শুমারী 23
23
ইসরাইলের বিষয়ে বালামের ভবিষ্যদ্বাণী
1পরে খুব ভোরে বালাক বালামকে নিয়ে গিয়ে বালের উচ্চস্থলীতে উঠলেন। সেই স্থান থেকে সে (ইসরাইল) জাতির অংশ বিশেষ দেখতে পেল। আর বালাম বালাককে বললো, আপনি এই স্থানে আমার জন্য সাতটি কোরবানগাহ্ তৈরি করুন এবং এই স্থানে আমার জন্য সাতটি ষাঁড় ও সাতটি ভেড়ার আয়োজন করুন। 2তাতে বালামের কথা অনুসারে বালাক সেরকম করলেন; তখন বালাক ও বালাম এক একটি কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন। 3পরে বালাম বালাককে বললো, আপনি আপনার পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে থাকুন। আমি যাই, হয়তো মাবুদ আমার কাছে দেখা দেবেন; তা হলে তিনি আমাকে যা জানাবেন তা আমি আপনাকে বলবো। পরে সে পর্বতের উপরে গমন করলো। 4তখন আল্লাহ্ বালামকে দেখা দিলে সে তাঁকে বললো, আমি সাতটি কোরবানগাহ্ প্রস্তুত করেছি; আর এক একটি কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করেছি। 5তখন মাবুদ বালামের মুখে একটি কালাম দিয়ে বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল। 6তাতে সে তাঁর কাছে ফিরে গেল; আর দেখ, মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে বালাক তাঁর পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে ছিলেন; 7তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো,
বালাক অরাম দেশ থেকে
আমাকে আনালেন,
মোয়াবের বাদশাহ্ পূর্ব দিকের পর্বতমালা
থেকে আনালেন;
এসো, আমার জন্য ইয়াকুবকে
অভিশাপ দাও,
এসো, ইসরাইলকে বদদোয়া দাও।
8আল্লাহ্ যাকে অভিশাপ দেন নি,
আমি কিভাবে তাকে অভিশাপ দেব?
মাবুদ যাকে বদদোয়া দেন নি,
আমি কিভাবে তাকে বদদোয়া দেব?
9আমি শৈলের শৃঙ্গ থেকে ওকে দেখছি,
পাহাড়গুলো থেকে ওকে দর্শন করছি;
দেখ, ঐ লোকেরা স্বতন্ত্র বাস করে,
ওরা জাতিদের মধ্যে গণিত হবে না।
10ইয়াকুবের ধূলি কে গণনা করতে পারে?
ইসরাইলের চতুর্থাংশের সংখ্যা কে নির্ণয়
করতে পারে?
ধার্মিকের মৃত্যুর মত আমার মৃত্যু হোক,
তার শেষ গতির মত আমার শেষ
গতি হোক।
11তখন বালাক বালামকে বললেন, আপনি আমার প্রতি এ কি করলেন? আমার দুশমনদেরকে বদদোয়া দিতে আপনাকে আনালাম; কিন্তু দেখুন, আপনি তাদেরকে সর্বতোভাবে দোয়া করলেন। 12সে জবাবে বললো, মাবুদ আমার মুখে যে কথা দেন, সাবধান হয়ে তা-ই বলা কি আমার উচিত নয়?
বালামের দ্বিতীয় দৈববাণী
13বালাক বললেন, আরজ করি, অন্য স্থানে আমার সঙ্গে আসুন, আপনি সেই স্থান থেকে তাদেরকে দেখতে পাবেন। আপনি তাদের প্রান্তভাগ মাত্র দেখতে পাবেন, সম্পূর্ণ দেখতে পাবেন না; ঐ স্থান থেকে আমার জন্য তাদেরকে বদদোয়া দিন।
14তখন বালাক তাকে পিস্গার শৃঙ্গস্থিত সোফীম মাঠে নিয়ে গিয়ে সেই স্থানে সাতটি কোরবানগাহ্ তৈরি করলেন, আর প্রত্যেক কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন। 15পরে সে বালাককে বললো, আমি যতক্ষণ ঐ স্থানে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করি, ততক্ষণ আপনি এই স্থানে আপনার পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে থাকুন। 16পরে মাবুদ বালামের কাছে দেখা দিয়ে তার মুখে একটি কালাম দিলেন এবং বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল। 17তাতে সে তাঁর কাছে উপস্থিত হল; আর দেখ, মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে বালাক তাঁর পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে ছিলেন। আর বালাক তাকে জিজ্ঞাসা করলেন, মাবুদ কি বললেন? 18তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো,
উঠ, বালাক, শোন;
হে সিপ্পোরের পুত্র, আমার কথায়
কান দাও;
19আল্লাহ্ মানুষ নন যে, মিথ্যা বলবেন;
তিনি মানুষের-সন্তান নন যে, অনুশোচনা
করবেন;
তিনি যা বলেছেন তা কি করবেন না?
তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কি সিদ্ধ
করবেন না?
20দেখ, আমি দোয়া করার হুকুম পেলাম,
তিনি দোয়া করেছেন, আমি অন্যথা
করতে পারি না।
21তিনি ইয়াকুবের মধ্যে অধর্ম দেখতে
পান নি,
ইসরাইলের মধ্যে জুলুম দেখেন নি;
তার আল্লাহ্ মাবুদ তার সহবর্তী,
বাদশাহ্র জয়ধ্বনি ওদের মধ্যবর্তী।
22আল্লাহ্ মিসর থেকে ওদের এনেছেন;
সে ষাঁড়ের মত শক্তিশালী।
23নিশ্চয়ই ইয়াকুবের বিরুদ্ধে কোন
মায়াশক্তি,
বা ইসরাইলের বিরুদ্ধে কোন মন্ত্র কার্যকর
হবে না;
এখন ইয়াকুবের ও ইসরাইলের বিষয়
বলা যাবে,
আল্লাহ্ কি না সাধন করেছেন।
24দেখ, ঐ জাতি সিংহীর মত উঠছে,
সে সিংহের মত গাত্রোত্থান করছে;
সে শয়ন করবে না, যতক্ষণ না নিহত পশু
ভোজন করে,
যতক্ষণ না নিহত লোকদের রক্ত
পান করে।
25তখন বালাক বালামকে বললেন, আপনি ওদেরকে বদদোয়াও দেবেন না, দোয়াও করবেন না। 26কিন্তু বালাম উত্তরে বালাককে বললো, মাবুদ আমাকে যা যা বলবেন, তা-ই করবো, এই কথা কি আপনাকে বলি নি?
27পরে বালাক বালামকে বললেন, আরজ করি, আসুন, আমি আপনাকে অন্য স্থানে নিয়ে যাই; হয়তো সেই স্থান থেকে আমার জন্য তাদেরকে আপনার বদদোয়া দেওয়া আল্লাহ্র দৃষ্টিতে সন্তোষজনক হবে। 28পরে বালাক মরুভূমির অভিমুখে পিয়োর-শৃঙ্গে বালামকে নিয়ে গেলেন। 29বালাম বালাককে বললো, এই স্থানে আমার জন্য সাতটি কোরবানগাহ্ তৈরি করুন এবং এই স্থানে আমার জন্য সাতটি ষাঁড় ও সাতটি ভেড়ার আয়োজন করুন। 30তখন বালাক বালামের কথানুযায়ী কাজ করলেন এবং প্রত্যেক কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন।
Currently Selected:
শুমারী 23: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013