YouVersion Logo
Search Icon

যিশাইয় 60

60
সিয়োনের গৌরব
1“ওঠো, প্রদীপ্ত হও, কারণ তোমার দীপ্তি উপস্থিত হয়েছে,
সদাপ্রভুর গৌরব তোমার উপরে উদিত হল।
2দেখো, অন্ধকার পৃথিবীতে ছেয়ে গেছে,
ঘন অন্ধকার জাতিসমূহকে আবৃত করেছে,
কিন্তু সদাপ্রভু তোমার উপরে উদিত হয়েছেন,
তাঁর মহিমা তোমার উপরে প্রত্যক্ষ হয়েছে।
3বিভিন্ন জাতি তোমার দীপ্তির কাছে আসবে,
রাজারা আসবে তোমার ভোরের উজ্জ্বলতার কাছে।
4“তোমার দু-চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখো:
সবাই একসঙ্গে তোমার কাছে এসেছে;
তোমার ছেলেরা দূর থেকে আসছে,
তোমার মেয়েদের কোলে বহন করে আনা হচ্ছে।
5তখন তুমি তা দেখে দীপ্যমান হবে,
তোমার হৃদয় স্পন্দিত হয়ে আনন্দে স্ফীত হবে;
সমুদ্রের ঐশ্বর্য তোমার কাছে আনা হবে,
তোমার কাছেই আনীত হবে জাতিসমূহের সব সম্পদ।
6উটের পাল তোমার দেশে ছেয়ে যাবে,
মিদিয়ন ও ঐফার উটে দেশ ভরে যাবে।
আর শিবা থেকে সবাই
বহন করে আনবে সোনা ও ধূপ,
তারা সদাপ্রভুর স্তব ঘোষণা করবে।
7কেদরের সমস্ত পশুপাল তোমার কাছে সংগৃহীত হবে,
নবায়োতের মেষেরা তোমার সেবা করবে;
সেগুলি আমার বেদিতে নৈবেদ্যরূপে গৃহীত হবে,
আর আমি আমার মহিমাময় মন্দির সুশোভিত করব।
8“এরা কারা, যারা মেঘের মতো উড়ে আসছে,
নিজেদের বাসার প্রতি ঘুঘুর মতো আসছে?
9নিশ্চয়ই দ্বীপগুলি আমার প্রতি দৃষ্টি করে,
তাদের নেতৃত্ব দেয় তর্শীশের সব জাহাজ।
সেগুলি তোমার সন্তানদের দূর থেকে আনবে,
সঙ্গে থাকবে তাদের রুপো আর সোনা,
তা হবে তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য,
তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন,
কারণ তিনিই তোমাকে বিভূষিত করেছেন।
10“বিজাতিয়েরা তোমার প্রাচীরগুলি পুনর্নির্মাণ করবে,
তাদের রাজারা তোমার সেবা করবে।
যদিও ক্রোধে আমি তোমাকে আঘাত করেছিলাম,
অনুগ্রহে আমি তোমার প্রতি সহানুভূতি প্রদর্শন করব।
11তোমার তোরণদ্বারগুলি সবসময়ই খোলা থাকবে,
দিনে বা রাতে, সেগুলি কখনও বন্ধ করা হবে না,
যেন লোকেরা তোমার কাছে জাতিসমূহের ঐশ্বর্য নিয়ে আসে—
তাদের রাজারা বিজয় মিছিলের সামনে সামনে চলবে।
12কারণ যে দেশ বা রাজ্য তোমার সেবা করবে না, তা ধ্বংস হবে;
তা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে।
13“লেবাননের গৌরব তোমার কাছে আসবে,
দেবদারু, ঝাউ ও চিরহরিৎ গাছ একসঙ্গে আসবে,
যেন আমার পবিত্র ধামকে সুশোভিত করতে পারে;
আর আমি আমার পা রাখার স্থানকে গৌরব দান করব।
14তোমার প্রতি অত্যাচারকারী লোকেদের সন্তানেরা প্রণত হয়ে তোমার কাছে আসবে;
যারাই তোমাকে অবজ্ঞা করেছিল, তারা তোমার পায়ে প্রণিপাত করবে
এবং তোমার উদ্দেশে বলবে, এ সদাপ্রভুর নগরী,
ইস্রায়েলের পবিত্রতমজনের সিয়োন।
15“যদিও তুমি পরিত্যক্ত ও ঘৃণিত হয়েছিলে,
কেউ তোমার মধ্য দিয়ে যাতায়াত করত না,
আমি তোমাকে চিরকালীন গর্বের স্থান
এবং বংশপরম্পরায় সকলের আনন্দের কারণ করব।
16তুমি জাতিসমূহের দুধ পান করবে,
রাজাদের ঐশ্বর্য গ্রাস করবে।#60:16 হিব্রু: রাজাদের স্তন চুষে খাবে।
তখন তুমি জানতে পারবে যে, আমি সদাপ্রভুই তোমার পরিত্রাতা,
তোমার মুক্তিদাতা, যাকোবের সেই পরাক্রমী জন।
17আমি তোমার কাছে পিতলের পরিবর্তে সোনা
ও লোহার পরিবর্তে রুপো নিয়ে আসব।
আমি কাঠের পরিবর্তে পিতল
এবং পাথরের পরিবর্তে লোহা নিয়ে আসব।
আমি শান্তিকে তোমার নিয়ন্ত্রণকারী করব,
ধার্মিকতা হবে তোমার প্রশাসক।
18তোমার দেশে উপদ্রবের কথা,
তোমার সীমানার মধ্যে ধ্বংস বা বিনাশের কথা, আর শোনা যাবে না;
কিন্তু তুমি তোমার প্রাচীরগুলিকে বলবে পরিত্রাণ
এবং তোরণদ্বারগুলিকে বলবে প্রশংসা।
19দিনের বেলা সূর্য আর তোমার জ্যোতিস্বরূপ হবে না,
চাঁদের জ্যোৎস্নাও আর তোমাকে আলো দেবে না,
কারণ সদাপ্রভু হবেন তোমার চিরস্থায়ী জ্যোতি,
তোমার ঈশ্বরই হবেন তোমার গৌরব।
20তোমার সূর্য আর অস্তমিত হবে না,
তোমার চাঁদের আলো আর ক্ষীণ হবে না;
সদাপ্রভুই হবেন তোমার চিরজ্যোতি,
আর তোমার দুঃখকষ্টের দিন শেষ হবে।
21তখন তোমার সমস্ত প্রজা ধার্মিক হবে,
তারা চিরকালের জন্য দেশের অধিকারী হবে।
তারাই সেই চারাগাছ, যা আমি রোপণ করেছিলাম,
তারা আমার নিজের হাতের কাজ,
যেন আমার সৌন্দর্যের বিভব প্রদর্শিত হয়।
22তোমার মধ্যে নগণ্যতম জন এক সহস্রের সমান হবে,
ক্ষুদ্রতম জন হবে এক শক্তিশালী জাতিস্বরূপ।
আমিই সদাপ্রভু;
যথাসময়ে আমি তা দ্রুত সম্পন্ন করব।”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিশাইয় 60