়মান (আঃ)-এর জাঁকজমকপূর্ণ রাজত্ব (২:১২-১১:৪৩ আয়াত)
(গ) ভাগ হয়ে যাওয়া জাতি: দু’টি রাজ্য (১২-২২ রুকু)

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in