YouVersion Logo
Search Icon

গীত 80

80
গীত 80
সংগীত পরিচালকের জন্য। সুর: “নিয়মের লিলি ফুল।” আসফের গীত।
1হে ইস্রায়েলের মেষপালক, আমাদের কথায় কর্ণপাত করো,
তুমি মেষপালের মতো যোষেফকে পরিচালনা করেছ।
তুমি করূবের মাঝে সিংহাসনে অধিষ্ঠিত,
দীপ্ত হও 2ইফ্রয়িম, বিন্যামীন আর মনঃশির সামনে।
তোমার পরাক্রম জাগিয়ে তোলো;
এসো আর আমাদের রক্ষা করো।
3হে ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো;
তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো,
যেন আমরা রক্ষা পাই।
4আর কত কাল, হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর,
তোমার লোকেদের প্রার্থনার বিরুদ্ধে
তুমি ক্রোধে জ্বলবে?
5তুমি তাদের চোখের জল খেতে দিয়েছ;
তুমি তাদের বাটিভর্তি চোখের জল পান করিয়েছ।
6তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের উপহাসের পাত্র করে তুলেছ,
আর আমাদের শত্রুরা আমাদের বিদ্রুপ করে।
7হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের পুনরুদ্ধার করো;
তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো,
যেন আমরা রক্ষা পাই।
8তুমি মিশর দেশ থেকে এক দ্রাক্ষালতা নিয়ে এসেছ;
অইহুদিদের দূর করে তুমি তা পুঁতেছো।
9তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ,
আর তার শিকড় বেরিয়ে দেশ ছেয়ে গেল।
10তার ছায়ায় পর্বতসকল,
তার ডালপালায় সর্বোচ্চ দেবদারুবন ঢাকা পড়ল।
11সমুদ্র পর্যন্ত তার শাখাপ্রশাখা,
আর নদী পর্যন্ত তার কাণ্ড প্রসারিত হল।
12কেন তুমি তার প্রাচীর ভেঙে ফেলেছ
যেন যেতে আসতে সব লোকেরা তার আঙুর ছেঁড়ে?
13বন্য শূকর তা ছারখার করে,
আর মাঠের কীটপতঙ্গ সেখান থেকে খাবার সংগ্রহ করে।
14হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের কাছে ফিরে এসো!
স্বর্গ থেকে চেয়ে দেখো!
এই দ্রাক্ষালতার দিকে খেয়াল রাখো,
15তোমার ডান হাত যার শিকড় বুনেছে,
এই ছেলেকে তুমি নিজের জন্য বড়ো করে তুলেছ।
16তোমার দ্রাক্ষালতাকে কেটে ফেলা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে;
তোমার তিরস্কারে তোমার লোকেরা বিনষ্ট হয়।
17তোমার হাত তোমার ডানদিকের পুরুষের উপরে,
মনুষ্যপুত্রের উপরে থাকুক যাকে নিজের জন্য বড়ো করেছ।
18তখন আমরা তোমার কাছ থেকে দূরে যাব না;
আমাদের সঞ্জীবিত করো, আর আমরা তোমার নামে ডাকব।
19হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো,
তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো,
যেন আমরা রক্ষা পাই।

Currently Selected:

গীত 80: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীত 80