YouVersion Logo
Search Icon

যিরমিয় 15

15
1এরপর সদাপ্রভু আমাকে বললেন, “যদিও মোশি ও শমূয়েল আমার সামনে দাঁড়াত, তবুও আমার মন এই লোকদের প্রতি কোমল হত না। আমার উপস্থিতি থেকে তাদের দূর করে দাও, তাদের চলে যেতে দাও। 2আর তারা যদি জিজ্ঞাসা করে, ‘আমরা কোথায় যাব?’ তাহলে তাদের বোলো, ‘সদাপ্রভু এই কথা বলেন:
“ ‘যারা মৃত্যুর পাত্র, তারা মৃত্যুর স্থানে;
যারা তরোয়ালের আঘাতের জন্য নির্দিষ্ট, তারা তরোয়ালের স্থানে;
যারা দুর্ভিক্ষের জন্য নির্দিষ্ট, তারা দুর্ভিক্ষের স্থানে;
যারা বন্দিত্বের জন্য নির্দিষ্ট, তারা বন্দিত্বের স্থানে চলে যাক।’
3“আমি চার ধরনের ধ্বংসকারীকে তাদের বিরুদ্ধে পাঠাব,” সদাপ্রভু ঘোষণা করেন, “হত্যা করার জন্য তরোয়াল, টানাটানি করার জন্য কুকুর এবং গ্রাস ও ধ্বংস করার জন্য আকাশের সব পাখি ও যাবতীয় বুনো পশুও পাঠাব। 4যিহূদার রাজা হিষ্কিয়ের পুত্র মনঃশি জেরুশালেমে যা করেছে, সেই কারণে পৃথিবীর সব রাজ্যের কাছে আমি তাদের ঘৃণ্য করে তুলব।
5“হে জেরুশালেম, কে তোমার প্রতি করুণা করবে?
কে তোমার জন্য শোক করবে?
কে থেমে জিজ্ঞাসা করবে, তুমি কেমন আছ?
6তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ,”
সদাপ্রভু বলেন।
“তুমি বারবার বিপথগামী হয়ে থাকো।
তাই আমি তোমার উপরে হস্তক্ষেপ করে তোমাকে ধ্বংস করব;
তোমার প্রতি আর কোনো মমতা দেখাব না।
7আমি দেশের নগরদ্বারগুলিতে
তাদের বেলচা দিয়ে ঝাড়ব।
আমি আমার প্রজাদের উপরে মৃত্যুর শোক ও ধ্বংস নিয়ে আসব,
কারণ তারা তাদের জীবনাচরণের পরিবর্তন করেনি।
8আমি সমুদ্রের বালির চেয়েও তাদের বিধবাদের সংখ্যা বৃদ্ধি করব।
তাদের যুবকদের মায়েদের বিরুদ্ধে
আমি দুপুরবেলা এক ধ্বংসকারী নিয়ে আসব;
হঠাৎই আমি তাদের বিরুদ্ধে নিয়ে আসব
নিদারুণ উদ্বেগ ও ভয়।
9সাত সন্তানের জননী মূর্ছা গিয়ে
তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে;
সময়#15:9 আক্ষরিক: দিন সূর্য অস্ত থাকতে থাকতেই তার জীবনসূর্য অস্ত যাবে;
সে লাঞ্ছিত ও অপমানিত হবে।
যারা অবশিষ্ট বেঁচে থাকবে, তাদের সমর্পণ করব
শত্রুদের তরোয়ালের সামনে,”
সদাপ্রভু এই কথা বলেন।
10হায়, মা আমার, তুমি আমাকে জন্ম দিয়েছ,
আমি এমন মানুষ, যার সঙ্গে সমস্ত দেশ ঝগড়া-বিবাদ করে।
আমি ঋণ করিনি বা কাউকে ঋণও দিইনি,
তবুও সবাই আমাকে অভিশাপ দেয়।
11সদাপ্রভু বললেন,
“নিশ্চয়ই আমি এক উত্তম অভিপ্রায়ে তোমাকে মুক্ত করব;
নিশ্চিতরূপে বিপর্যয় ও দুর্দশার সময়ে
তোমার শত্রুরা তোমার কাছে অনুনয় করবে।
12“কোনো মানুষ কি লোহা ভাঙতে পারে,
উত্তর দেশের লোহা বা পিতল?
13“তোমাদের ঐশ্বর্য ও তোমাদের সম্পদ
আমি বিনামূল্যে লুন্ঠিত বস্তুরূপে দেব।
এর কারণ হল, তোমাদের সমস্ত দেশে কৃত
তোমাদের সব পাপ।
14আমি তোমাদের শত্রুদের কাছে দাসত্ব করাব,
তোমাদের অপরিচিত এক দেশে,
কারণ আমার ক্রোধ এক আগুনের শিখা প্রজ্বলিত করবে,
যা তোমাদের বিরুদ্ধে থাকবে।”
15হে সদাপ্রভু, তুমি তো সব বোঝো;
আমাকে স্মরণ করো ও আমার তত্ত্বাবধান করো।
আমার পীড়নকারীদের উপরে তুমিই প্রতিশোধ নাও।
তুমি তো দীর্ঘসহিষ্ণু, আমাকে হরণ কোরো না;
ভেবে দেখো, তোমার কারণে আমি কত দুর্নাম সহ্য করে থাকি।
16যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম,#15:16 আক্ষরিক: আমি সেগুলি খেয়ে ফেললাম।
সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক,
কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর,
আমি তোমার নাম ধারণ করি।
17উচ্ছৃঙ্খল লোকদের দলে আমি কখনও বসিনি,
আমি কখনও তাদের সঙ্গে ফুর্তি করিনি;
আমি একা বসেছিলাম, কারণ তোমার হাত আমার উপরে ছিল,
আর তুমি আমাকে ঘৃণামিশ্রিত ক্রোধে পূর্ণ করেছিলে।
18কেন আমার বেদনা অন্তহীন
এবং আমার ক্ষতসকল এত মারাত্মক ও নিরাময়ের অযোগ্য?
তুমি আমার কাছে এক ছলনাময়ী ঝর্ণা,
নির্জলা জলের উৎসের মতো।
19এই কারণে সদাপ্রভু এই কথা বলেন:
“তুমি অনুতাপ করলে আমি তোমাকে পুনঃপ্রতিষ্ঠিত করব,
যেন তুমি আমার সেবা করতে পারো;
যদি তুমি মূল্যহীন কথাবার্তার চেয়ে উৎকৃষ্ট সব কথা বলো,
তাহলে তুমি আমার মুখপাত্র হবে।
এই লোকেরা তোমার প্রতি ফিরুক,
কিন্তু তুমি তাদের প্রতি ফিরবে না।
20আমি তোমাকে এই লোকদের কাছে প্রাচীরস্বরূপ করব,
পিতলের সুদৃঢ় দেওয়ালের মতো করব;
তারা তোমার বিরুদ্ধে লড়াই করবে,
কিন্তু তোমাকে জয় করতে পারবে না,
কারণ তোমাকে উদ্ধার ও রক্ষা করার জন্য
আমি তোমার সঙ্গে আছি,”
সদাপ্রভু এই কথা বলেন।
21“আমি দুষ্টদের হাত থেকে তোমাকে রক্ষা করব,
আর নিষ্ঠুর লোকদের কবল থেকে তোমাকে উদ্ধার করব।”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in