YouVersion Logo
Search Icon

যিশাইয় ভাববাদীর পুস্তক 21

21
বাবিলকে ঈশ্বরের বার্তা
1“সমুদ্রের তীরবর্তী মরুভূমি”#21:1 সমুদ্রে … মরুভূমি সম্ভবতঃ এটি বাবিল দেশকে বোঝাচ্ছে। সম্পর্কে দুঃখ বার্তা:
মরুভূমি থেকে কিছু বিপদ আসছে।
যিহূদার দক্ষিণে মরু অঞ্চল নেগেভ থেকে একটি বাতাসের ঝটকার মতো এটা আসছে।
এটা ভয়ঙ্কর একটা দেশ থেকে আসছে।
2আমি দেখছি খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটবে।
আমি দেখছি বিশ্বাসঘাতকরা তোমার বিরুদ্ধে।
আমি দেখছি লোকরা তোমার সম্পদ লুঠ করে নিচ্ছে।
এলম যাও এবং ঐ লোকদের বিরুদ্ধে লড়াই করো।
মাদিয়া শহরের চারদিকে তোমার সৈন্যদের মোতায়েন কর এবং ওদের হারাও।
আমি শহরের সমস্ত খারাপ জিনিসকে ধ্বংস করব।
3আমি ঐসব ভয়ঙ্কর জিনিস দেখেছি।
এখন আমি ভীত-সন্ত্রস্ত। ভয়ের কারণে পাকস্থলীতে ব্যথা পাচ্ছি।
ঐ ব্যথা প্রসব যন্ত্রণার মতো।
যা কিছু শুনছি তাই আমাকে ভয় পাইয়ে দিচ্ছে।
যা কিছু দেখছি তাতে আমি ভয়ে কাঁপছি।
4আমি উদ্বিগ্ন, আমি ভয়ে কাঁপছি।
এখন আমার মনোরম সন্ধ্যা ভয়ের রাতে পর্যবসিত।
5লোকরা ভাবছে সব কিছুই ভাল।
তারা বলছে, “ভোজন ও পান করার জন্য টেবিল প্রস্তুত কর!
ঠিক ঐ সময় সৈন্যরা বলছে, রক্ষীদের নিয়োগ কর।
আধিকারিকগণ উঠে পড়
এবং তোমাদের বর্মকে পালিশ কর!”
6আমার প্রভু আমায় বললেন, “শহরে নজরদারি চালানোর জন্য একজন মানুষ খুঁজে আনো। ঐ লোকটি যা যা দেখেছে তা অবশ্যই আমাকে জানাবে। 7যদি ঐ রক্ষী অশ্বারোহী সৈন্যদের, গাধা ও উটের সারিকে এগিয়ে আসতে দেখে তাহলে খুব সন্তর্পনে ওদের কথাবার্তা শুনতে চেষ্টা করবে।”
8তারপর একদিন, সে সতর্ক বাণী দেবে:
“সিংহ! প্রভু, প্রতিদিন আমি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে লক্ষ্য রাখি।
প্রতি রাতে আমি আমার পাহারা দেবার জায়গায় দাঁড়িয়ে পাহারা দিই।
9কিন্তু ওরা আসছে, আমি অশ্বারোহী সৈন্য এবং লোকদের সারি দেখছি।”
তখন এক বার্তাবাহক বলল,
“বাবিলের পতন হয়েছে।
বাবিল মাটিতে মুখ থুবড়ে পড়েছে।
তার সমস্ত ভ্রান্ত দেবতার মূর্ত্তিগুলি
মাটিতে আছড়ে টুকরো টুকরো করে ভাঙা হয়েছে।”
10যিশাইয় বললেন, “হে আমার লোকরা, ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমানের কাছ থেকে আমি যা যা শুনেছিলাম তা সবই তোমাদের জানিয়েছি। খামারে শস্য মাড়াই করার মতো তোমাদেরও মাড়ানো হবে।”
এদমের প্রতি ঈশ্বরের বার্তা
11দূমা সম্পর্কে বার্তা:
সেয়ীর (এদম) থেকে কেউ আমায় ডাকল।
সে বলল, “প্রহরী রাতের আর কতটুকু বাকি?
আর কতক্ষণ এই অন্ধকার থাকবে?”
12প্রহরী উত্তর দিল,
“সকাল আসছে। কিন্তু তারপর আবার রাত আসবে।
এরপরও যদি তোমার কিছু জিজ্ঞাস্য থাকে,
তাহলে ফিরে এসো, তখন আবার জিজ্ঞাসা করবে।”
আরবের প্রতি ঈশ্বরের বার্তা
13আরব সম্বন্ধে দুঃখের বার্তা:
দদান থেকে এক দল ব্যবসায়ী তাদের ব্যবসার জিনিসপত্র পশুর টানা গাড়িতে (ক্যারাভান) চাপিয়ে নিয়ে আসছে।
আরবের মরুভূমিতে কিছু গাছের কাছে তারা রাত কাটাল।
14তারা কিছু তৃষ্ণার্ত ভ্রমণকারীদের জল পান করালো।
টেমার লোকরা ঐ ভ্রমণকারীদের খাদ্যও দিল।
15ঐসব লোক তরবারির নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে।
তীরের আওতা থেকে তারা পালিয়ে বেড়াচ্ছে।
বিধ্বংসী যুদ্ধের হাত থেকে বাঁচতে
তারা পালিয়ে যাচ্ছিল।
16সদাপ্রভু আমায় বলেছিলেন যে এইসব ঘটবে। প্রভু বলেছিলেন, “এক বছরের মধ্যেই, যেভাবে একজন ভাড়াটে সহকারী সময় গোনে, কেদরের সমস্ত গৌরব অদৃশ্য হয়ে যাবে। 17সে সময় শুধু কয়েকজন তীরন্দাজ, কেদরের মহান সৈন্যরা বেঁচে থাকবে।” কারণ প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন!

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy