YouVersion Logo
Search Icon

ফিলিপীয় ভূমিকা

ভূমিকা
পৌল তাঁর দ্বিতীয় সুসমাচার প্রচার-অভিযানের সময় ফিলিপী নগরে মণ্ডলী স্থাপন করেছিলেন (প্রেরিত 16)। এই মণ্ডলী তাঁর আনন্দ-প্রেরণার উৎস ছিল। পৌল রোমে কারাবন্দি আছেন, ফিলিপীয় বিশ্বাসীরা একথা শোনামাত্র তাঁর কাছে ভালোবাসার নিদর্শনস্বরপ একটি বিশেষ আর্থিক উপহার প্রেরণ করেন। এই পত্রে পৌল সে বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রেরিত বার্তাবাহক ইপাফ্রদীতের প্রত্যাগমনে কেন বিলম্ব হয়েছিল, তিনি তারও জবাবাদিহি করেছেন এবং বিশ্বাসীদের একযোগে পরিশ্রম করার শিক্ষা দিয়েছেন, যেন মণ্ডলীর সার্বিক ঐক্যভাব বজায় থাকে। প্রভু যীশু খ্রীষ্ট ও সুসমাচারের বাণীর প্রতি আলোকপাত করে পত্রটি রচিত হয়েছে। খ্রীষ্টই আমাদের পরিচর্যার বাণী (1) তিনি আমাদের অনুকরণীয় আদর্শ (2) কর্মসাধনের উদ্দেশ্য বা প্রেরণা (3) এবং উপায় তথা মাধ্যম (4)। আনন্দ উদ্‌যাপনের প্রসঙ্গ সমগ্র পত্রটিতেই আলোচিত হয়েছে। তাঁর নিজস্ব কষ্টদায়ক পরিস্থিতি থাকা সত্ত্বেও পৌল প্রভুতে উল্লসিত হয়েছিলেন এবং মণ্ডলীকেও সেরকম আনন্দিত হওয়ার প্রেরণা জোগিয়েছেন। সর্বোপরি, বলা হয়েছে, সদাপ্রভুর দত্ত আনন্দই খ্রীষ্টীয় কর্মপ্রেরণার শক্তিস্বরূপ (নহিমিয় 8:10)।
এছাড়া পৌল বলেছেন, আমাদের নাগরিকত্ব স্বর্গের। তারই প্রতি লক্ষ্য রেখে আমাদের এই পৃথিবীতে জীবনযাপন করা উচিত।
রচয়িতা: পৌল
রচনার স্থান: রোম (কারাগারে)
রচনাকাল: আনুমানিক 62 খ্রীষ্টাব্দ
মূল বিষয়রস্তু: খ্রীষ্টীয় আনন্দ

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in