YouVersion Logo
Search Icon

যিশাইয় 58

58
প্রকৃত উপবাস
1“জোরে চিৎকার করে বলো, রব সংযত কোরো না,
তূরীধ্বনির মতোই তোমাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলো।
আমার প্রজাদের কাছে তাদের বিদ্রোহের কথা ঘোষণা করো,
যাকোবের কুলের কাছে তাদের পাপের কথা জানাও।
2কারণ দিনের পর দিন তারা আমার অন্বেষণ করে,
মনে হয় তারা যেন আমার পথগুলি জানার বিষয়ে আগ্রহী,
তারা এমন জাতি, যারা ন্যায়সংগত কাজ করে
এবং তাদের ঈশ্বরের আদেশগুলি পরিত্যাগ করেনি।
তারা আমার কাছে সঠিক সিদ্ধান্তের কথা জানতে চায়
এবং মনে হয় তারা যেন ঈশ্বরকে কাছে পেতে আগ্রহী।
3তারা বলে, ‘কেন আমরা উপবাস করেছি,
আর তুমি তা লক্ষ্য করোনি?
কেন আমরা নিজেদের নতনম্র করেছি,
অথচ তুমি তা দেখতে পাওনি?’
“তবুও, তোমরা উপবাসের দিনে, তোমাদের ইচ্ছামতো যা খুশি তাই করো,
আর তোমাদের শ্রমিকদের শোষণ করো।
4তোমাদের উপবাস ঝগড়া ও বিবাদে শেষ হয়,
দুষ্টতাপূর্ণ মুষ্টাঘাতে পরস্পরকে আঘাত করো।
আজকের মতো তোমরা উপবাস করলে
ঊর্ধ্বে তোমাদের রব শোনার আশা করতে পারবে না।
5আমি কি এই ধরনের উপবাস মনোনীত করেছি?
কেবলমাত্র একদিনের জন্য কি মানুষ নিজেকে নম্র করবে?
এ কি কেবলমাত্র নলখাগড়ার মতো নিজের মাথা নত করা
এবং চটে ও ভস্মে শয়ন করা?
একেই কি তোমরা উপবাস বলো,
সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য একটি দিন বলো?
6“আমি কি এই ধরনের উপবাস মনোনীত করিনি:
অন্যায় বিচারের শৃঙ্খল ভেঙে ফেলা
ও জোয়ালের দড়িগুলি খুলে ফেলা,
অত্যাচারিত ব্যক্তিদের মুক্ত করা
ও প্রত্যেক জোয়াল ভেঙে ফেলা?
7এই কি নয়, যে ক্ষুধার্ত লোকেদের কাছে তোমার খাবার বণ্টন করা
এবং দরিদ্র ভবঘুরে ব্যক্তিকে আশ্রয় দেওয়া—
যখন তুমি উলঙ্গ ব্যক্তিকে দেখো, তাকে পোশাক পরিহিত করা,
আর নিজের আপনজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেওয়া?
8তখন তোমার আলো প্রত্যূষকালের মতো প্রকাশ পাবে,
আর তুমি সত্বর আরোগ্যতা লাভ করবে,
তখন তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে,
আর সদাপ্রভুর মহিমা তোমার পিছন দিকের রক্ষক হবেন।
9তখন তুমি ডাকলে সদাপ্রভু উত্তর দেবেন;
তুমি সাহায্যের জন্য কাঁদলে তিনি বলবেন: এই যে আমি।
“তুমি যদি অত্যাচারের জোয়াল, অর্থাৎ
অঙ্গুলিতর্জন ও বিদ্বেষপূর্ণ কথাবার্তা দূর করো,
10যদি তুমি ক্ষুধার্তকে নিজের অন্ন দাও
এবং অত্যাচারিত ব্যক্তির সব প্রয়োজন মিটিয়ে দাও,
তখন তোমার জ্যোতি অন্ধকারে উদিত হবে
এবং তোমার রাত্রি দুপুরবেলার মতো হবে।
11আর সদাপ্রভু সবসময়ই তোমাকে পথ প্রদর্শন করবেন;
তিনি শুষ্ক-ভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন
ও তোমার অস্থিকাঠামো শক্তিশালী করবেন।
তুমি ভালোভাবে জল-সিঞ্চিত একটি বাগানের মতো হবে,
তুমি হবে এমন এক উৎসের মতো, যার জল কখনও শুকায় না।
12তোমার লোকেরা প্রাচীনকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে,
এবং বহুকাল পূর্বের ভিত্তিমূলগুলি আবার গেঁথে তুলবে;
তোমাকে বলা হবে ভগ্ন প্রাচীরগুলির মেরামতকারী,
পথসমূহ ও বসবাসের স্থানগুলির পুনঃপ্রতিষ্ঠাকারী।
13“তুমি যদি সাব্বাথ-দিন লঙ্ঘন করা থেকে পা ফিরাও,
আমার পবিত্র দিনে নিজের ইচ্ছামতো কাজ না করো,
তুমি যদি সাব্বাথ-দিনকে আনন্দদায়ক ও
সদাপ্রভুর পবিত্র দিনকে সম্মাননীয় আখ্যা দাও,
আর যদি তুমি নিজের মনমতো পথে না গিয়ে সেদিনকে সম্মান করো,
নিজের ইচ্ছামতো কিছু না করো ও অসার কথাবার্তা না বলো,
14তাহলে তুমি সদাপ্রভুতে তোমার আনন্দ খুঁজে পাবে,
আর আমি তোমাকে দেশের সর্বোচ্চ স্থানে আরোহণ করাব
এবং তোমার পিতৃপুরুষ যাকোবের অধিকারে উৎসব করতে দেব,”
সদাপ্রভুর মুখ এই কথা বলেছেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিশাইয় 58