YouVersion Logo
Search Icon

কাজীগণ 5

5
দবোরার বিজয়-কাওয়ালী
1সেদিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করলেন:
2ইসরাইলে নায়কগণ নেতৃত্ব দিলেন,
লোকেরা স্বেচ্ছায় নিজেদের কোরবানী করলো,
এজন্য তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।
3বাদশাহ্‌রা শোন; শাসনকর্তারা কান দাও;
আমি, আমিই মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব,
ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে গজল গাইব,
4হে মাবুদ, তুমি যখন সেয়ীর থেকে থেকে রওনা হলে,
ইদোম এলাকা থেকে অগ্রসর হলে,
ভূমি কাঁপল, আকাশও বর্ষণ করলো, মেঘমালা পানি বর্ষণ করলো।
5মাবুদের সাক্ষাতে পর্বতমালা কেঁপে উঠল,
ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের সাক্ষাতে ঐ সিনাই কেঁপে উঠল।
6অনাতের পুত্র শম্‌গরের সময়ে,
যায়েলের সময়ে, রাজপথ শূন্য হল,
পথিকেরা বাঁকা পথ দিয়ে গমন করতো।
7নায়কগণ ইসরাইলের মধ্যে ক্ষান্ত ছিলেন,
তাঁরা ক্ষান্ত ছিলেন;
শেষে আমি দবোরা উঠলাম,
ইসরাইলের মধ্যে মাতৃস্থানীয় হয়ে উঠলাম।
8তারা নতুন দেবতা মনোনীত করেছিল;
তৎকালে নগর-দ্বারে যুদ্ধ হল;
ইসরাইলের চল্লিশ হাজার লোকের মধ্যে কি একখানা ঢাল বা বর্শা দেখা গেলো?
9আমার অন্তর ইসরাইলের নেতৃবর্গের অভিমুখ,
যাঁরা লোকদের মধ্যে স্বেচ্ছায় নিজেদেরকে কোরবানী করলেন;
তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।
10তোমরা যারা শুভ্র গাধীতে চড়ে থাক,
যারা গালিচার উপরে বসে থাক,
যারা পথে ভ্রমণ কর, তোমরাই ওর সংবাদ দাও।
11ধনুর্ধ্বরদের কথা থেকে দূরে, পানি তুলবার স্থান সকলে,
সেখানে কীর্তিত হচ্ছে মাবুদের ধর্মক্রিয়া,
ইসরাইলে তাঁর শাসন সংক্রান্ত ধর্মক্রিয়াগুলো;
তখন মাবুদের লোকেরা নগর-দ্বারে নেমে যেত।
12দবোরা, জাগ্রত হও, জাগ্রত হও;
জাগ্রত হও, জাগ্রত হও, গান কর; বারক উঠ;
অবীনোয়মের পুত্র, তোমার বন্দীদেরকে বন্দী কর।
13তখন বীরদের অবশিষ্টেরা ও জনগণ নামলো;
মাবুদ আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামলেন।
14আফরাহীম থেকে আমালেক-নিবাসীরা এল;
বিন্‌ইয়ামীন তোমার লোকদের মধ্যে তোমার পিছনে এল;
মাখীর থেকে নেতৃবর্গ নামলেন, সবূলূন থেকে রণ-দণ্ডধারীরা নামলেন।
15ইষাখরের নেতৃবর্গ দবোরার সঙ্গী ছিলেন,
ইষাখর যেমন বারকও তেমনি,
তাঁর পিছনে তাঁরা বেগে উপত্যকায় গেলেন।
রূবেণ-বংশধরদের কি করা উচিত তা চিন্তা করতে লাগল।
16তুমি কেন মেষবাথানের মধ্যে বসলে?
কি ভেড়ার রাখালদের বাঁশীর বাজনা শুনবার জন্য?
রূবেণ-বংশধরদের মধ্যে গুরুতর চিত্ত পরীক্ষা হল।
17গিলিয়দ জর্ডানের ওপারে বাস করলো,
আর দান কেন জাহাজে রইলো?
আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসে থাকলো,
নিজের খালের ধারে বাস করলো।
18সবূলূনের লোকেরা প্রাণ তুচ্ছ করলো মৃত্যু পর্যন্ত,
নপ্তালিও করলো ক্ষেতের উঁচু উঁচু স্থানে।
19বাদশাহ্‌রা এসে যুদ্ধ করলেন,
তখন কেনানের বাদশাহ্‌রা যুদ্ধ করলেন,
মগিদ্দোর পানির কাছে তানকে যুদ্ধ করলেন;
তাঁরা একখণ্ড রূপাও নিলেন না।
20আসমান থেকে যুদ্ধ হল,
স্ব স্ব গতি পথে তারাগুলো সীষরার বিরুদ্ধে যুদ্ধ করলো। 21কীশোন নদী তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল;
সেই প্রাচীন নদী, কীশোন নদী।
হে আমার প্রাণ, সবলে অগ্রসর হও।
22তখন ঘোড়াগুলোর খুরের ঘায়ে ভূমি কেঁপে উঠলো,
তাদের পরাক্রমীদের ছুটে চলার গতিতে কেঁপে উঠলো।
23মাবুদের ফেরেশতা বলেন, মেরোসকে বদদোয়া দাও,
সেই স্থানের অধিবাসীদেরকে দারুণ বদদোয়া দাও;
কেননা তারা এল না মাবুদের সাহায্যের জন্য,
মাবুদের সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।
24মহিলাদের মধ্যে যায়েল ধন্যা,
কেনীয় হেবরের পত্নী ধন্যা,
তাঁবুবাসিনী স্ত্রীলোকদের মধ্যে তিনি ধন্যা।
25সে পানি চাইল, তিনি তাকে দুধ দিলেন।
রাজোপযোগী পাত্রে ক্ষীর এনে দিলেন।
26তিনি গোঁজে হাত দিলেন।
কর্মকারের হাতুড়ি ডান হাত দিলেন;
তিনি সীষরাকে হাতুড়ি মারলেন,
তার মস্তক বিদ্ধ করলেন,
তার কাণপাটি ভাঙলেন, বিদ্ধ করলেন।
27সে তাঁর চরণে হেঁট হয়ে পড়লো, লম্বমান হল;
তাঁর চরণে হেঁট হয়ে পড়লো;
যেখানে হেঁট হল, সেই স্থানে মরে পড়ে রইলো।
28সীষরার মা জানালা দিয়ে চাইল,
সে জানালা থেকে ডেকে বললো,
তার রথ আসতে কেন বিলম্ব করে?
তার রথের চাকা কেন ধীরে ধীরে চলে?
29তার জ্ঞানবতী সহচরীরা জবাবে বললো,
সে নিজেও নিজের কথার উত্তর দিল,
30তারা কি পায় নি?
লুণ্ঠিত বস্তু কি ভাগ করে নেয় নি?
প্রত্যেক পুরুষ একটি কামিনী, দু’টি কামিনী,
আর সীষরা চিত্রিত পোশাক পেয়েছে,
চিত্রিত সূচিকার্যের পোশাক পেয়েছে,
চিত্রিত দুই ধারি বাঁধা পোশাক লুণ্ঠনকারীর কন্ঠে।
31হে মাবুদ, তোমার সমস্ত দুশমন এভাবে ধ্বংস হোক,
কিন্তু তোমার প্রেমকারীরা সপ্রতাপে গমনকারী সূর্যের মত হোক।
পরে চল্লিশ বছর দেশ নিষ্কণ্টক থাকলো।

Currently Selected:

কাজীগণ 5: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in