YouVersion Logo
Search Icon

গীত 68

68
গীত 68
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। একটি সংগীত।
1হে ঈশ্বর, ওঠো, তোমার শত্রুদের ছিন্নভিন্ন করো;
যারা ঈশ্বরকে ঘৃণা করে তারা তাদের জীবন নিয়ে পালিয়ে যাক।
2তুমি তাদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছ—
যেমন আগুনে মোম গলে যায়,
ঈশ্বরের সামনে দুষ্টরা সেভাবে বিনষ্ট হোক।
3কিন্তু ধার্মিক আনন্দিত হোক
আর ঈশ্বরের সামনে উল্লসিত হোক;
তারা খুশি হোক আর আহ্লাদিত হোক।
4ঈশ্বরের উদ্দেশে গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও,
যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো;
তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।
5ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;
তাঁর আবাস পবিত্র।
6যারা একা থাকে ঈশ্বর তাদের পরিবার দেন,
তিনি বন্দিদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন;
কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বসবাস করে।
7হে ঈশ্বর, যখন তুমি তোমার প্রজাদের মিশর দেশ থেকে বের করলে,
যখন তুমি মরুপ্রান্তরের মধ্য দিয়ে অগ্রসর হলে,
8পৃথিবী কেঁপে উঠল, আকাশমণ্ডল বৃষ্টি ঢেলে দিল,
সীনয়ের ঈশ্বর, ঈশ্বরের সামনে,
ইস্রায়েলের ঈশ্বর, ঈশ্বরের সামনে।
9তুমি প্রচুর বৃষ্টিধারা দিলে, হে ঈশ্বর;
তোমার পরিশ্রান্ত অধিকারকে তুমি সতেজ করে তুললে।
10তোমার প্রজারা সেই দেশে বসতি স্থাপন করল,
আর হে ঈশ্বর, তোমার প্রাচুর্য থেকে তুমি দরিদ্রদের জোগান দিলে।
11সদাপ্রভু বাক্য ঘোষণা করেন,
আর শুভবার্তার প্রচারিকারা এক মহান বাহিনী:
12“রাজারা আর সৈন্যরা দ্রুত পালিয়ে যায়;
মহিলারা লুট করা দ্রব্য বাড়িতে ভাগ করে।
13এমনকি যারা মেষের খোঁয়াড়ে বাস করত তারাও ধনসম্পদ খুঁজে পেল—
রুপোর ডানাসহ ঘুঘু
আর সোনার পালক।”
14সল্‌মন পর্বতে তুষারপাতের মতো
সর্বশক্তিমান সেই দেশে রাজাদের ছিন্নভিন্ন করলেন।
15বাশনের পর্বতমালা মহিমান্বিত,
অনেক উঁচু শৃঙ্গ গগনচুম্বী।
16হে রুক্ষ পর্বত, কেন তুমি সেই পর্বতের দিকে হিংসার দৃষ্টিতে তাকাও
যে পর্বত ঈশ্বর শাসন করার জন্য বেছে নিয়েছেন,
আর যে পর্বতে সদাপ্রভু চিরকাল বসবাস করবেন।
17ঈশ্বরের রথ অযুত অযুত
এবং লক্ষ লক্ষ;
সদাপ্রভু সীনয় পর্বত থেকে তাঁর পবিত্রস্থানে এসেছেন।
18যখন তুমি ঊর্ধ্বে আরোহণ করেছিলে
তুমি বন্দিদের বন্দি করেছিলে;
তুমি লোকেদের কাছ থেকে উপহার পেয়েছ,
এমনকি যারা বিদ্রোহী তাদের কাছ থেকেও—
যেন তুমি, হে সদাপ্রভু ঈশ্বর, সেখানে বসবাস করো।
19প্রভু ঈশ্বর, আমাদের রক্ষাকর্তার প্রশংসা হোক,
যিনি প্রতিদিন আমাদের বোঝা বহন করেন।
20আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি পরিত্রাণ দেন;
সার্বভৌম সদাপ্রভু মৃত্যু থেকে আমাদের উদ্ধার করেন।
21নিশ্চয় ঈশ্বর তাঁর শত্রুদের মাথা,
এবং তাদের চুলের মুকুট চূর্ণ করবেন যারা পাপের পথ ভালোবাসে।
22সদাপ্রভু বলেন, “আমি তাদের বাশন থেকে নিয়ে আসব;
সমুদ্রের অতল থেকে আমি তাদের নিয়ে আসব,
23যেন তোমার পা তোমার বিপক্ষদের রক্তের মধ্যে দিয়ে হাঁটতে পারে,
এবং তোমার কুকুরদের জিভ যেন তাদের ভাগ পায়।”
24তোমার শোভাযাত্রা, হে ঈশ্বর, আমাদের চোখে পড়েছে,
আমার ঈশ্বর ও রাজার পবিত্রস্থানে যাওয়ার শোভাযাত্রা।
25সবার সামনে গায়কেরা, তারপর সুরকারেরা;
তাদের সঙ্গে খঞ্জনি বাজিয়ে যুবতী মহিলারা।
26মহা ধর্মসভায় ঈশ্বরের প্রশংসা হোক;
ইস্রায়েলের সমাবেশে সদাপ্রভুর প্রশংসা হোক।
27ক্ষুদ্র বিন্যামীন গোষ্ঠী সবার আগে আগে চলেছে,
যিহূদা গোষ্ঠীর শাসকেরা এক বিরাট দল,
এবং আছে সবূলূন আর নপ্তালি গোষ্ঠীর শাসকগণ।
28তোমার পরাক্রমকে তলব করো, হে ঈশ্বর;
যেমন তুমি আগে করেছ সেভাবে তোমার শক্তি আমাদের দেখাও, হে আমাদের ঈশ্বর।
29জেরুশালেমে তোমার মন্দিরের কারণে
রাজারা তোমার উদ্দেশে উপহার নিয়ে আসবেন।
30নলবনের মধ্যে বন্যপশুকে তিরস্কার করো,
জাতিদের বাছুরদের মধ্যে বলদের পালকে তিরস্কার করো।
নম্র হয়ে, বন্যপশুরা রুপোর দণ্ড নিয়ে আসুক।
যারা যুদ্ধ ভালোবাসে তাদের ছিন্নভিন্ন করে দাও।
31মিশর থেকে রাজদূতের দল আসবে;
কূশ নিজেদেরকে ঈশ্বরের সামনে সমর্পণ করবে।
32পৃথিবীর সব রাজ্য, তোমরা ঈশ্বরের উদ্দেশে গান করো,
প্রভুর উদ্দেশে প্রশংসাগান করো,
33তাঁর প্রতি করো যিনি সর্বোচ্চ আকাশমণ্ডল, প্রাচীন আকাশমণ্ডল দিয়ে যাত্রা করেন,
যিনি পরাক্রমের কণ্ঠস্বরে গর্জন করেন।
34ঈশ্বরের শক্তির প্রচার করো,
যাঁর মহিমা ইস্রায়েলের উপরে উজ্জ্বল হয়,
যাঁর শক্তি আকাশমণ্ডলে মহৎ।
35হে ঈশ্বর, তোমার পবিত্রস্থানে তুমি ভয়াবহ;
ইস্রায়েলের ঈশ্বর তাঁর ভক্তদের শক্তি আর সামর্থ্য প্রদান করেন।
ঈশ্বরের প্রশংসা হোক!

Currently Selected:

গীত 68: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in