YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 27

27
জবুর
হযরত দাউদের।
1মাবুদ আমার নূর, আমার উদ্ধার,
আমি কাকে ভয় করবো?
মাবুদ আমার জীবন দুর্গ,
আমি কাকে দেখে ত্রাসযুক্ত হব?
2দুর্বৃত্তরা যখন আমার মাংস খেতে কাছে এল,
তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা হোঁচট খেয়ে পড়লো।
3যদিও সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,
তবুও আমার অন্তঃকরণ ভয় পাবে না;
যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়,
তবুও, তখনও আমি সাহস করবো।
4মাবুদের কাছে আমি একটি বিষয় যাচ্ঞা করেছি,
আমি তারই খোঁজ করবো,
যেন জীবনের সমুদয় দিন মাবুদের গৃহে বাস করি,
মাবুদের সৌন্দর্য দেখবার জন্য,
ও তাঁর বায়তুল মোকাদ্দসে খোঁজ করার জন্য।
5কেননা বিপদের দিনে তিনি তাঁর কাঁধে আমাকে লুকিয়ে রাখবেন,
তাঁর তাঁবুর অন্তরালে আমাকে লুকিয়ে রাখবেন;
তিনি শৈলের উপরে আমাকে স্থাপন করবেন।
6আর এখন আমার চারদিকের দুশমনদের চেয়ে আমার মাথা উন্নত হবে,
আমি তাঁর তাঁবুতে আনন্দধ্বনির সঙ্গে উৎসর্গ করবো,
আমি মাবুদের উদ্দেশে প্রশস্তি ও গজল গাইব।
7হে মাবুদ, শোন, আমি স্বরবে আহ্বান করি;
আমার প্রতি রহম কর, আমাকে উত্তর দাও।
8আমার অন্তর তোমাকে বললো, ‘তাঁর মুখের খোঁজ কর’;
মাবুদ, আমি তোমার খোঁজ করবো।
9আমা থেকে তোমার মুখ আচ্ছাদন করো না।
ক্রোধে তোমার গোলামকে দূর করো না;
তুমি আমার সহায় হয়ে আসছ;
হে আমার উদ্ধারের আল্লাহ্‌,
আমাকে ফেলে দিও না, ত্যাগ করো না।
10আমার পিতা-মাতা আমাকে ত্যাগ করেছেন,
কিন্তু মাবুদ আমাকে তুলে নেবেন।
11হে মাবুদ, তোমার পথ আমাকে শেখাও,
সমান পথে আমাকে গমন করাও,
আমার দুশমনদের জন্য তা কর।
12আমার বিপক্ষদের ইচ্ছার হাতে আমাকে তুলে দিও না;
কেননা মিথ্যাসাক্ষীরা আমার বিরুদ্ধে উঠেছে,
তাদের নিঃশ্বাসে নিষ্ঠুরতা বের হয়।
13আমি বিশ্বাস করেছি যে,
আমি জীবিতদের দেশেই মাবুদের মেহেরবানী দেখব।
14মাবুদের অপেক্ষায় থাক;
সাহস কর, তোমার অন্তঃকরণ সবল হোক;
হ্যাঁ, মাবুদেরই অপেক্ষায় থাক।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in