YouVersion Logo
Search Icon

গীত 71

71
গীত 71
1হে সদাপ্রভু, আমি তোমাতে আশ্রয় নিয়েছি;
আমাকে কখনও লজ্জিত হতে দিয়ো না।
2তোমার ধার্মিকতায়, আমাকে রক্ষা করো আর উদ্ধার করো;
আমার দিকে কর্ণপাত করো আর আমাকে রক্ষা করো।
3তুমি আমার আশ্রয় শৈল হও,
যেখানে আমি সর্বদা যেতে পারি;
আমাকে রক্ষা করার জন্য আদেশ দাও,
কারণ তুমি আমার শৈল ও আমার উচ্চদুর্গ।
4হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে,
মন্দ ও নিষ্ঠুরদের কবল থেকে আমাকে উদ্ধার করো।
5কারণ, হে সার্বভৌম ঈশ্বর, তুমিই আমার আশা,
আমার যৌবনকাল থেকে তুমি আমার আত্মবিশ্বাস।
6জন্ম থেকে আমি তোমার উপর নির্ভর করেছি;
তুমি আমাকে আমার মাতৃগর্ভ থেকে বের করে এনেছ।
আমি চিরকাল তোমার প্রশংসা করব।
7আমি অনেকের কাছে নিদর্শন হয়েছি;
তুমি আমার শক্তিশালী আশ্রয়।
8আমার মুখ তোমার প্রশংসায় পূর্ণ,
আর সারাদিন তোমার মহিমা প্রচার করে।
9যখন আমি বৃদ্ধ হব আমাকে দূরে সরিয়ে দিয়ো না;
যখন আমার শক্তি ক্ষয় হবে তখন আমাকে পরিত্যাগ কোরো না।
10কারণ আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলে;
যারা আমাকে হত্যা করার জন্য অপেক্ষা করে তারা একত্রে ষড়যন্ত্র করে।
11তারা বলে, “ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন;
ওর পশ্চাদ্ধাবন করো আর ওকে বন্দি করো,
কারণ কেউ তাকে উদ্ধার করবে না।”
12হে আমার ঈশ্বর, আমার থেকে দূরে থেকো না;
তাড়াতাড়ি এসো, হে ঈশ্বর, আমাকে সাহায্য করো।
13আমার অভিযোগকারীরা লজ্জায় বিনষ্ট হোক;
যারা আমার ক্ষতি করতে চায়
তারা অবজ্ঞা আর ঘৃণায় আবৃত হোক।
14কিন্তু আমি, সর্বদা আশা রাখব;
আমি উত্তর উত্তর তোমার প্রশংসা করব।
15যদিও আমি বাক্যে সুদক্ষ নই
তবুও আমার মুখ তোমার ধর্মশীলতা
আর সারাদিন তোমার পরিত্রাণ কার্যাবলি প্রচার করবে।
16হে সার্বভৌম সদাপ্রভু, আমি এসে তোমার পরাক্রমী কার্যাবলি প্রচার করব;
তোমার, কেবল তোমারই, ধার্মিক ক্রিয়াকলাপের কথা আমি প্রচার করব।
17আমার যৌবনকাল থেকে, হে ঈশ্বর, তুমি আমাকে শিক্ষা দিয়েছ,
আর এই দিন পর্যন্ত আমি তোমার চমৎকার কার্যাবলি ঘোষণা করি।
18যখন আমি বৃদ্ধ হই আর আমার চুল ধুসর হয়,
হে আমার ঈশ্বর, আমাকে পরিত্যাগ কোরো না;
যতদিন না পর্যন্ত আমি তোমার শক্তি আগামী প্রজন্মের কাছে
আর যারা আসবে তাদের কাছে তোমার পরাক্রম ঘোষণা করতে পারি।
19হে ঈশ্বর, তোমার ধার্মিকতা আকাশমণ্ডল পর্যন্ত পৌঁছায়,
তুমি মহান কর্ম সাধন করেছ।
হে ঈশ্বর, তোমার মতো কে আছে?
20যদিও তুমি আমাকে অনেক তিক্ত
কষ্ট দেখিয়েছ,
তুমি আমার জীবন পুনরুদ্ধার করবে;
তুমি আমাকে পৃথিবীর গভীরস্থান থেকে
আবার বের করে আনবে।
21আর একবার তুমি আমার
সম্মান ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে।
22হে ঈশ্বর, তোমার বিশ্বস্ততার জন্য
আমি বীণা সহযোগে তোমার প্রশংসা করব;
হে ইস্রায়েলের পবিত্রজন,
সুরবাহার দিয়ে আমি তোমার প্রশংসা করব।
23আমার ঠোঁট উচ্চধ্বনি করবে
আর তোমার প্রশংসা করবে
কারণ তুমি আমাকে মুক্ত করেছ।
24সারাদিন আমার জিভ
তোমার ধর্মশীলতার কথা বলবে,
কারণ যারা আমার ক্ষতি করতে চেয়েছিল
তারা লজ্জিত ও অপমানিত হয়েছে।

Currently Selected:

গীত 71: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in