YouVersion Logo
Search Icon

শুমারী 7

7
পিতৃকুলপতিদের উপহার
1যেদিন মূসা শরীয়ত-তাঁবু স্থাপন সমাপ্ত করলেন এবং তা অভিষেক ও পাক-পবিত্র করলেন, আর তার সঙ্গেকার সমস্ত জিনিস এবং কোরবানগাহ্‌ ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র অভিষেক ও পবিত্র করলেন, 2সেদিন ইসরাইলের নেতৃবর্গ, পিতৃকুলপতিবর্গ উপহার আনলেন, এঁরা সমস্ত বংশের নেতা, এঁরা গণনা করা লোকদের জন্য নিযুক্ত ছিলেন। 3তাঁরা মাবুদের উদ্দেশে উপহার হিসেবে ছয়টি আচ্ছাদিত গরুর গাড়ি ও বারটি বলদ, দু’জন নেতার জন্য একটি ঘোড়ার গাড়ি ও প্রত্যেক জনের জন্য একটি করে বলদ এনে শরীয়ত-তাঁবুর সম্মুখে উপস্থিত করলেন। 4তখন মাবুদ মূসাকে বললেন, 5তুমি তাদের থেকে সেগুলো গ্রহণ কর। সেগুলো জমায়েত-তাঁবুর সেবাকর্ম করার জন্য গ্রহণ করা হবে, আর তুমি সেসব লেবীয়দেরকে দেবে; একেক জনকে নিজ নিজ সেবাকর্ম অনুসারে দেবে। 6পরে মূসা সেসব ঘোড়ার গাড়ি ও বলদ গ্রহণ করে লেবীয়দেরকে দিলেন। 7গের্শোনীয়দেরকে তাদের সেবা-কর্ম অনুসারে দু’টি গরুর গাড়ি ও চারটি বলদ, 8এবং মরারীয়দেরকে তাদের সেবা-কর্ম অনুসারে চারটি গরুর গাড়ি ও আটটি বলদ দিয়ে ইমাম হারুনের পুত্র ঈথামরের হাতে দিলেন। 9কিন্তু কহাতীয়দেরকে কিছুই দিলেন না, কেননা পবিত্র স্থানের সেবাকর্মের ভার তাদের উপরে ছিল; তারা কাঁধে করে ভার বহন করতো।
10পরে কোরবানগাহ্‌র অভিষেক-দিনে নেতৃবর্গ কোরবানগাহ্‌ প্রতিষ্ঠার উপহার আনলেন; ফলত সেই নেতৃবর্গ কোরবানগাহ্‌র সম্মুখে নিজ নিজ উপহার আনলেন। 11তখন মাবুদ মূসাকে বললেন, একেক জন নেতা একেক দিন কোরবানগাহ্‌ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ উপহার আনবে।
12প্রথম দিনে এহুদা বংশজাত অম্মীনাদবের পুত্র নহশোন তার উপহার আনলেন। 13তার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 14ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 15পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা; 16গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 17মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব অম্মীনাদবের পুত্র নহশোনের উপহার।
18দ্বিতীয় দিনে ইষাখরের নেতা সূয়ারের পুত্র নথনেল উপহার আনলেন। 19তিনি নিজের উপহার হিসেবে পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র খাবার নৈবেদ্যর জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 20ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 21পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা; 22গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 23ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব সূয়ারের পুত্র নথনেলের উপহার।
24তৃতীয় দিনে সবূলূন-বংশের লোকদের নেতা হেলোনের পুত্র ইলীয়াব উপহার আনলেন। 25তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 26ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 27পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়ার বাচ্চা; 28গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 29ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচ ভেড়া, পাঁচ ছাগল, এক বছর বয়সের পাঁচ ভেড়ার বাচ্চা; এ সব হেলোনের পুত্র ইলীয়াবের উপহার।
30চতুর্থ দিনে রূবেণ-বংশের লোকদের নেতা শদেয়ুরের পুত্র ইলীষুর উপহার আনলেন। 31তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 32ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 33পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড় একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা; 34গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 35ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব শদেয়ুরের পুত্র ইলীষুরের উপহার।
36পঞ্চম দিনে শিমিয়োন-সন্তানদের নেতা সূরীশদ্দয়ের পুত্র শনুমীয়েল উপহার আনলেন। 37তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 38ধূপে দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 39পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা; 40গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 41ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছরের পাঁচটি ভেড়ার বাচ্চা; এ সব সূরীশদ্দয়ের পুত্র শনুমীয়েলের উপহার।
42ষষ্ঠ দিনে গাদ-বংশের লোকদের নেতা দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ উপহার আনলেন। 43তার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 44ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 45পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা; 46গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 47ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছরের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব দ্যূয়েলের পুত্র ইলীয়াসফের উপহার।
