YouVersion Logo
Search Icon

গীত 55

55
গীত 55
সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের মস্কীল#55:0 সম্ভবত সাহিত্য অথবা সংগীতের প্রতিশব্দ
1হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো,
আমার নিবেদন উপেক্ষা কোরো না;
2আমার কথা শোনো আর আমাকে উত্তর দাও।
আমার ভাবনা আমাকে কষ্ট দেয় আর আমি ক্ষিপ্ত হয়েছি কারণ
3আমার শত্রুরা আমার প্রতি চিৎকার করে,
উচ্চস্বরে অন্যায় হুমকি দেয়।
তারা আমার উপর কষ্ট নিয়ে আসে
আর রাগে আমার পশ্চাদ্ধাবন করে।
4আমার হৃদয় দুঃখে জর্জরিত;
মৃত্যুর সন্ত্রাস আমার উপর এসে পড়েছে।
5ভয় আর কাঁপুনি আমাকে আচ্ছন্ন করেছে;
আতঙ্ক আমাকে অভিভূত করেছে।
6আমি বলি, “হ্যাঁ! যদি আমার ঘুঘুর মতো ডানা থাকত!
আমি উড়ে চলে যেতাম আর বিশ্রাম পেতাম।
7আমি দূরে চলে যেতাম
আর মরুভূমিতে বসবাস করতাম।
8প্রচণ্ড বায়ু আর ঝড় থেকে,
আমার আশ্রয়স্থানে তাড়াতাড়ি চলে যেতাম।”
9হে সদাপ্রভু, দুষ্টদের বিহ্বল করো, তাদের বাক্য হতবুদ্ধি করো,
কেননা আমি নগরে হিংসা আর শত্রুতা দেখি।
10দিনরাত তারা প্রাচীরের উপর দিয়ে নগর প্রদক্ষিণ করে;
আক্রোশ আর অবমাননা তার মধ্যে।
11বিধ্বংসী শক্তি নগরের মধ্যে কাজ করে চলেছে;
হুমকি আর মিথ্যা কখনও তার রাস্তা ছেড়ে যায় না।
12যদি কোনও শত্রু আমাকে অপমান করত,
তা আমি সহ্য করতে পারতাম;
যদি কোনও বিপক্ষ আমার বিরোধিতা করত,
আমি তা লুকাতে পারতাম;
13কিন্তু এত তুমিই, আমার সমকক্ষ মানুষ,
আমার সঙ্গী, আমার ঘনিষ্ঠ বন্ধু,
14যার সঙ্গে, ঈশ্বরের গৃহে,
একদিন আমি মধুর সহভাগিতা উপভোগ করেছি,
উপাসকদের মধ্যে
আমরা হেঁটে বেড়িয়েছি।
15মৃত্যু আমার শত্রুদের বিস্মিত করুক;
তারা জীবিত অবস্থায় পাতালের গর্ভে নেমে যাক,
কারণ অন্যায় তাদের গৃহে ও তাদের অন্তরে আছে।
16কিন্তু আমি ঈশ্বরকে ডাকব,
এবং সদাপ্রভু আমাকে রক্ষা করেন।
17সন্ধ্যা, সকাল আর দুপুরে,
আমি আমার যন্ত্রণায় কাঁদি,
আর তিনি আমার কণ্ঠস্বর শোনেন।
18আমার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা থেকে
তিনি আমাকে অক্ষত অবস্থায় মুক্ত করেন,
যদিও অনেকে এখনও আমার বিরোধিতা করে।
19ঈশ্বর, যিনি পূর্বকাল থেকে শাসন করেন,
যার কোনও পরিবর্তন নেই,
তিনি তাদের কথা শুনবেন আর তাদের নম্র করবেন,
কারণ তাদের ঈশ্বরভয় নেই।
20আমার সঙ্গী তার বন্ধুদের আক্রমণ করে;
সে তার নিয়ম ভঙ্গ করে।
21মাখনের মতো তার কথা মসৃণ,
কিন্তু তার হৃদয়ে রয়েছে যুদ্ধ;
তার কথা তেলের চেয়েও মনোরম,
কিন্তু সে সকল উন্মুক্ত তরোয়ালের মতো।
22সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো
আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন;
তিনি কখনও ধার্মিকদের
বিচলিত হতে দেবেন না।
23কিন্তু তুমি, হে ঈশ্বর, দুষ্টদের পতনের গর্তে
নামিয়ে দেবে;
যারা রক্তপিপাসু আর প্রতারক
জীবনের অর্ধেক দিনও তারা বাঁচবে না।
কিন্তু আমি তোমাতে আস্থা রাখি।

Currently Selected:

গীত 55: BCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy