যিরমিয় ভাববাদীর পুস্তক 13
13
কটিবস্ত্রের সংকেত
1প্রভু আমাকে যা বলেছেন তা হল: “যিরমিয়, যাও একটি ক্ষৌম কটি বস্ত্র কিনে আনো এবং ওটি তোমার কটিদেশের চারপাশে শক্ত করে জড়াও। ওটিকে ভিজতে দিও না।”
2সুতরাং আমি একটি কটি বস্ত্র কিনে আনলাম। প্রভুর কথা মতো কোমরে জড়িয়ে নিলাম। 3দ্বিতীয়বার প্রভুর বার্তা আমার কাছে এলো। 4এই ছিল বার্তা: “যিরমিয়, কিনে আনা কটিটি পরে তুমি ফরাৎ নদীর কাছে যাও। সেখানে কটিটি একটি পাথরের ফাঁকে লুকিয়ে রাখো।”
5সুতরাং আমি প্রভুর কথা মতো ফরাৎ নদীর কাছে গিয়ে কটিটি লুকিয়ে রাখলাম। 6অনেকদিন পরে প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এখন তুমি আবার ফরাৎ নদীর কাছে গিয়ে লুকোনো কটিটি নিয়ে এসো।”
7তখন আমি আবার ফরাতের কাছে গিয়ে পাথরের ফাঁক থেকে কটিটি বার করার পর দেখলাম যে ওটা নষ্ট হয়ে গিয়েছে। আর কোন মতেই ওটা পরার মতো অবস্থায় নেই।
8তখন আবার প্রভুর বার্তা আমার কাছে এলো। 9প্রভু যা বলেছিলেন, “যেমন ঐ কটিটি নষ্ট হয়ে গিয়েছে ঠিক তেমনি আমি যিহূদা এবং জেরুশালেমের অহঙ্কারী মানুষদের ধ্বংস করে দেব। তাদের দর্প চূর্ণ করব। 10আমি যিহূদার সমস্ত দুষ্ট ও অহঙ্কারী লোকদের ধ্বংস করে দেব। তারা আমার বার্তাসমূহ শুনতে অস্বীকার করেছিল। তারা একগুঁয়ে, জেদী। তারা নিজের মতো করে চলেছে। তারা অন্য দেবতাদের পূজা করেছে। যিহূদার লোকদের অবস্থা হবে ঐ কটির মতো। তারা ধ্বংস হবেই। 11একজন ব্যক্তি যেমন করে কোমরে কটি বস্ত্র জড়ায ঠিক তেমন করে আমি ইস্রায়েল এবং যিহূদার সমস্ত লোককে আমার কোমরের চারপাশে জড়িয়ে নিলাম।” এটি হল প্রভুর বার্তা। “আমি ঐ সব মানুষদের নিজের লোকে পরিণত করার জন্যই এটা করেছিলাম। ওরা আমার নিজস্ব লোকে পরিণত হলে আমি মান সম্মান খ্যাতি সব কিছু পেতাম। কিন্তু ওরা আমার কথা শুনল না।”
যিহূদার প্রতি সতর্কবাণী
12“যিরমিয়, যিহূদার লোকদের বলো: ‘প্রভু, ইস্রায়েলের ঈশ্বর যা বললেন তা হল: চামড়ার তৈরী প্রত্যেকটি দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে ভরে থাকা উচিৎ।’ ওরা তোমাকে মৃদু হেসে বলবে, ‘আমরা কি জানি না যে প্রতিটি চামড়ার তৈরী দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে পূর্ণ থাকা উচিৎ?’ 13তখন তুমি তাদের বলবে, ‘প্রভু যা বলেছেন তা হল: আমি এই দেশের সমস্ত লোককে অর্থাৎ দায়ূদের সিংহাসনে উপবিষ্ট রাজাদের, যাজকদের, ভাববাদীদের এবং জেরুশালেমের সমস্ত লোকদের মত্ততায় পূর্ণ করব। 14যিহূদার লোকরা আমার কারণে হোঁচট খাবে এবং পরস্পরের ঘাড়ে পড়বে। পিতাপুত্র মিলেও পা জড়াজড়ি করবে আর হোঁচট খেয়ে আছড়ে পড়বে।’ এই হল প্রভুর বার্তা। ‘আমার সমবেদনাকে আমি যিহূদার লোকদের ধ্বংস করা থেকে বিরত করতে দেব না। যিহূদার লোকদের ধ্বংস করার ক্ষেত্রে আমি বিন্দুমাত্র বিচলিত হব না।’”
15মনোযোগ দিয়ে শোন।
প্রভু তোমাদের সঙ্গে কথা বলেছেন।
তোমরা গর্ব করো না।
16তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান করো।
তাঁর প্রশংসা করো, না হলে তিনি অন্ধকার বয়ে আনবেন।
যেখানে তোমরা আলোর জন্য অপেক্ষা করছ এবং আশা করছ,
