ইশাইয়া 52
52
সিয়োন আনন্দ করুক
1জাগ, জাগ, হে সিয়োন বল পরিধান কর;
পবিত্র নগরী জেরুশালেম, তোমার সমস্ত সুন্দর পোশাক পরিধান কর,
কেননা এখন থেকে তোমার মধ্যে খৎনা-না-করানো বা নাপাক লোক
আর প্রবেশ করবে না।
2শরীরের ধুলা ঝেড়ে ফেল,
হে জেরুশালেম,
উঠ, উপবেশন কর;
হে বন্দী সিয়োন-কন্যে,
তোমার ঘাড়ের বাঁধনগুলো খুলে ফেল।
3কারণ মাবুদ এই কথা বলেন, তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছিলে, আর বিনামূল্যেই মুক্ত হবে। 4কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমার লোকেরা আগে মিসরে প্রবাস করার জন্য সেই স্থানে নেমে গিয়েছিল; আবার আশেরিয়া অকারণে তাদের প্রতি জুলুম করলো। 5আর মাবুদ বলেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার লোকেরা বিনামূল্যে নীত হয়েছে। মাবুদ বলেন, তাদের কর্তারা চিৎকার করছে এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হচ্ছে। 6এজন্য আমার লোকেরা আমার নাম জানবে, এজন্য তারা সেদিন জানবে যে, আমিই কথা বলছি; দেখ, এই আমি।
7আহা! পর্বতমালার উপরে,
তারই চরণ কেমন শোভা পাচ্ছে,
যে সুসংবাদ তবলিগ করে, শান্তি ঘোষণা করে,
মঙ্গলের সুসংবাদ তবলিগ করে,
উদ্ধার ঘোষণা করে, সিয়োনকে বলে,
তোমার আল্লাহ্ রাজত্ব করেন।
8শোন, তোমার প্রহরীদের স্বর!
তারা উচ্চধ্বনি করছে,
তারা একসঙ্গে আনন্দগান করছে,
কেননা মাবুদ যখন সিয়োনে ফিরে আসেন,
তখন তারা প্রত্যক্ষ দেখবে।
9হে জেরুশালেমের সমস্ত উৎসন্ন স্থান,
উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর,
কেননা মাবুদ তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন,
তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।
10মাবুদ সর্বজাতির দৃষ্টিতে
তাঁর পবিত্র বাহু অনাবৃত করেছেন;
আর দুনিয়ার সমুদয় প্রান্ত
আমাদের আল্লাহ্র উদ্ধার দেখবে।
11চল চল, সেই স্থান থেকে বের হও,
নাপাক কোন বস্তু স্পর্শ করো না,
ওর মধ্য থেকে বের হও;
হে মাবুদের পাত্র-বাহকেরা, তোমরা পাক-পবিত্র হও।
12কেননা তোমরা ত্বরান্বিত হয়ে বাইরে যাবে না,
পালিয়ে যাবে না;
কারণ মাবুদ তোমাদের আগে আগে যাবেন,
ইসরাইলের আল্লাহ্ তোমাদের পিছন দিকের রক্ষক হবেন।
মাবুদের গোলামের কষ্ট ও সম্মান
13দেখ, আমার গোলাম কৃতকার্য হবেন; তিনি উচ্চ ও উন্নত ও মহামহিম হবেন। 14মানুষের চেয়ে তাঁর আকৃতি, মানব সন্তানদের চেয়ে তাঁর রূপ বিকারপ্রাপ্ত বলে যেমন অনেকে তাঁর বিষয়ে হতবুদ্ধি হত, 15তেমনি তিনি অনেক জাতিকে আশ্চর্যান্বিত করবেন, তাঁর সম্মুখে বাদশাহ্রা মুখ বন্ধ করবে; কেননা তাদের কাছে যা বলা হয় নি, তারা তা দেখতে পাবে; তারা যা শোনে নি, তা বুঝতে পারবে।
Currently Selected:
ইশাইয়া 52: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013