ইশাইয়া 50
50
1মাবুদ এই কথা বলেন,
আমি যে তালাক-নামা দ্বারা তোমাদের মাকে ত্যাগ করেছি,
তার সেই তালাক-নামা কোথায়?
কিংবা আমার মহাজনদের মধ্যে কার কাছে তোমাদের বিক্রি করেছি?
দেখ, তোমাদের অপরাধের দরুন তোমাদের বিক্রি করা হয়েছে,
এবং তোমাদের অধর্মের দরুন তোমাদের মা পরিত্যক্তা হয়েছে।
2আমি আসলে কেউ উপস্থিত হল না কেন?
আমি ডাকলে কেউ উত্তর দিল না কেন?
আমার হাত কি এমন সংকীর্ণ হয়েছে যে,
আমি মুক্ত করতে পারি না?
আমার কি উদ্ধার করার ক্ষমতা নেই?
দেখ, আমি ধমক সমুদ্র শুকিয়ে ফেলি,
নদনদী মরুভূমিতে পরিণত করি,
সেখানকার সমস্ত মাছ পানির অভাবে দুর্গন্ধযুক্ত হয়,
পিপাসায় মারা পড়ে।
3আমি আসমানকে কালিমা পরাই,
চট তার আচ্ছাদন করি।
মাবুদের গোলামের ধৈর্য
4আল্লাহ্ সার্বভৌম মাবুদ শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন,
কিভাবে ক্লান্ত লোককে কালাম দ্বারা সুস্থির করতে হয়;
যেন আমি বুঝতে পারি,
তিনি প্রতি প্রভাতে জাগিয়ে দেন,
আমার কান সজাগ করেন,
যেন আমি শিক্ষার্থীদের মত শুনতে পাই।
5সার্বভৌম মাবুদ আমার কান খুলে দিয়েছেন
এবং আমি বিরুদ্ধাচারী হই নি,
পিছিয়ে যাই নি।
6আমি প্রহারকদের প্রতি আমার পিঠ,
যারা দাড়ি উপড়িয়েছে,
তাদের প্রতি আমার গাল পেতে দিলাম,
অপমান ও থুথু থেকে আমার মুখ আচ্ছাদন করলাম না।
7কারণ সার্বভৌম মাবুদ আমার সাহায্য করবেন,
সেজন্য আমি ভীষণ ভয় পাই নি,
সেজন্য চকমকি পাথরের মত আমার মুখ স্থাপন করেছি,
আমি জানি যে লজ্জিত হব না।
8যিনি আমাকে ধার্মিক করেন, তিনি নিকটবর্তী;
কে আমার সঙ্গে ঝগড়া করবে?
এসো, আমরা একত্র দাঁড়াই;
কে আমার প্রতিবাদী?
সে আমার কাছে আসুক।
9দেখ, সার্বভৌম মাবুদ আমার সাহায্য করবেন,
কে আমাকে দোষী করবে?
দেখ, তারা সকলে কাপড়ের মত পুরানো হয়ে যাবে,
পোকা তাদের খেয়ে ফেলবে।
10তোমাদের মধ্যে এমন কে আছে,
যে মাবুদকে ভয় করে,
যে তাঁর গোলামের কথা শোনে?
যে অন্ধকারে চলে, যার আলো নেই,
সে মাবুদের নামে ভরসা করুক,
তাঁর আল্লাহ্র উপরে নির্ভর করুক।
11দেখ, আগুন জ্বালাচ্ছ ও শিখামণ্ডলে নিজেদের বেষ্টন করছো যে তোমরা,
তোমরা সকলে নিজেদের আগুনের আলোতে,
নিজেদের প্রজ্বলিত মশালের আলোতে গমন কর।
আমার হাত থেকে তোমরা যে ফল পাবে তা হল,
তোমরা যন্ত্রনার মধ্যে শয়ন করবে।
Currently Selected:
ইশাইয়া 50: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013