YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 23

23
জবুর
হযরত দাউদের কাওয়ালী।
1মাবুদ আমার পালক, আমার অভাব হবে না।
2তিনি তৃণভূষিত চরাণিতে আমাকে শয়ন করান,
তিনি শান্ত পানির ধারে ধারে আমাকে চালান।
3তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন,
তিনি নিজের নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান।
4যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গমন করবো,
তখনও অমঙ্গলের ভয় করবো না,
কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ,
তোমার পাঁচনী ও তোমার লাঠি আমাকে সান্ত্বনা দেয়।
5তুমি আমার দুশমনদের সাক্ষাতে
আমার সম্মুখে টেবিল সাজিয়ে থাক;
তুমি আমার মাথা তেলে সিক্ত করেছ;
আমার পানপাত্র উথলে পড়ছে।
6কেবল মঙ্গল ও করুণাই আমার জীবনের
সমস্ত দিন আমার অনুচর হবে,
আর আমি মাবুদের গৃহে চিরদিন বসতি করবো।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in