যাকোব ভূমিকা
ভূমিকা
যাকোব ছিলেন যোষেফ ও মরিয়মের পুত্র এবং প্রভু যীশুর সহোদর ভাই। পরে তিনি জেরুশালেম কাউন্সিলের (উপদেষ্টা পরিষদ) নেতা হন। তিনি মুখ্যত রোমান সাম্রাজ্যে বিক্ষিপ্ত ইহুদি-খ্রীষ্টিয়ানদের উদ্দেশে পত্রখানি লেখেন। তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল অহংভাব, ভেদাভেদ সৃষ্টি, লোভ-লালসা, সাংসারিকতার মনোভাব, কপট আচরণ, অন্যের বিরুদ্ধে কুৎসা-রটানো, পরশ্রীকাতরতা, এসব মন্দ বিষয়। এগুলি সংশোধন করার উদ্দেশে যাকোব পত্রের মাধ্যমে তাদের অবগত করেছেন যে, বিশ্বাস কর্মবিহীন হলে, তা নিরর্থক। এছাড়াও তিনি পরীক্ষা-প্রলোভনের সময়ে ধৈর্যধারণ করা ও অসংলগ্ন জিহ্বা বা বার্তালাপের কুপরিণাম ও ভয়ংকরতার কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের সতর্ক করেছেন। বিভিন্ন উপমার মাধ্যমে তিনি তাদের জিহ্বা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দান করেছেন।
যদি প্রকৃতই বিশ্বাসের অনুরূপ আচরণ আমরা করি, তাহলে তা পরীক্ষা-প্রলোভনের সময় আমাদের প্রতিক্রিয়া সংযত রাখবে (1), অপরের প্রতি আচরণ যথাযথ হবে (2), কথাবার্তা নিয়ন্ত্রণাধীন থাকবে (3), নিজের জীবনে পাপের প্রতি আচরণ খ্রীষ্টের আদেশোচিত হবে (4) এবং আমাদের প্রার্থনার জীবনে তার প্রতিফলন ঘটবে (5)। যাকোব—শব্দটির অর্থ, প্রতারক, অন্যকে স্থানচ্যূত করে নিজে অধিকারী হওয়া।
রচয়িতা: যাকোব
রচনার স্থান: জেরুশালেম
রচনাকাল: আনুমানিক 60 খ্রীষ্টাব্দ
মূল বিষয়বস্তু: খ্রীষ্টীয় আচরণ-বিধি
Currently Selected:
যাকোব ভূমিকা: BCV
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.