সেই অন্ধকার পাহাড়গুলিতে হোঁচট খাবার আগে এবং পড়বার আগে
প্রভুর প্রশংসা কর, নাহলে তিনি সেটাকে ভয়াবহ অন্ধকারে পরিণত করবেন।
তিনি আলোটিকে গাঢ় অন্ধকারে পরিবর্তিত করবেন।
17যদি তোমরা প্রভুর কথা না শোন,
তোমাদের অহঙ্কার আমাকে ভীষণ দুঃখ দেবে।
আমি মুখ লুকিয়ে চিৎকার করে কাঁদব।
আমার চোখ দিয়ে অঝোরে অশ্রু-ধারা বইতে থাকবে।
কারণ প্রভুর পালকে বন্দী করে নিয়ে যাওয়া হবে।
18রাজা এবং তাঁর স্ত্রীকে বলো,
“সিংহাসন থেকে নেমে এসো।
তোমাদের চোখ ধাঁধানো রাজমুকুট মাথা থেকে খসে পড়ছে।”
19নেগেভের মরু শহরগুলিতে তালা লাগানো হয়েছে
এবং কোন ব্যক্তি তা খুলতে পারবে না।
যিহূদার সমস্ত মানুষকে নির্বাসনে পাঠানো হয়েছে।
তাদের জেলের কয়েদীদের মতো বয়ে নিয়ে যাওয়া হয়েছে।
20জেরুশালেম দেখ! উত্তর দিক থেকে শত্রুরা আসছে।
তোমার মেষের পাল#13:20 মেষের পাল এখানে “পাল” শব্দটি বোঝায় জেরুশালেমের আশেপাশের সব শহরকে, জেরুশালেম হচ্ছে মেষপালক আর যিহূদার শহরগুলি তার মেষের পাল। কোথায়?
ঈশ্বর তোমাদের ঐ চমৎকার মেষের পালটি দিয়েছিলেন।
তোমাদের ওটার দেখাশোনা করবার কথা ছিল।
21প্রভু যখন তোমার কাছে তোমার মেষের পালের হিসেব দিতে বলবেন,
তখন তুমি কি বলবে?
কথা ছিল তুমি তোমার লোকদের ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেবে।
তোমার নেতাদের তাদের নেতৃত্ব দেবার কথা ছিল।
কিন্তু তারা তাদের কাজ করেনি।
তাই তোমাকে বেশী দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে।
সে যন্ত্রণা হবে একজন মহিলার প্রসব যন্ত্রণার মতো।
22তুমি হয়তো নিজেকে জিজ্ঞেস করবে,
“আমার ক্ষেত্রে এইসব খারাপ ব্যাপারগুলো কেন ঘটল?”
তোমার অনেক পাপের জন্য ঐ সব ঘটেছে।
তোমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং তোমার জুতোকেই নিয়ে চলে গেছে।
তারা তোমাকে বিব্রত, বিরক্ত করার জন্যই ওগুলো করেছে।
23একজন কালো চামড়ার মানুষ কখনও তার গায়ের রক্ত পাল্টাতে পারে না।
এবং চিতাও তার গায়ের দাগ পাল্টাতে পারে না।
সেই রকম ভাবে জেরুশালেম তুমি কোনদিন পালটাবে না এবং ভাল কাজ করতে পারবে না।
তুমি সর্বদাই খারাপ কাজ করবে।
24“আমি তোমাকে জোর করে ঘর ছাড়া করবো।
তুমি দিক্বিদিকে ছোটাছুটি করবে।
তুমি ভূষির মতো মরু ঝড়ে উড়ে যাবে।
25এসবই তোমাদের ভাগ্যে ঘটবে।
তোমাদের ব্যাপারে আমার এটাই পরিকল্পনা।”
এই হল প্রভুর বার্তা।
“কেন এটা ঘটবে?
কারণ তুমি আমায় ভুলে গিয়েছিলে।
তুমি মূর্ত্তিদের বিশ্বাস করেছিলে।
26জেরুশালেম আমি তোমাকে উলঙ্গ করে ছাড়ব।
সবাই তোমাকে দেখবে।
তুমি লজ্জিত হবে।
27তোমার ভয়াবহ কাজ আমি দেখেছি।
আমি তোমাকে একজন ব্যাভিচারিণীর মত হাসিমুখে
তোমার প্রেমিকদের সঙ্গে যৌনসহবাস করতে দেখেছি।
আমি তোমাকে মাঠে-ঘাটে এবং পাহাড় চূড়ায় বেশ্যার মত ব্যবহার করতে দেখেছি।
জেরুশালেম! এর জন্য তোমার জীবনে চরম দুর্দিন ঘনিয়ে আসবে।
আমি অবাক হয়ে ভাবছি আর কতদিন তুমি এইসব নোংরা পাপ কাজ করে যাবে।”
Currently Selected:
যিরমিয় ভাববাদীর পুস্তক 13: BERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International