YouVersion Logo
Search Icon

শলোমনের পরমগীত 1

1
1শলোমনের অনন্য সাধারণ গীত।
ভালবাসার পুরুষটিকে নারীর উক্তি
2চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও।
কারণ তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভাল।
3তোমার সুগন্ধি তেল দারুণ সৌরভময়।
তোমার নাম শ্রেষ্ঠতম সুগন্ধির মত।
তাই যুবতী নারীরা তোমাকে ভালোবাসে।
4আমাকে তোমার সঙ্গে নিয়ে চল!
চল, তোমাতে আমাতে কোথাও পালিয়ে যাই!
রাজা আমাকে তাঁর কক্ষে নিয়ে গেলেন।
পুরুষটির প্রতি জেরুশালেমের রমণীগণ
আমরা তোমাতে উল্লসিত এবং আনন্দিত।
আমরা তোমার প্রেমাচরণের প্রশংসা করব—যা দ্রাক্ষারসের চেয়েও ভাল।
যুবতী নারীরা যে তোমায় ভালোবাসে তা আর আশ্চর্য কি?
রমণীগণের সঙ্গে নারী কথা বলল
5হে জেরুশালেমের কন্যারা,
আমি কৃষ্ণবর্ণা এবং সুন্দরী,
আমি কেদরের তাঁবুর মতো কালো এবং শলোমনের পর্দার মতো সুন্দর।
6আমি কি কালো!
সে দিকে তোমরা দেখো না কারণ সূর্য আমাকে কালো করেই দেখায়।
আমার ভাইরা আমার প্রতি রাগে জ্বলছে।
তারা আমাকে তাদের দ্রাক্ষা ক্ষেতের দেখাশোনা করতে বাধ্য করেছে।
তাই আমি আমার নিজের দ্রাক্ষাক্ষেতের#1:6 আমার … দ্রাক্ষাক্ষেত এখানে স্বয়ং নারী অথবা তার ভালবাসা অথবা তার সৌন্দর্য বোঝাতে পারে। যত্ন নিতে পারি নি।
পুরুষের প্রতি নারীর কথা
7আমি আমার সকল অন্তঃকরণ দিয়ে তোমাকে ভালোবাসি!
আমায় বল, কোথায় তুমি তোমার মেষ চরাও?
দুপুরে কোথায় তুমি ওদের বিশ্রাম করাও?
যদি না হয়, তোমাকে খুঁজতে গিয়ে আমাকে তোমার সঙ্গী বন্ধুদের চার পাশে ভ্রাম্যময়ী বেশ্যার মত দেখাবে!
নারীর প্রতি পুরুষের উক্তি
8আমাকে কোথায় খুঁজতে হবে যদি তুমি না জানো,
তবে হে সুন্দরী নারী,
তুমি মেষের পালগুলিকে অনুসরণ কর
এবং তোমার ছাগল ছানাগুলিকে মেষপালকদের তাঁবুর কাছে চরাও।
9হে আমার প্রিয়তমা, আমার কাছে তুমি ফরৌণের রথ টেনে নিয়ে যাওয়া যৌনাঙ্গ ছেদ না করা যে কোন ঘোড়ীর চেয়ে বেশী উদ্দীপক।
ঐ ঘোড়াগুলোর মুখের পাশে এবং গলার চারপাশে অপূর্ব নক‌্শা করা আছে।
10তোমার কপোল গহনার দ্বারা সুন্দরভাবে সজ্জিত।
তোমার কণ্ঠদেশ একটি কণ্ঠহার দ্বারা সজ্জিত।
11চল আমরা তোমার জন্য
রৌপ্য খচিত সোনার গহনা তৈরী করি।
নারীর উক্তি
12রাজা যখন আমার পাশে তাঁর কেদারায় শুয়েছিলেন
তখন আমার সুগন্ধির ঘ্রাণ তাঁর কাছে গিয়ে পৌঁছেছিল।
13আমার প্রিয়তম আমার কাছে ভেষজ সুগন্ধির সৌরভের মত,
আমার স্তনযুগলের মধ্যে সারাটা রাত্রি ধরে বিরাজিত থাকে।
14আমার প্রিয়তম আমার কাছে,
ঐন্-গদীয় দ্রাক্ষা ক্ষেতের মেহেন্দি ফুলের মত সুন্দর।
পুরুষের উক্তি
15হে আমার প্রিয়তমা, তুমি সত্যিই সুন্দর!
আহা! কি সুন্দর!
তোমার চোখ দুটি পারাবতের মতই কোমল।
নারীর উক্তি
16হে মম প্রিয়তম, তুমি অনুপম!
এবং তুমি প্রচণ্ড আকর্ষণীয়!
আমাদের শয্যা সবুজ ঘাসের বাগানের মতোই মনোরম!
17আমাদের ঘরের কড়িকাঠগুলি এরস কাঠের
এবং বরগাগুলি দেবদারু কাঠে নির্মিত।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in