YouVersion Logo
Search Icon

গীত 73

73
তৃতীয় খণ্ড
গীত 73–89
গীত 73
আসফের গীত।
1নিশ্চয়, ঈশ্বর ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়,
যারা হৃদয়ে শুদ্ধ তাদের পক্ষে।
2কিন্তু আমার পা প্রায় পিছলে গিয়েছিল;
আমার পা রাখার জায়গা আমি প্রায় হারিয়েছিলাম।
3আমি যখন দুষ্টদের সমৃদ্ধি দেখলাম,
তখন দাম্ভিকের প্রতি ঈর্ষা করলাম।
4তাদের জীবনে কোনো কষ্ট নেই;
তাদের শরীর সুস্থ আর শক্তিশালী।
5মানুষের সাধারণ বোঝা থেকে তারা মুক্ত;
মানবিক সমস্যার দ্বারা তারা জর্জরিত হয় না।
6সেইজন্য অহংকার তাদের গলার হার;
তারা হিংসায় নিজেদের আবৃত করে।
7তাদের অনুভূতিহীন হৃদয় থেকে অন্যায় বেরিয়ে আসে;
তাদের দুষ্ট কল্পনার কোনো সীমা নেই।
8তারা উপহাস করে, আক্রোশে কথা বলে;
দাম্ভিকতায় তারা অত্যাচারের হুমকি দেয়।
9তাদের মুখ স্বর্গের বিরুদ্ধে গর্ব করে,
আর তাদের জিভ জগতের অধিকার নেয়।
10সেইজন্য তাদের লোকেরা তাদের দিকে ফেরে
আর প্রচুর জলপান করে।
11তারা বলে, “ঈশ্বর কীভাবে জানবে?
পরাৎপর কি কিছু জানে?”
12দুষ্ট লোকেদের দিকে দেখো—
সর্বদা তারা আরামে জীবনযাপন করে আর তাদের ধনসম্পত্তি বৃদ্ধি পায়।
13বৃথাই আমি আমার হৃদয় বিশুদ্ধ রেখেছি
আর সরলতায় আমার হাত পরিষ্কার করেছি।
14সারাদিন ধরে আমি পীড়িত হয়েছি,
আর প্রতিটি সকাল নতুন শাস্তি নিয়ে এসেছে।
15যদি আমি এভাবে অপরদের প্রতি কথা বলতাম,
তোমার ছেলেমেয়েদের প্রতি আমি বিশ্বাসঘাতকতা করতাম।
16যখন আমি এসব বোঝার চেষ্টা করলাম,
তা আমাকে গভীর কষ্ট দিল
17যতক্ষণ না পর্যন্ত আমি ঈশ্বরের পবিত্রস্থানে প্রবেশ করলাম;
তখন আমি তাদের শেষ পরিণতি বুঝতে পারলাম।
18নিশ্চয়ই তুমি তাদের পিচ্ছিল জমিতে রেখেছ;
তুমি তাদের বিনাশের উদ্দেশে নিক্ষেপ করেছ।
19হঠাৎ তারা ধ্বংস হয়,
সন্ত্রাসে সম্পূর্ণ ধুয়ে মুছে যায়!
20ঘুম ভাঙলে যেমন স্বপ্ন তুচ্ছ হয়;
তেমনি, হে প্রভু,
তুমি জেগে উঠলে তাদের কল্পনাকে তুচ্ছ করবে।
21যখন আমার হৃদয় ক্ষুণ্ণ হয়েছিল
আর আমার আত্মা তিক্ত হয়েছিল,
22আমি অচেতন আর অজ্ঞ ছিলাম;
তোমার সামনে আমি নিষ্ঠুর বন্যপশু ছিলাম।
23তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি;
তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
24তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে,
এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।
25তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে?
তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।
26আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,
কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি
আর আমার চিরকালের উত্তরাধিকার।
27যারা তোমার থেকে দূরবর্তী তারা বিনষ্ট হবে;
যারা তোমার প্রতি অবিশ্বস্ত তাদের সবাইকে তুমি ধ্বংস করবে।
28কিন্তু ঈশ্বরের কাছে থাকা আমার জন্য ভালো।
সার্বভৌম সদাপ্রভুকে আমি আমার আশ্রয় করেছি;
আমি তোমার সমস্ত কাজের প্রচার করব।

Currently Selected:

গীত 73: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীত 73