48সপ্তম দিনে আফরাহীম-বংশের লোকদের নেতা অম্মীহূদের পুত্র ইলীশামা। 49তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 50ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 51পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা; 52গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 53মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এ সব অম্মীহূদের পুত্র ইলীশামার উপহার।
54অষ্টম দিনে মানাশা-বংশের লোকদের নেতা পদাহসূরের পুত্র গমলীয়েল উপহার আনলেন। 55তার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 56ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 57পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়ার বাচ্চা; 58গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 59ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছরের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব পদাহসূরের পুত্র গমলীয়েলের উপহার।
60নবম দিনে বিন্‌ইয়ামীন-বংশের লোকদের নেতা গিদিয়োনির পুত্র অবীদান উপহার আনলেন। 61তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 62ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 63পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়ার বাচ্চা; 64গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 65ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছরের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব গিদিয়োনির পুত্র অবীদানের উপহার।
66দশম দিনে দান-বংশের লোকদের নেতা অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর। 67তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 68ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 69পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়ার বাচ্চা; 70গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 71ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছরের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষরের উপহার।
72একাদশ দিনে আশের-বংশের লোকদের নেতা অক্রণের পুত্র পগীয়েল উপহার আনলেন। 73তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 74ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 75পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়ার বাচ্চা; 76গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 77ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এ সব অক্রণের পুত্র পগীয়েলের উপহার।
78বারো দিনের দিন নপ্তালি-বংশের লোকদের নেতা ঐননের পুত্র অহীরঃ উপহার আনলেন। 79তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ; 80ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ; 81পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা; 82গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল; 83ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব ঐননের পুত্র অহীরের উপহার।
84কোরবানগাহ্‌ অভিষেকের দিনে কোরবানগাহ্‌-প্রতিষ্ঠার জন্য ইসরাইলের নেতৃবর্গ এই সমস্ত উপহার দিলেন; রূপার বারো থালা, রূপার বারো বাটি, সোনার বারো চামচ। 85তার প্রত্যেক থালা এক শত ত্রিশ (শেকল) এবং প্রত্যেক বাটি সত্তর সেকল; এসব পাত্রের রূপা পবিত্র স্থানের শেকল অনুসারে মোট দুই হাজার চার শত (শেকল) পরিমিত। 86ধূপে পরিপূর্ণ সোনার বারোটি চামচ, প্রত্যেক চামচ পবিত্র স্থানের শেকল অনুসারে দশ (শেকল) পরিমিত; মোট এসব চামচের সোনা এক শত বিশ (শেকল) পরিমিত। 87পোড়ানো-কোরবানীর জন্য মোট বারোটি গরু, বারোটি ভেড়া, এক বছরের বারোটি ভেড়ার বাচ্চা ও তাদের শস্য-উৎসর্গ এবং গুনাহ্‌-কোরবানীর জন্য বারোটি ছাগল। 88আর মঙ্গল-কোরবানীর জন্য মোট চব্বিশটি গরু, ষাটটি ভেড়া, ষাটটি ছাগল, এক বছরের ষাটটি ভেড়ার বাচ্চা; এসব কোরবানগাহ্‌র অভিষেকের পরে কোরবানগাহ্‌-প্রতিষ্ঠার উপহার।
89আর মূসা যখন আল্লাহ্‌র সঙ্গে কথা বলতে জমায়েত-তাঁবুতে প্রবেশ করতেন তখন আল্লাহ্‌ সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ গুনাহ্‌ আবরণ থেকে, সেই দুই কারুবীর মধ্য থেকে, তাঁর কণ্ঠস্বর শুনতে পেতেন; এভাবে মাবুদ তাঁর সঙ্গে কথা বলতেন।

Currently Selected:

শুমারী 7: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in